IND vs AUS: কালই শুরু প্র্যাক্টিস, রোহিত শর্মার ফের জায়গা বদল হতে পারে!

Dec 09, 2024 | 3:32 PM

India vs Australia, Rohit Sharma: অস্ট্রেলিয়ায় গত সফরে প্রথম টেস্ট হেরেছিল ভারত। এরপর তিন টেস্টে অনবদ্য প্রত্যাবর্তন এবং সিরিজ জয়। তেমনই এ বার পারথে জয় দিয়ে শুরু। অর্থাৎ অস্ট্রেলিয়ার মাটিতে গত চার টেস্টে তিনটি জয় এবং ১টি ড্রয়ে ভূমিকা রেখেছিলেন ভারপ্রাপ্ত ক্যাপ্টেন।

IND vs AUS: কালই শুরু প্র্যাক্টিস, রোহিত শর্মার ফের জায়গা বদল হতে পারে!
Image Credit source: PTI FILE

Follow Us

বর্ডার-গাভাসকর ট্রফিতে শুরুটা দুর্দান্ত হয়েছিল ভারতের। কিন্তু অ্যাডিলেডে সেই পারফরম্যান্স ধরে রাখা যায়নি। একটা তথ্যও চাপে ফেলছে ভারতকে। গত দুই সফরের মধ্যে একটা মিল রয়েছে। অস্ট্রেলিয়ায় গত সফরে প্রথম টেস্ট হেরেছিল ভারত। এরপর তিন টেস্টে অনবদ্য প্রত্যাবর্তন এবং সিরিজ জয়। তেমনই এ বার পারথে জয় দিয়ে শুরু। অর্থাৎ অস্ট্রেলিয়ার মাটিতে গত চার টেস্টে তিনটি জয় এবং ১টি ড্রয়ে ভূমিকা রেখেছিলেন ভারপ্রাপ্ত ক্যাপ্টেন। হিসেবটা আরও একটু পরিষ্কার করে দেওয়া যাক।

গত সফরে অ্যাডিলেড টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরেছিলেন নিয়মিত ক্যাপ্টেন বিরাট কোহলি। সিরিজের বাকি তিন ম্যাচে নেতৃত্ব দেন সহকারী অজিঙ্ক রাহানে। তাঁর নেতৃত্বে সিরিজও জেতে ভারত। এ বার পারথ টেস্টে পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন নিয়মিত ক্যাপ্টেন রোহিত শর্মা। তাঁর অনুপস্থিতিতে জসপ্রীত বুমরা নেতৃত্ব দেন। পারথে ২৯৫ রানের বিশাল ব্যবধানে জিতেছিল ভারত।

অ্যাডিলেডে গোলাপি টেস্টে লজ্জা অবশ্য কাটেনি। সব দিক থেকেই ব্যর্থ ভারত। ব্যাটিং ফ্লপ করেছে। বোলিংয়ে জসপ্রীত বুমরা ছাড়া কেউই সেই অর্থে প্রভাব ফেলতে পারেননি। সামির জন্য অপেক্ষা চলছে। তেমনই একাধিক ক্যাচ মিসও অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। পারথে ওপেনিং জুটি ভালো খেলায় অ্যাডিলেডে তা ভাঙা হয়নি। ক্য়াপ্টেন রোহিত শর্মা ওপেনিং স্লট ছেড়ে দিয়ে দীর্ঘ ছয় বছর পর মিডল অর্ডারে ব্যাট করেছিলেন। পছন্দের ওপেনিং থেকে ছ’নম্বর। ব্যর্থ রোহিতও।

ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্ট শুরু ১৪ ডিসেম্বর। ভারতীয় দল আপাতত অ্যাডিলেডেই রয়েছে। কাল স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ প্র্যাক্টিসও শুরু করে দিচ্ছে ভারতীয় দল। এখনও অবধি যা পরিস্থিতি, তৃতীয় টেস্ট থেকেই ওপেনিংয়ে ফিরতে পারেন রোহিত শর্মা। সেক্ষেত্রে ছয়ে পাঠানো হতে পারে লোকেশ রাহুলকে। অ্যাডিলেডে কালকের প্রস্তুতিতেই হয়তো পরিস্থিতি কিছুটা আঁচ করা যাবে।

Next Article