AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shani Rashi Transits: ২০২৪ সালের রাজা মঙ্গল, মন্ত্রী শনি! গোটা পৃথিবীতে কী কী বিপর্যয় অপেক্ষা করছে, জানেন?

New Years 2024: জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২০২৪ সালের সঙ্গে যোগ রয়েছে ৪ সংখ্য়া। যা শনিদেবের সংখ্যা বলে মনে করা হয়। এছাড়া নতুন বছরে রয়েছে শনির রাশি বদলও। জ্যোতিষশাস্ত্র মতে, ২০২৪ সালের রাজার আসনে বসতে চলেছে মঙ্গল আর তার মন্ত্রী পদে বসবেন শনিদেব। তার মানে রাজা মঙ্গল শনির বুদ্ধি দিয়ে কাজ করবেন। যার ফলে দেশ ও বিশ্বে এমন অনেক ঘটনা ঘটবে যা গোটা বিশ্ববাসী ভিমরি খাবে।

Shani Rashi Transits: ২০২৪ সালের রাজা মঙ্গল, মন্ত্রী শনি! গোটা পৃথিবীতে কী কী বিপর্যয় অপেক্ষা করছে, জানেন?
ছবিটি প্রতীকী
| Edited By: | Updated on: Dec 20, 2023 | 8:30 AM
Share

নতুন বছরকে স্বাগত জানানোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সারা বছরের দুঃখ-গ্নানি, কষ্ট ভুলে ফের একটি নতুন সালে সৌভাগ্য বৃদ্ধির জন্য নানা রকম প্রতিকার মেনে চলেন। ভবিষ্য়ত জীবনকে আলোকময় করতে ও সংসার পরিপূর্ণ করতে নতুন নতুন প্ল্যান তৈরি করেন। অনেকেই বিশ্বাস করেন, নিজের ভাগ্য বদলাতে প্ল্যানের সঙ্গে থাকা চাই জ্য়োতিষশাস্ত্রীয় মত। তাই নতুন বছর পরিচালনা করবে কোন গ্রহ, কোন গ্রহের রোষে গোটা বছর সমস্যাই সমস্যা থাকবে, তাও জানা জরুরি।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২০২৪ সালের সঙ্গে যোগ রয়েছে ৪ সংখ্য়া। যা শনিদেবের সংখ্যা বলে মনে করা হয়। এছাড়া নতুন বছরে রয়েছে শনির রাশি বদলও। জ্যোতিষশাস্ত্র মতে, ২০২৪ সালের রাজার আসনে বসতে চলেছে মঙ্গল আর তার মন্ত্রী পদে বসবেন শনিদেব। তার মানে রাজা মঙ্গল শনির বুদ্ধি দিয়ে কাজ করবেন। যার ফলে দেশ ও বিশ্বে এমন অনেক ঘটনা ঘটবে যা গোটা বিশ্ববাসী ভিমরি খাবে। গ্রহের রাশি পরিবর্তনের জেরে কোথাও কোথাও যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে, আবার কোথাও সাধারণ মানুষ প্রকৃতির রোষে চরম ক্ষতির শিকার হবে। আদতে শনি ও মঙ্গলের যোগে কী কী বিপর্যয় ঘটতে চলেছে, তা জেনে নিন…

২০২৪ সাল হবে মারাত্মক রোগের আঁতুরঘর

২০২৪ সালে গ্রহ পরিবর্তনের পরিস্থিতি তৈরি হতে চলেছে। তাতে আগামী বছর বেশ কিছু ঘটনার কারণে জটিল পরিস্থিতি তৈরি হবে। তাতে গোটি বিশ্বে জটিল ও মারাত্মক রোগ ডেকে আনতে পারে। যার কারণে মানুষ ফের একবার দুর্ভোগের শিকার হতে চলেছেন।

২০২৪ সালের মন্ত্রী হবেন শনি

নতুন বছরের রাজার আসনে থাকবে মঙ্গল ও মন্ত্রী পদে অবস্থান করবে শনিদেব। এই দুই গ্রহের যোগে শত্রদের মধ্যে লাগাতার বিতর্ক ও পরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে। কূটনীতি, রাজনীতির দিক থেকে আসন্ন বছর হতে চলেছে বেশ উল্লেখযোগ্য। বিপরীত ও পারস্পরিক শত্রু গ্রহের সান্নিধ্যের কারণে বিশ্বের অনেক উন্নত দেশের মধ্যে বিরোধ ও যুদ্ধের পরিবেশ তৈরি হবে। বিভিন্ন দেশে ক্ষমতার দ্বন্দ্ব দেখা যেতে পারে। সমাজ ও দেশে দুর্নীতি, চুরি, ছিনতাই, রাহাজানি, প্রতারণা, ছিনতাই ও হিংসাত্মক ঘটনা বাড়তে পারে।

২০২৪ সালে রাজনীতিতে ভোলবদল

দেশে রাজনৈতিক হিংসা, সাম্প্রদায়িক বিশৃঙ্খলা ও দ্বন্দ্বের ঘটনা দ্বিগুণ হতে চলেছে। বাদ পড়বে না ভারতের রাজনৈতিক পরিস্থিতিও।  রাজনৈতিক দৃশ্যপটে বিশেষ উত্থান-পতন দেখা যেতে পারে। নয়া বছরে বিভিন্ন রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্ব দেখা দিতে পারে। এছাড়াও, আসন্ন বছরের মধ্যে অনেক নতুন জোটও দেখা যেতে পারে।

২০২৪ সালে ক্ষমতা পরিবর্তনের সম্ভাবনা

২০২৪ সালের ২৬ জানুয়ারি থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ফাল্গুন মাসে খপ্পর যোগ গঠনের কারণে ক্ষমতা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বড় ও ক্ষমতাশালী নেতার জন্য নানা সময় সমস্যা দেখা দিতে পারে। এছাড়া পেট্রোল-ডিজেলের দামও  চারগুণ বাড়তে পারে।

নতুন বছরে প্রাকৃতিক বিপর্যয়

জ্যৈষ্ঠ মাসে বৃহস্পতি, শুক্র প্রভৃতি গ্রহের অবস্থান ভারতের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অস্থিরতা, অনিশ্চয়তা ও অশান্তি দেখা দিতে পারে। এ ছাড়া কোনও কোনও এলাকায় ভূমিধসের ঘটনাও দেখা যেতে পারে। নতুন বছরে অপেক্ষা করছে ঘূর্ণিঝড়, বন্যা, সাইক্লোন ইত্যাদিও অপেক্ষা করছে।