Sawan shani 2024: সূর্যাস্তের পরই করুন শনিপুজো! দশা কাটিয়ে উন্নতি-সাফল্যের বন্যা আনতে শ্রাবণ শনিবারে করুন এই মন্ত্র পাঠ
Sawan 2024: শনিদেবকে প্রসন্ন করতে শনিবারই হল সবচেয়ে শুভ একটি দিন। শ্রাবণ মাসের সোমবারের মতো প্রতি শনিবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন সঠিক রীতিতে উপবাস ও পুজো করা হলে শনিদেবের পাশাপাশি তুষ্ট হন মহাদেবও। শনিদেবের পুজোর গুরুত্ব আরো বেশি। কারণ এই গোটা মাসজুড়ে শিবকে উত্সর্গ করা হয়।
জ্যোতিষশাস্ত্র মতে, শনিবারই হল শনিদেবের আরাধনার বিশেষ দিন। শ্রাবণ মাসের শনিবারে শনিপুজো করা হয় ধুমধাম করে। কারণ শনি ও শিব, উভয়ই হিন্দুদের খুব কাছের ও ভীতির দেবতা। কারণ উভয় দেবতাই মানুষের কর্মের উপর বি্শ্বাস রাখেন। শনিদেবকে তুষ্ট করতে, শনির দশা থেকে মুক্ত পেতে প্রতি শনিবার করে শনিদেবের পুজো ও উপবাস রাখা হয়। শনিদেবকে প্রসন্ন করতে শনিবারই হল সবচেয়ে শুভ একটি দিন। শ্রাবণ মাসের সোমবারের মতো প্রতি শনিবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন সঠিক রীতিতে উপবাস ও পুজো করা হলে শনিদেবের পাশাপাশি তুষ্ট হন মহাদেবও। শনিদেবের পুজোর গুরুত্ব আরো বেশি। কারণ এই গোটা মাসজুড়ে শিবকে উত্সর্গ করা হয়। সেখানে শনিদেবের ভক্তরাও রয়েছেন। ফলে শনিসংক্রান্ত বিভিন্ন সমস্যা যেমন হ্রাস পায়, তেমনি মহাদেবেরও আশীর্বাদ পাওয়া যায়।
শনিদেবের পুজোপাঠ করার আদর্শ সময় হল সূর্যাস্তের পর। সূর্য আকাশে থাকাকালীন শনিদেবের পুজো করা উচিত নয়। তার কারণ, হল এই সময় সূর্য শনির পিঠে অবস্থান করে। এছাড়া শনিদেবকে প্রসন্ন করতে শনির কবচ পাঠ করা উচিত। এর পাশাপাশি শ্রাবণ মাসের প্রতি শনিবার মহাদেবের পঞ্চাক্ষরী মন্ত্র জপ করা উচিত। এতে জীবনে আসে সুখ-শান্তি। সমসার মেঘ কেটে শুধুই আসে উন্নতি-সাফল্য। হাতে আসে অগাধ টাকা-পয়সা।
শনি কবচ
অস্য শ্রী শনৈশ্চরকবচস্ত্রোত্রমংত্রস্য কশ্যপ ঋষিঃ,
অনুষ্টুপ্ ছন্দঃ, শনৈশ্চরো দেবতা, শীং শক্তিঃ,
শূং কীলকম্, শনৈশ্চরপ্রীত্যর্থং জপে বিনিয়োগঃ
নীলাম্বরো নীলবপুঃ কিরীটী গৃধ্রস্থিতত্রাসকরো ধনুষ্মান্।
চতুর্ভূজঃ সূর্যসুতঃ প্রসন্নঃ সদা মম স্যাদ্বরদঃ প্রশান্তঃ।।
শৃণুধ্বমৃষয়ঃ সর্বে শনিপীডাহরং মহন্ত।
কবচং শনিরাজস্য সৌরেরিদমনুক্তমম্।।
কবচং দেবতাবাসং বজ্রপঞ্জরসংজ্ঞকম্।
শনৈশ্চরপ্রীতিকরং সর্বসৌভাগ্যদায়কম্।।
ওম শ্রীশনৈশ্চরঃ পাতু ভালং মে সূর্যনন্দনঃ।
নেত্রে ছায়াত্মজঃ পাতু কর্ণো যমানুজঃ।।
নাসাং বৈবস্বতঃ পাতু মুখং মে ভাস্করঃ সদা।
স্নিগ্ধকণ্ঠশ্চ মে কণ্ঠ ভুজৌ পাতু মহাভুজছ।।
স্কন্ধৌ পাতু শনিশ্চৈব করৌ পাতু শুভপ্রদঃ।
বক্ষঃ পাতু যমভ্রাতা কুক্ষিং পাত্বসিতস্থতা।।
নাভিং গৃহপতিঃ পাতু মন্দঃ পাতু কটিং তথা।
ঊরূ মমান্তকঃ পাতু যমো জানুযুগং তথা।।
পদৌ মন্দগতিঃ পাতু সর্বাঙ্গ পাকু পিপ্পলঃ।
অঙ্গোপাঙ্গানি সর্বাণি রক্ষেণ্ মে সূর্যনন্দনঃ।।
ইত্যেতৎ কবচং দিব্যং পঠেৎ সূর্যসুতস্য যঃ।
ন তস্য জায়তে পীডা প্রীতো ভবন্তি সূর্যজঃ।।
ব্যয়জন্মদ্বিতীযস্থো মৃত্যুস্থানগতোপি বা।
কলত্রস্থো গতোবাপি সুপ্রীতস্থু সদা শনিঃ।।
অষ্টমস্থে সূর্যসুতে ব্যয়ে জন্মদ্বিতীয়গে।
কবচং পঠতে নিত্যং ন পীডা জায়তে ক্বচিৎ।।
ইত্যতৎ কবচং দিব্যং সৌরের্যন্নির্মিতং পুরা।
জন্মলগ্নস্থিতান্দোষান্ সর্বান্নাশয়তে প্রভুঃ।।