Yuzvendra Chahal: তিন স্পিনার, তবু জায়গা হচ্ছে না IPL-এ ডাবল সেঞ্চুরি করা চাহালের!

Apr 26, 2024 | 9:50 PM

ICC MEN’S T20 WC 2024: দেশের প্রাক্তন ক্রিকেটার কাইফের বেছে নেওয়া তিন স্পিনার কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা ও অক্ষর প্যাটেল। পেস বোলিংয়ে জসপ্রীত বুমরার পাশাপাশি অর্শদীপ সিংকে রাখছেন। অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া! স্কোয়াডে অক্ষরকে রাখার কারণ তাঁর ব্যাটিং। বুধবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তিনে নামানো হয়েছিল অক্ষর প্যাটেলকে। অনবদ্য ইনিংস খেলেছিলেন।

Yuzvendra Chahal: তিন স্পিনার, তবু জায়গা হচ্ছে না IPL-এ ডাবল সেঞ্চুরি করা চাহালের!
Image Credit source: BCCI

Follow Us

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন যুজবেন্দ্র চাহাল। রাজস্থান রয়্যালসের এই লেগ স্পিনার দুর্দান্ত ছন্দে। পার্পল ক্যাপের দৌড়েও রয়েছেন তিনি। সেই যুজবেন্দ্র চাহাল বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাচ্ছেন না! জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। স্কোয়াড এখনও ঘোষণা হয়নি। তবে প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই নিজেদের মতো পছন্দের স্কোয়াড বেছে নিয়েছেন। এমনই এক স্কোয়াড বেছেছেন দেশের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ।

আইপিএলে অনবদ্য ছন্দে চাহাল। প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই মনে করছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে তাঁর জায়গা পাওয়া উচিত। যদিও এই তালিকায় পড়ছেন না মহম্মদ কাইফ। তাঁর যে স্কোয়াড পছন্দ, তাতে তিন স্পিনার থাকছেন। যদিও তিন স্পিনারে নেই যুজবেন্দ্র চাহালের নাম। রাজস্থান রয়্যালসের আগের ম্যাচেই অনন্য নজির গড়েছেন চাহাল। একমাত্র বোলার হিসেবে আইপিএলে ২০০ উইকেটের মাইলফলকে।

দেশের প্রাক্তন ক্রিকেটার কাইফের বেছে নেওয়া তিন স্পিনার কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা ও অক্ষর প্যাটেল। পেস বোলিংয়ে জসপ্রীত বুমরার পাশাপাশি অর্শদীপ সিংকে রাখছেন। অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া! স্কোয়াডে অক্ষরকে রাখার কারণ তাঁর ব্যাটিং। বুধবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তিনে নামানো হয়েছিল অক্ষর প্যাটেলকে। অনবদ্য ইনিংস খেলেছিলেন।

জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হবে এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগের দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ অর্থাৎ ২০২১ ও ২০২২ সালেও ভারতীয় স্কোয়াডে জায়গা হয়নি যুজবেন্দ্র চাহালের। এ বার দুই রিস্ট স্পিনার কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল দু-জনেই অনবদ্য ছন্দে। নির্বাচকদের কাছে যা বড় ভাবনার জায়গা।

Next Article