বার্মিংহ্যাম: কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনটিও থাকবে অ্যাকশনে ভরপুর। ভারোত্তোলন থেকে শুরু করে অ্যাথলেটিক্স এবং টেবিল টেনিস, ভারতীয় খেলোয়াড়দের লড়তে দেখা যাবে। গেমসের দ্বিতীয় দিন বক্সিংয়ের দিক থেকে ভারতের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ৩০ জুলাই, ভারতের ১২ জন বক্সার রিংয়ে নামবেন। রয়েছেন টোকিও অলিম্পিকের ব্রোঞ্জ পদক জয়ী লভলিনা বোরগোহাইন, বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন এবং তারকা বক্সার অমিত পাঙ্ঘাল।
ভারোত্তলনে সোনার আশা ভারতের
শনিবার, প্রতিযোগিতার দ্বিতীয় দিনে প্রথম পদকের আশায় থাকবে ভারত। ভারতের তিনজন ভারোত্তোলক শনিবার অ্যাকশনে নামবেন। এবং দেশ তিনজনের কাছেই পদক আশা করছে। বিশেষ করে টোকিও অলিম্পিকের রুপোর পদক জয়ী মীরাবাঈ চানুর দিকে থাকবে নজর। ৫৫ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন চানু। তারা ছাড়াও পুরুষদের ৫৫ কেজি বিভাগে পদকের জন্য লড়বেন সঙ্কেত মহাদেব এবং সি ঋষিকান্ত সিং। হকির লিগ রাউন্ডে, ভারতীয় মহিলা দল ওয়েলসের মুখোমুখি হবে। যেখানে দেশের মেয়েরা জয় পাওয়ার অন্যতম দাবিদার। স্কোয়াশে দেশের তারকা খেলোয়াড় জোৎস্না চিনাপ্পা এবং সৌরভ ঘোষাল সিঙ্গলসে প্রতিদ্বন্দ্বিতা করতে নামবেন।
দ্বিতীয় দিনের পুরো সময়সূচী জেনে নিন
লন বল
ছেলেদের ট্রিপলস – ভারত বনাম মাল্টা – দুপুর ১:০০টা
জিমন্যাস্টিকস মেয়েদের টিম ও ব্যক্তিগত বিভাগ – ১:৩০টা থেকে ৪.৩০টে পর্যন্ত
অ্যাথলেটিক্স
ম্যারাথন – নতিন্দর রাওয়াত – সকাল ১১টা
বক্সিং – (বিকেল ৪.৩০টে থেকে শুরু)
অমিত পাঙ্ঘাল : পুরুষ (৫১ কেজি)
মহম্মদ হুসামুদ্দিন: পুরুষ (৫৭ কেজি)
শিব থাপা : পুরুষ (৬৩.৫ কেজি)
রোহিত টোকাস : পুরুষ (৬৭ কেজি)
সুমিত কুন্ডু : পুরুষ (৭৫ কেজি)
আশীষ চৌধুরী : পুরুষ (৮০ কেজি)
সঞ্জিত কুমার : পুরুষ (৯২ কেজি)
সাগর আহলাওয়াত : পুরুষ (৯২+ কেজি)
নীতু ঘাংঘাস : মহিলা (৪৮ কেজি)
নিখাত জারিন : মহিলা (৫০ কেজি)
জেসমিন ল্যাম্বোরিয়া: মহিলা (৬০ কেজি)
লভলিনা বরগোহাইন : মহিলাদের (৭০ কেজি)
হকি
মহিলা দল : ভারত বনাম ওয়েলস : রাত ১১.৩০টা
ভারোত্তলন
মীরাবাঈ চানু : মহিলাদের ৫৫ কেজি : রাত ১১.৩০টা
সংকেত মহাদেব : পুরুষ ৫৫ কেজি : দুপুর ১:৩০
সি ঋষিকান্ত সিং : পুরুষদের ৫৫ কেজি : দুপুর ১.৩০
টেবিল টেনিস
পুরুষ দলের ইভেন্ট : রাউন্ড ৩: ভারত বনাম উত্তর আয়ারল্যান্ড : বিকেল ৪.১৫
মহিলা দলের ইভেন্ট : রাউন্ড ৩ : ভারত বনাম গায়ানা : ২:০০টো
স্কোয়াশ
মহিলাদের একক : 32 রাউন্ড : জোছনা চিনপ্পা, সুনয়না : বিকেল ৫:৪৫
পুরুষদের একক : রাউন্ড অপ 32 : রমিত ট্যান্ডন, সৌরভ ঘোষাল : বিকেল ৫.০০টা
টেবিল টেনিস
পুরুষ দলের ইভেন্ট : রাউন্ড ৩ মহিলা দলের ইভেন্ট : রাউন্ড ৩
ব্যাডমিন্টন
মিক্সড টিম ইভেন্ট : ভারত বনাম শ্রীলঙ্কা (দুপুর ১.৩০টা)