Thursday Remedies: নখ বা চুল কাটা তো বটেই, ভুলেও গুরুবারে এই কাজ করবেন না! পড়তে পারেন শ্রীহরির রোষে
Hindu Rules: বৃহস্পতিকে ভগবান বিষ্ণুর আরেকটি রূপ বলেই মনে করা হয়। লক্ষ্মীবারে বৃহস্পতিদেবের আশীর্বাদ পেতে অনেক নিয়ম মেনে চলার উল্লেখ রয়েছে। বিশ্বাস করা হয়, বৃহস্পতিবার কাপড় ধোওয়া-কাচা একেবারেই উচিত নয়। শাস্ত্রে এমন অনেক কাজ রয়েছে, যেগুলি মানুষের সৌভাগ্য বৃদ্ধি পায়। আবার এমন কিছু কিছু কাজ রয়েছে, যেগুলি করলে বিভিন্ন সময় নানা সমস্যার সম্মুখীন হতে হয়। হিন্দু ধর্মে প্রতিটি কাজের জন্য একটি বিশেষ দিন ও সময় নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার মানেই লক্ষ্মীবার। আর এই লক্ষ্মীবারে লক্ষ্মীর কৃপা পেতে প্রতিটি বাঙালির ঘরে বিশেষ নিয়ম মেনে লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে। সপ্তাহের এই বিশেষ বারে বেশ কিছু কাজ করা নিষিদ্ধ থাকে। যেমন নখ কাটা, চুল কাটা, চুলে শ্যাম্পু করা … আরও অনেক কিছু। অন্যদিকে, হিন্দু ধর্মে, বৃহস্পতিবারকে ভগবান বিষ্ণুর পাশাপাশি ভগবান বৃহস্পতিকে উৎসর্গ করা হয়। বৃহস্পতিকে ভগবান বিষ্ণুর আরেকটি রূপ বলেই মনে করা হয়। লক্ষ্মীবারে বৃহস্পতিদেবের আশীর্বাদ পেতে অনেক নিয়ম মেনে চলার উল্লেখ রয়েছে। বিশ্বাস করা হয়, বৃহস্পতিবার কাপড় ধোওয়া-কাচা একেবারেই উচিত নয়। শাস্ত্রে এমন অনেক কাজ রয়েছে, যেগুলি মানুষের সৌভাগ্য বৃদ্ধি পায়। আবার এমন কিছু কিছু কাজ রয়েছে, যেগুলি করলে বিভিন্ন সময় নানা সমস্যার সম্মুখীন হতে হয়। হিন্দু ধর্মে প্রতিটি কাজের জন্য একটি বিশেষ দিন ও সময় নির্ধারণ করা হয়েছে। যেমন চুল কাটা, নখ কাটা বা কাপড় ধোওয়া নির্দিষ্ট দিনে নিষিদ্ধ।
জ্যোতিষশাস্ত্রীয় কারণ
জ্যোতিষশাস্ত্রে সুখ ও সমৃদ্ধির কারণ হিসেবে বৃহস্পতি গ্রহকে দেবগুরু হিসেবে মেনে চলা হয়। জ্যোতিষশাস্ত্র মতে, কাপড় ধোওয়ার কাজের সঙ্গে জড়িয়ে রয়েছে শনিদেবের গুরুত্ব। ফলে বৃহস্পতিবার কাপড় ধোওয়া ও পরিষ্কার কাজ করা অশুভ ফল দিতে পারে। এর পাশাপাশি হিন্দু ধর্মে মতে, বৃহস্পতিবার ঘর থেকে নোংরা কিছু বের হওয়া উচিত নয়। তাই ময়লা কাপড় কাচা ও ধোওয়া একেবারই নিষেধ।
কোন কোন কাজগুলি নিষিদ্ধ
রীতি মেনে বৃহস্পতিবার নখ কাটা, চুল কাটাও নিষিদ্ধ। জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয়, এই কাজ করলে বৃহস্পতি গ্রহের উপর প্রভাব পড়তে পারে। তাতে যে কোনও ব্যক্তির জীবন ছাড়খার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় দ্বিগুণ।
ফলাফল
জ্যোতিষশাস্ত্র মতে, গুরুবারের দিনে বা রাতে কাপড় ধোওয়া উচিত নয়। এমন কাজ করা হলে, বাড়িতে সুখ ও সমৃদ্ধি বাধা দেয় বলে বি্শ্বাস করা হয়। এছাড়াও, ব্যক্তিকে আর্থিক সংকটের সম্মুখীনও রয়েছে।
