এশিয়ান বক্সিংয়ের ফাইনালে অমিত, শিবাও

raktim ghosh |

May 29, 2021 | 3:18 PM

সেমিফাইনালে কাজাখস্তানের সাকেন বিবোসিনভকে ৫-০ হারান অমিত। ফলাফল থেকেই পরিষ্কার, প্রতিপক্ষকে রিংয়ে দাঁড়াতেই দেননি তিনি। আগ্রাসী বাউটই খেলেছেন তিনি। ফাইনালে অলিম্পিক চ্যাম্পিয়ন উজবেকিস্তানের সাখোবিদিন জ়োইরভের বিরুদ্ধে নামবেন। অন্য দিকে শিবাও তাজাকিস্তানের বাখোদুর উসমোনোভ ৪-০ হারিয়ে ফাইনালে উঠেছেন। মঙ্গোলিয়ার বাতারসুখ চিনজ়োরিগের বিরুদ্ধে নামবেন শিবা।

এশিয়ান বক্সিংয়ের ফাইনালে অমিত, শিবাও
স্বপ্ন দেখাচ্ছেন অমিত ও শিবা

Follow Us

দুবাই: মেরি কম(MARY KOM) আগেই পৌঁছেছেন। এ বার এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের(ASIAN BOXING CHAMPIONSHIP) ফাইনালে অমিত পাঙ্ঘাল(AMIT PANGAL), শিবা থাপাও(SHIVA THAPA)। গত বার ৫২ কেজি সোনা (GOLD MEDAL) পেয়েছিলেন অমিত। আর এশিয়ান চ্যাম্পিয়নশিপে অত্যন্ত সফল শিবা। এই দু’জন ফাইনালে উঠলেও সেমিফাইনালে হেরে গেলেন বিকাশ কৃষ্ণন।
সেমিফাইনালে কাজাখস্তানের সাকেন বিবোসিনভকে ৫-০ হারান অমিত। ফলাফল থেকেই পরিষ্কার, প্রতিপক্ষকে রিংয়ে দাঁড়াতেই দেননি তিনি। আগ্রাসী বাউটই খেলেছেন তিনি। ফাইনালে অলিম্পিক চ্যাম্পিয়ন উজবেকিস্তানের সাখোবিদিন জ়োইরভের বিরুদ্ধে নামবেন। অন্য দিকে শিবাও তাজাকিস্তানের বাখোদুর উসমোনোভ ৪-০ হারিয়ে ফাইনালে উঠেছেন। মঙ্গোলিয়ার বাতারসুখ চিনজ়োরিগের বিরুদ্ধে নামবেন শিবা।
করোনার কারণে সে ভাবে ট্রেনিংয়ে সুযোগই পাননি ভারতীয় বক্সাররা। ভালো মানের প্রতিপক্ষের বিরুদ্ধেও নামা হয়নি তাঁদের। তার পরও এশিয়ান বক্সিং সেরাটাই তুলে ধরেছেন মেরি, অমিত, শিবারা।

Next Article