Abhinav Bindra: শব্দ কম পড়ছে… প্যারিসে টর্চ রিলের অনুভূতি বর্ণনা করতে গিয়ে বললেন অভিনব বিন্দ্রা

Jul 25, 2024 | 6:39 PM

Paris Olympics 2024: অলিম্পিকের ইতিহাসে ব্যক্তিগত ইভেন্টে প্রথম সোনাজয়ী অ্যাথলিট অভিনব বিন্দ্রা (Abhinav Bindra)। প্যারিস অলিম্পিকের টর্চ রিলেতে এ বার তিনি অংশ নিয়েছিলেন। এই সম্মানে সম্মানিত হয়ে ভারতীয় শুটার অভিনব বিন্দ্রা নিজের অনুভূতি জানিয়েছেন।

Abhinav Bindra: শব্দ কম পড়ছে... প্যারিসে টর্চ রিলের অনুভূতি বর্ণনা করতে গিয়ে বললেন অভিনব বিন্দ্রা
Abhinav Bindra: শব্দ কম পড়ছে... প্যারিসে টর্চ রিলের অনুভূতি বর্ণনা করতে গিয়ে বললেন অভিনব বিন্দ্রা
Image Credit source: @Abhinav_Bindra

Follow Us

কলকাতা: কয়েকদিন আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অলিম্পিক অর্ডার সম্মানে ভূষিত করেছে ভারতের সোনার ছেলে অভিনব বিন্দ্রাকে। আইওসির এই সর্বোচ্চ সম্মান পান সেই ক্রীড়াবিদ, যিনি অলিম্পিক আন্দোলনে বিশেষ ছাপ রাখেন। অলিম্পিকের ইতিহাসে ব্যক্তিগত ইভেন্টে প্রথম সোনাজয়ী অ্যাথলিট অভিনব বিন্দ্রা (Abhinav Bindra)। প্যারিস অলিম্পিকের (Paris Olympics 2024) টর্চ রিলেতে এ বার তিনি অংশ নিয়েছিলেন। এই সম্মানে সম্মানিত হয়ে ভারতীয় শুটার অভিনব বিন্দ্রা নিজের অনুভূতি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়া সাইট X এ ভারতীয় শুটার অভিনব বিন্দ্রা প্যারিস অলিম্পিকের টর্চ রিলের কয়েকটি ছবি শেয়ার করেন। এবং নিজের অনুভূতির কথা তুলে ধরেন। অভিনব বিন্দ্রা লেখেন, ‘গতকাল প্যারিস অলিম্পিকের টর্চ রিলেতে অলিম্পিক মশাল ধরেছিলাম। এই টর্চ রিলের অংশ হতে পেরে যে গর্ববোধ করছি, তার অনুভূতি প্রকাশ করতে শব্দ কম পড়ছে। এই অসাধারণ সফরটার সঙ্গী হতে পেরে দারুণ লাগছে। আসুন সকলকে একসঙ্গে অনুপ্রাণিত করি, স্বপ্ন দেখি এবং অর্জন করি।’


প্যারিস অলিম্পিকের অফিসিয়াল টুইটারে অলিম্পিকের মশাল বহনের এক ভিডিয়োও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, অলিম্পিক মশাল হাতে টর্চ রিলেতে অংশ নিয়েছেন অভিনব বিন্দ্রা। অলিম্পিক অর্ডার সম্মান পাওয়ার কয়েক দিনের মধ্যে এ বার আরও এক সম্মানে ভূষিত হলেন ভারতের কিংবদন্তি শুটার।

Next Article