Nag Panchami 2023: শ্রাবণ মাস সাপেদের খুব প্রিয়! কবে পড়েছে নাগ পঞ্চমী, শুভ মুহূর্ত কখন জানুন

Auspicious Time: প্রতি মাসের পঞ্চমী তিথিতে সর্প দেবতার আরাধনার রীতি থাকলেও শ্রাবণ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথি বিশেষভাবে পালন করা হয়। এ বছর নাগ পঞ্চমীর উৎসব কবে পালিত হবে, পুজোর শুভ সময় কী, সবটা এখানে জেনে নিন এখানে...

Nag Panchami 2023: শ্রাবণ মাস সাপেদের খুব প্রিয়! কবে পড়েছে নাগ পঞ্চমী, শুভ মুহূর্ত কখন জানুন
Follow Us:
| Edited By: | Updated on: Jul 18, 2023 | 12:41 PM

বাংলা পঞ্জিকা অনুসারে, আজ থেকে অর্থাত্‍ ১৮ জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস। এই মাস মহাদেবের খুব প্রিয় একটি মাস। পাশাপাশি এই সময় সাপেদেরও খুব প্রিয়। শ্রাবণ মাসে সর্পকূলের উপদ্রব এড়াতে ও দেবী মনসার আশীর্বাদ পেতে পালন করা হয় নাগ পঞ্চমী। হিন্দুধর্মে, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় নাগ পঞ্চমী উৎসব। এ দিনে সম্পূর্ণ আচার-অনুষ্ঠানের সঙ্গে সর্প দেবতার পুজো করা হয়। প্রতি মাসের পঞ্চমী তিথিতে সর্প দেবতার আরাধনার রীতি থাকলেও শ্রাবণ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথি বিশেষভাবে পালন করা হয়। এ বছর নাগ পঞ্চমীর উৎসব কবে পালিত হবে, পুজোর শুভ সময় কী, সবটা এখানে জেনে নিন এখানে…

নাগ পঞ্চমী কবে পালিত হবে?

বাংলা পঞ্জিকা মতে, ১৮ জুলাই ও ২১ অগস্ট, দুই দিন ধরেই এই বছরের নাগ পঞ্চমীর দিন নির্ধারিত হয়েছে। প্রতি চান্দ্রমাসে দুইবার করে পঞ্চমী তিথি পালিত হয়। আর এই পঞ্চমী তিথির অধিদেবতা হলেন নাগরাজ। এ বছর নাগ পঞ্চমী পালিত হবে ২১ অগস্ট, সোমবার। শ্রাবণ মাসের সোমবার ও নাগ পঞ্চমী, একসঙ্গেই পালিত হবে এবার। অর্থাত্‍ শ্রাবণ সোমবারের পাশাপাশি এ দিনে মহাদেবের প্রিয় সর্পেরও পুজো করা হয়। নাগ পঞ্চমীর দিনে সাপ দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। উভয়কে দুধও দেওয়া হয়। বিশ্বাস করা হয় যে নাগ পঞ্চমীতে সর্প দেবতার পুজো করলে সুখ ও সৌভাগ্যের পাশাপাশি ধন-সম্পদও বৃদ্ধি পায়।

শুভ সময়

নাগ পঞ্চমী তিথি ২১ অগস্ট দুপুর ১২টা ২০মিনিটে শুরু হবে। তিথি শেষ হবে ২২ অগস্ট, মঙ্গলবার দুপুর ২ মিনিটে। তবে এই উৎসব পালিত হবে শুধুমাত্র ২১ অগস্ট। ২১ অগস্ট পুজোর শুভ মুহুর্ত সোমবার সকাল ৫ টা ৫৩ মিমিট থেকে শুরু করে সকাল ৮.৩০ মিনিট পর্যন্ত। এই শুভ সময়ে সর্প দেবতার পুজো করলে ভালো ফল পাওয়া যায় বলে মনে করা হয়।

নাগ পঞ্চমীর ধর্মীয় তাৎপর্য

মহাদেবের গলায় অলঙ্কার হিসেবে সর্পদেবতাকে দেখা যায়। শ্রাবণ মাসে নাগ পঞ্চমী তিথিতে সর্প দেবতাকে ভগবান শিবের গলার অলংকার বলে মনে করা হয়। নাগ পঞ্চমীর দিন নাগরাজ ও মহাদেবকে পুজো করলে জীবনে সুখ ও শান্তি বয়ে নিয়ে আসে। বিশ্বাস করা হয় যে নাগ পঞ্চমীর দিন সর্পদেবতাকে দুধ নিবেদন করলে শুভ ফল পাওয়া যায়। এই শুভক্ষণে পূজা করলে সর্পকূলের উপদ্রব থেকেও রক্ষা পাওয়া সম্ভব।

প্রাচীন কালে এই সময় সাপেদের বাড়বাড়ন্ত আটকাতেই এই নাগপঞ্চমী পুজো কদর ছিল। সর্পকূলের বিনাস ও দেবী মনসার আশীর্বাদ পেতে এদিন ধুমধাম করে নাগরাজের পুজো করা হত। সেই রীতি এখনও অব্যাহত। গ্রামেগঞ্জে নাগ পঞ্চমীর দিন উপবাস ও রীতি মেনে পুজো করার রয়েছে।