নয়াদিল্লি: লন বল, হাই জাম্প-সহ একাধিক খেলায় প্রথম পদক এসেছে। ১১ দিন আগেও যে মুখগুলি ছিল অচেনা, যাঁদের নাম কেউ শোনেননি আজ তাঁরাই দেশের ক্রীড়া জগতের অন্যতম উজ্জ্বল তারা। সবমিলিয়ে ৬১টি পদক নিয়ে কমনওয়েলথ গেমসের ইতিহাসে অন্যতম সেরা সাফল্য নিয়ে বার্মিংহ্য়াম থেকে ঘরে ফিরছে ভারতীয় দল। কমনওয়েলথের শেষদিনে যেমন চারটি সোনার পদক ঘরে এল। হইচই ফেলে দিলেন পিভি সিন্ধু, শরথ কমলরা। মিষ্টি মধুর শেষের আগে তেতোও গিলতে হল। গোটা টুর্নামেন্টে ভালো ফল করে অস্ট্রেলিয়ার কাছে ০-৭ গোলে হারের লজ্জা পেয়েছে পুরুষ হকি দল। টিটি সিঙ্গলসে শরথ কমলের সোনার পদক জয়ের পর কমনওয়েলথ গেমসে দেশের সবচেয়ে সফল অ্যাথলিট জসপাল রানার পিছনেই অবস্থান করছেন তারকা প্যাডলার। শুটিংয়ে ১৫টি পদক রয়েছে রানার ঝুলিতে। শরথ এ যাবৎ ১৩টি পদক হাসিল করেছেন।
ভারতের তৃতীয় সেরা কমনওয়েলথে পারফরম্যান্স এবারই। ২০১০ সালের দিল্লি কমনওয়েলথে পদক তালিকায় দুই নম্বরে শেষ করেছিল ভারত। ২০১৮ গোল্ড কোস্টে ৬৬টি পদক নিয়ে তৃতীয় স্থানে। এবার শেষ হল ৬১টি পদকে। ১৯৩০ সাল থেকে কমনওয়েলথ গেমসে অংশ নিচ্ছে ভারত। তিনটি সংস্করণ ব্রিটিশ ইন্ডিয়ার পতাকায় অংশ নিতে হয়। এরপর ১৯৫৪ সালে স্বাধীন দেশ হিসেবে কমনওয়েলথ গেমসে অংশ নিচ্ছে ভারত। মাঝে ১৯৬২ এবং ১৯৮৬ সালের গেমসে অংশ নেয়নি ভারত।