AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lunar Eclipse: ৭ তারিখ চন্দ্রগ্রহণ, শুরু পিতৃপক্ষের! এই সময়ে কোন কোন কাজ থেকে বিরত থাকবেন?

Pitru Paksha: হাতে আর মাত্র কয়েকদিন, তারপরেই শুরু হবে দেবীপক্ষ। তবে তাঁর আগে রয়েছে চন্দ্রগ্রহণ। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে আগামী ৭ সেপ্টেম্বর ঘটতে চলেছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। আবার এই দিনে শুরু হবে পিতৃপক্ষ। জ্যোতিষশাস্ত্র মতে চন্দ্রগ্রহণকে অশুভ। তাই এই সময়ে বিশেষ সতর্কতা অবলম্বন করাটা প্রয়োজন।

Lunar Eclipse: ৭ তারিখ চন্দ্রগ্রহণ, শুরু পিতৃপক্ষের! এই সময়ে কোন কোন কাজ থেকে বিরত থাকবেন?
Image Credit: PTI
| Updated on: Sep 04, 2025 | 5:00 PM
Share

হাতে আর মাত্র কয়েকদিন, তারপরেই শুরু হবে দেবীপক্ষ। তবে তাঁর আগে রয়েছে চন্দ্রগ্রহণ। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে আগামী ৭ সেপ্টেম্বর ঘটতে চলেছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। আবার এই দিনে শুরু হবে পিতৃপক্ষ। জ্যোতিষশাস্ত্র মতে চন্দ্রগ্রহণকে অশুভ। তাই এই সময়ে বিশেষ সতর্কতা অবলম্বন করাটা প্রয়োজন।

এই চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারতের মাটি থেকেও। তাই থাকবে সূতককাল। ওই সময়ে শাস্ত্র মতে কোনও শুভ কাজ করা উচিত নয়। আর কী কী নিয়ম মানবেন?

চন্দ্রগ্রহণ শুরু হবে ৭ সেপ্টেম্বর রাত ৯টা ৫৮ মিনিটে। শেষ হবে ৮ সেপ্টেম্বর রাত ১টা ২৬ মিনিটে। স্থানীয়ভাবে এই গ্রহণের স্থায়িত্ব হবে ৩ ঘণ্টা ২৮ মিনিট ২ সেকেন্ড। যেহেতু গ্রহণ ভারতে দৃশ্যমান হবে, তাই এর সূতককাল মান্য করা হবে।

সাধারণ সূতক শুরু হবে ৭ সেপ্টেম্বর দুপুর ১২টা ১৯ মিনিটে। সমাপ্তি হবে ৮ সেপ্টেম্বর রাত ১টা ২৬ মিনিটে।

শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যাক্তিদের জন্য সূতক শুরু হবে সন্ধে ৬টা ৩৬ মিনিটে। শেষ হবে গ্রহণ শেষ হওয়ার সঙ্গে।

এই সূতককাল কী? কেন গুরুত্বপূর্ণ?

হিন্দু শাস্ত্র মতে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের আগে একটি নির্দিষ্ট সময়কে সূতককাল বলা হয়। চন্দ্রগ্রহণের সূতক শুরু হয় ৯ ঘণ্টা আগে, সূর্যগ্রহণের সূতক শুরু হয় ১২ ঘণ্টা আগে।

হিন্দু বিশ্বাস অনুযায়ী, সূতকের সময়ে পৃথিবীর পরিবেশ অশুদ্ধ হয়ে যায়। তাই অশুভ প্রভাব থেকে বাঁচার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত।

কোন কোন কাজ এড়িয়ে চলবেন?

পুজো, হোম, যজ্ঞ, কোনও মূর্তি প্রাণপ্রতিষ্ঠা, বিয়ে, গৃহপ্রবেশ ইত্যাদি শুভ কাজ না করাই ভাল। সূতকের সময়ে খাবার রান্না বা খাওয়া উচিত নয়। চুল কাটা, নখ কাটা, দাড়ি কামানো বা শরীর পরিষ্কারের কাজ এই সময়ে করা থেকে বিরত থাকুন। অপ্রয়োজনীয় ভ্রমণ, বিশেষ করে দীর্ঘ সফর এড়িয়ে চলা উচিত। নতুন ব্যবসা, প্রকল্প বা বিনিয়োগ শুরু করা নিষেধ। মাংস, মদ, রসুন, পেঁয়াজ ইত্যাদি তামসিক খাদ্য এড়িয়ে চলা ভাল। গর্ভবতী মহিলারা সূতকের সময়ে সুচ, ছুরি বা ধারালো বস্তু ব্যবহার করা উচিত নয়।