Sumit Nagal: অস্ট্রেলিয়ায় অঘটন! ৩২ নম্বরকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ভারতের সুমিত নাগাল

Jan 16, 2024 | 1:45 PM

Sumit Nagal, Australian Open 2024: এর আগেও বেশ কিছু টুর্নামেন্টে স্মরণীয় জয় ছিনিয়ে নিয়েছেন। তবে এ বারের জয় স্পেশাল। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে আলেকজান্ডার বুবলিককে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিলেন ভারতের এই টেনিস প্রতিভা। বিশ্ব ক্রমতালিকায় ৩২ নম্বরে রয়েছেন বুবলিক। সুমিত নাগাল গত কয়েক বছর ধরেই ধারাবাহিক ভাবে ভালো পারফর্ম করছেন। বিশ্ব ক্রমতালিকায় ৩২ নম্বর টেনিস তারকাকে হারানোটা অঘটন মনে হলেও যোগ্য হিসেবেই জিতেছেন সুমিত।

Sumit Nagal: অস্ট্রেলিয়ায় অঘটন! ৩২ নম্বরকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ভারতের সুমিত নাগাল
Image Credit source: AFP

Follow Us

মেলবোর্ন: বছরের প্রথম গ্র্যান্ড স্লাম ইভেন্টে ভারতীয় টেনিস খেলোয়াড়ের দাপট। কোয়ালিফাইং রাউন্ডে জিতে মূল পর্বে জায়গা করে নিয়েছিলেন সুমিত নাগাল। এর আগেও বেশ কিছু টুর্নামেন্টে স্মরণীয় জয় ছিনিয়ে নিয়েছেন। তবে এ বারের জয় স্পেশাল। অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে আলেকজান্ডার বুবলিককে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিলেন ভারতের এই টেনিস প্রতিভা। বিশ্ব ক্রমতালিকায় ৩২ নম্বরে রয়েছেন বুবলিক। এই প্রথম বিশ্ব ক্রমতালিকায় ৫০-এর মধ্যে থাকা কোনও টেনিস তারকাকে হারালেন সুমিত। দ্বিতীয় বার কোনও গ্র্যান্ড স্লাম ইভেন্টে প্রথম রাউন্ডের বাধা পেরোলেন সুমিত নাগাল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শুরুতেই অঘটন দেখল অস্ট্রেলিয়ান ওপেন! তা কিন্তু নয়। সুমিত নাগাল গত কয়েক বছর ধরেই ধারাবাহিক ভাবে ভালো পারফর্ম করছেন। বিশ্ব ক্রমতালিকায় ৩২ নম্বর টেনিস তারকাকে হারানোটা অঘটন মনে হলেও যোগ্য হিসেবেই জিতেছেন সুমিত। তাঁর পক্ষে ম্যাচের ফল ৬-৪, ৬-২, ৭-৬ (৭-৫)। সুমিতের বিরুদ্ধে কাজাখস্তানের টেনিস তারকা পেরে না ওঠায় মেজাজও হারান।

আক্রমণাত্মক টেনিসের জন্যই পরিচিত বুবলিক। বিশ্ব ক্রমতালিকায় ১৩৭ নম্বরে থাকা সুমিতের বিরুদ্ধে ফেভারিট হিসেবেই নেমেছিলেন। বেস লাইন টেনিস দিয়ে বুবলিকের যাবতীয় আক্রমণ রুখে দেওয়ার চেষ্টা করেন সুমিত নাগাল। তাতে তিনি সফল। পাল্টা চাপে বেশ কিছু আনফোর্সড এরর করেন বুবলিক। প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয়। পিছিয়ে পড়ে তৃতীয় সেটে মরিয়া লড়াই চালান বুবলিক। শেষ অবধি টাইব্রেকারে যায় তৃতীয় সেট। ম্যাচ জিতেই কোর্ট ছাড়েন সুমিত।

Next Article