Black Thread: না জেনেই পরছেন না তো! পায়ে কালো সুতো পরার পিছনে কোন রহস্য লুকিয়ে আছে?
Religious Belief: টাকাপয়সার অভাব ঘটছে? কোনওভাবেই হাতে অর্থ ধরে রাখতে পারছেন না? একটি মঙ্গলবার ডান পায়ে কালো সুতো পরুন। অর্থের সমস্যা দূর হবে। অর্থ সঞ্চয় হবে।
অনেকেই পায়ে কালো সুতো বাঁধেন। শাস্ত্রমতে পায়ে কালো সুতো বাঁধলে নানা সুফল লাভ হয়। কিছু ক্ষেত্রে, কালো ধাগা একজন ব্যক্তির জীবন আরও সুন্দর করে তোলে। এমনিতে বাচ্চার জন্মের পর তার পায়ে কালো সুতো বাঁধা হয় তাকে নানা কুপ্রভাব থেকে বাঁচানোর উদ্দেশ্যে। এই কারণে সাধারণ মানুষ ভাবেন, শুধু কমবয়সিরাই পায়ে কালো সুতো পরতে পারেন। অথচ প্রাপ্তবয়স্ক এবং বেশি বয়সের ব্যক্তিরাও নিয়ম মেনে কালো সুতো পরে সৌভাগ্য অর্জন করতে পারেন।
অর্থ এবং সমৃদ্ধি: টাকাপয়সার অভাব ঘটছে? কোনওভাবেই হাতে অর্থ ধরে রাখতে পারছেন না? একটি মঙ্গলবার ডান পায়ে কালো সুতো পরুন। অর্থের সমস্যা দূর হবে। অর্থ সঞ্চয় হবে। কাজে সাফল্য পাবেন। গৃহে সৌভাগ্য ফিরে আসবে।
স্বাস্থ্য: কোনও ব্যক্তি ঘনঘন পেট ব্যথার সমস্যায় ভুগলে তাঁর উচিত গোড়ালিতে কালো সুতো বাঁধা। দেখা গিয়েছে সঠিক নিয়ম মেনে পায়ে কালো সুতো বাঁধলে পেট সংক্রান্ত স্বাস্থ্য সমস্যা দূর হয়।
ক্ষত নিরাময়ে: বার বার পায়ে আঘাত লাগছে? এখনই গোড়ালিতে কালো সুতো বাঁধুন। পায়ে আঘাত লাগার আশঙ্কা কমবে। কোনও ক্ষত তৈরি হলেও দ্রুত নিরাময় হবে।
বিঘ্ননাশ: বারবার চক্রান্তের কারণে বা অজানা শত্রতার কারণে অনেকেরই কাজে সাফল্য লাভ হয় না। এমন ঘটনা হচ্ছে মনে হলে পায়ে কালো সুতো বাঁধতে পারেন। সমস্ত বাধা কেটে যাবে ধীরে ধীরে।
তবে মনে রাখতে হবে, কালো সুতো বাঁধার কিছু নিয়ম রয়েছে। কঠোরভাবে সেই নিয়ম পালন করতে হবে—
• কালো ধাগায় ৯ বার বাঁধন বা গিঁট দিতে হবে। • দিনের শুরু বা ব্রহ্ম মুহূর্তে মন্ত্রোচ্চারণের সঙ্গে পরতে হবে কালো ধাগা। • শরীরের যেখানেই পরিধান করুন না কেন, দেহের চারিদিকে জড়িয়ে থাকার সময় সুতোয় যেন ২, ৪, ৬ কিংবা ৮টি পাক থাকে। • হাতে হলুদ ধাগা পরলে পায়ে কালো ধাগা পরবেন না। • শনিবার দিনটি কালো ধাগা পরার প্রকৃষ্ট সময়। • বাড়ির সামনে কালো সুতোয় লেবু বেঁধে ঝুলিয়ে রাখলে গৃহে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না।
মনে রাখবেন—
• পায়ে কালো সুতো পরে থাকলে হাতে বা পায়ে অন্য কোনও রঙের ধাগা বাঁধা চলবে না। • পবিত্র ক্ষণ বিচার করেই পায়ে কালো সুতো বাঁধা উচিত। তাই কালো সুতো পরতে হলে অবশ্যই জ্যোতিষের পরামর্শ নিন। • কিছু রাশির জন্য কালো সুতো পরিধান সুফল দেয় না। তাই আগে নিজের রাশি সম্পর্কে জানুন। তারপরেই কালো সুতো পরবেন। • কালো রং শনিদেবের প্রতিরূপ। তাই কালো ধাগা পরার আগে অবশ্যই নিজের কোষ্ঠী বিচার করান। গ্রহের অবস্থান বিচার করুন। তারপরেই কালো ধাগা পরুন। না হলে উল্টো ফল দেখা যাবে।
আরও পড়ুন: Black Thread: পায়ে কালো সুতো পরলে কী হয়? ভাগ্যের চাকা ঘোরাতে কোন পায়ে কবে কালো সুতো পরবেন?