Commonwealth Games: শতবর্ষের কমনওয়েলথ গেমস আমেদাবাদে, অলিম্পিকের দিকে আরও একধাপ ভারত!
কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে ভারতীয় খেলার দুনিয়ায় অনেক বদল এনেছে বিজেপি সরকার। বরাদ্দ বাড়ানো হয়েছে অলিম্পিক খেলাগুলোয়। গত কয়েক বছর ধরেই অলিম্পিক আয়োজনের স্বপ্ন দেখছে ভারত। সেই পথেই একধাপ এগিয়ে গেল বলে মনে করা হচ্ছে। অলিম্পিকের দিকে তাকিয়ে আমেদাবাদে তৈরি হচ্ছে বিশ্বমানের পরিকাঠামো। সবরমতি নদীর তীরে সাজিয়ে তোলা হচ্ছে বিশাল স্টেডিয়াম। কমনওয়েলথ গেমসের আগেই তা পুরোপুরি তৈরি হয়ে যাবে। অলিম্পিকের জন্য পরীক্ষানিরীক্ষাও সেরে নিতে পারবে ভারত। আর তাই কমনওয়েলথ গেমসের আয়োজক হতে মরিয়া হয়েছিল ভারত।

কলকাতা: স্বপ্নপূরণের আরও কাছাকাছি? এভাবেই দেখা যেতে পারে নতুন এই সাফল্যকে। ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করতে চায় ভারত। তার ওয়ার্মআপ ম্যাচ হিসেবে কমনওয়েলথ গেমসের আয়োজন করতে চেয়েছিল ভারত। যদিও সিডব্লিউজি নতুন নয়। ২০১০ সালে দিল্লিতে বসেছিল কমনওয়েলথ গেমসের আসর। ২০ বছর পর সেই কমনওয়েলথ গেমস ফিরছে ভারতে। ২০৩০ সালের সিডব্লিউজি হবে আমেদাবাদ। আজই গ্লাসগোয় ছিল কমনওয়েলথ স্পোর্টস জেনারেল অ্যাসেমব্লি। সেখানেই ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের সরকারি দায়িত্ব পেল ভারত। শতবর্ষের কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে ভারতের আমদাবাদে।
কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে ভারতীয় খেলার দুনিয়ায় অনেক বদল এনেছে বিজেপি সরকার। বরাদ্দ বাড়ানো হয়েছে অলিম্পিক খেলাগুলোয়। গত কয়েক বছর ধরেই অলিম্পিক আয়োজনের স্বপ্ন দেখছে ভারত। সেই পথেই একধাপ এগিয়ে গেল বলে মনে করা হচ্ছে। অলিম্পিকের দিকে তাকিয়ে আমেদাবাদে তৈরি হচ্ছে বিশ্বমানের পরিকাঠামো। সবরমতি নদীর তীরে সাজিয়ে তোলা হচ্ছে বিশাল স্টেডিয়াম। কমনওয়েলথ গেমসের আগেই তা পুরোপুরি তৈরি হয়ে যাবে। অলিম্পিকের জন্য পরীক্ষানিরীক্ষাও সেরে নিতে পারবে ভারত। আর তাই কমনওয়েলথ গেমসের আয়োজক হতে মরিয়া হয়েছিল ভারত।
২০৩০ কমনওয়েলথ গেমসের আয়োজক হওয়ার দৌড়ে ছিল নাইজিরিয়া। আবুজা শহরে এই গেমস করতে চেয়েছিল তারা। কিন্তু ৭৪ সদস্য দেশ শেষ পর্যন্ত ভারতকেই বেছে নিল। ভারতের পক্ষে গ্লাসগোতে হাজির ছিলেন ভারতীয় অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট পিটি উষা, কেন্দ্রীয় ক্রীড়া সচিব কুণাল কে, আইওএ সিইও রঘুরাম আইয়ার, গুজরাটের ক্রীড়ামন্ত্রী হর্ষ সাংভি। পিটি উষা বলেছেন, ‘কমনওয়েলথ সংস্থা আমাদের উপর আস্থা রেখেছে, এটা সম্মানের। ২০৩০ সালের ১০০ বছর পূর্তি হবে গেমসের। সেটা যেমন উদযাপন করা লক্ষ্য, তেমনই ভবিষ্যতের দিকে গেমসকে এগিয়ে দেওয়া লক্ষ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, ২০২৬ সালের সিডব্লিউজি, যা হবে গ্লাসগোতে, সেখানে মাত্র ১০টা খেলা আয়োজন করা হবে। কিন্তু ভারতে সেটাই বেড়ে দাঁড়াবে অন্তত ১৫-১৭টা খেলা।
