AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Janmashtami Puja Timings: এই বছর জন্মাষ্টমীর পুজো করার শুভ সময় কখন?

Janmashtami Puja Timings: দ্বাপর যুগে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করতে শ্রীকৃষ্ণ রূপে জন্ম নেন শ্রীবিষ্ণু। জন্মাষ্টমী সেই তিথির পালনের উৎসব। বিশ্বাস, এই দিন সঠিক সময়ে গোপালোর আরাধনা করলে সুখ-শান্তি বজায় থাকে। খুশিতে থাকে পরিবার। কিন্তু পুজো যে করবেন, শুভ সময়টা জানা আছে?

Janmashtami Puja Timings: এই বছর জন্মাষ্টমীর পুজো করার শুভ সময় কখন?
Image Credit: Veena Nair/Moment/Getty Images
| Updated on: Aug 14, 2025 | 6:00 PM
Share

যখন যখন এই ধরাধামে পাপের ঘড়া পূর্ণ হয়েছে, তখন তখন অবতারে উর্ত্তীর্ণ হয়ে এই বিশ্ব সংসারকে অধর্মের হাত থেকে রক্ষা করেছেন পালন কর্তা বিষ্ণু। উড়িয়েছেন ধর্মের জয় ধ্বজা। তেমনই দ্বাপর যুগে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করতে শ্রীকৃষ্ণ রূপে জন্ম নেন শ্রীবিষ্ণু। জন্মাষ্টমী সেই তিথির পালনের উৎসব। বিশ্বাস, এই দিন সঠিক সময়ে গোপালোর আরাধনা করলে সুখ-শান্তি বজায় থাকে। খুশিতে থাকে পরিবার। কিন্তু পুজো যে করবেন, শুভ সময়টা জানা আছে?

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে অষ্টমী তিথি শুরু হচ্ছে ৩০ শ্রাবণ। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ১৫ অগস্ট, শুক্রবার রাত ১১টা ৫১ মিনিটে।

অষ্টমী তিথি শেষ হচ্ছে ৩১ শ্রাবণ। ইংরেজি ক্যালন্ডার অনুসারে ১৬ অগস্ট, শনিবার রাত ৯টা ৩৫ মিনিটে।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে অষ্টমী তিথি শুরু হচ্ছে ২৯ শ্রাবণ। ইংরেজি ক্যালন্ডার অনুসারে ১৫ অগস্ট, শুক্রবার রাত ১টা ১৬ মিনিট ৯ সেকেন্ডে।

অষ্টমী তিথি শেষ হচ্ছে ৩০ শ্রাবণ, শনিবার। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ১৬ অগস্ট, শনিবার রাত ১০টা ৪৮ মিনিট ৩ সেকেন্ডে।