আইসোলেশনে ৫ ক্রিকেটার, রোহিতদের নিয়ে তদন্তে বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়া

sushovan mukherjee |

Jan 02, 2021 | 5:23 PM

জৈব সুরক্ষা বলয় ভেঙে ১ জানুয়ারি রাতে একটি রেস্তোঁরায় ডিনার করতে গিয়েছিলেন ৫ ক্রিকেটার, এমনই অভিযোগ।

আইসোলেশনে ৫ ক্রিকেটার, রোহিতদের নিয়ে তদন্তে বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়া
মেলবোর্নের রেস্তোঁরায় ভারতীয় ক্রিকেটাররা। ছবি সৌজন্যে - টুইটার

Follow Us

TV9 বাংলা ডিজিটাল – সিডনি টেস্টের আগে বড় ধাক্কা ভারতীয় ক্রিকেটে। রোহিত শর্মা, ঋষভ পন্থ, শুভমন গিল, পৃথ্বী শ ও নভদীপ সাইনিকে আইসোলেশনে পাঠাল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। শুক্রবার, ১ জানুয়ারি নৈশভোজের জন্য এক রেস্তোরাঁয় গিয়েছিলেন রোহিত, পন্থরা। যা জানাজানি হতেই বিতর্ক শুরু হয়ে যায়। ভারতীয় বোর্ড প্রথমে ব্যাপারটাকে গুরুত্ব দিতে চায়নি। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া এ নিয়ে জলঘোলা শুরু করতেই বিপাকে পড়েছেন রোহিতরা। তাঁদের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে। যদিও অনুশীলন করার অনুমতি দেওয়া হয়েছে তাদের। তবে টিমের সঙ্গে নয়, আলাদা প্র্যাক্টিস করতে হবে তাঁদের। প্রশ্ন হল, সিডনিতে তৃতীয় টেস্টে কি খেলতে পারবেন রোহিতরা? যার উত্তর এখনও পরিষ্কার নয়।

 

 

ঘটনার সূত্রপাত সোশ্যাল মিডিয়ার একটি ভিডিও থেকে। নভলদীপ সিং নামের প্রাবাসী ভারতীয় এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। তিনি সেখানে গিয়ে পাশের টেবলে রোহিত, পন্থ, শুভমনদের দেখতে পান। এখানেই থামেনি ঘটনা। নভলদীপ ওই পাঁচ ভারতীয় ক্রিকেটারের সঙ্গে ছবিও তুলেছেন। মিটিয়েছেন রোহিতদের খাবারের বিল। ওই ভিডিও তিনি পোস্ট করার পরই কোভিড প্রোটোকল নিয়ে প্রশ্ন উঠে যায়। জৈব সুরক্ষা বিধি ভেঙে কি করে রোহিতরা একটি রেস্তোরাঁয় খেতে গেলেন, তা নিয়ে কথা উঠতে শুরু করে।

ঘটনা অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কানে যেতে তারা তদন্ত শুরু করে। দুই বোর্ডেরই ডাক্তারদের সিদ্ধান্তে পাঁচ ক্রিকেটারের আলাদ থাকার কথা বলা হয়েছে। দলের সঙ্গে অনুশীলনও করতে পারবেন না তাঁরা। ক্রিকেট অস্ট্রেলিয়ার জৈব সুরক্ষা বলয়ের নিয়ম অনুযায়ী ক্রিকেটাররা বাইরে খেতে যেতে পারেন, কিন্তু রেস্তোঁরার বাইরে বসে খেতে হবে। এ ক্ষেত্রে ভিডিওতে দেখা যাচ্ছে, একটি রেস্তোঁরার ভেতরে খাবার খেতে বসেছেন রোহিতরা। সেটাই সব থেকে বড় জটিলতার কারণ।

আরও পড়ুন – মহারাজের জন্য প্রার্থনায় বিরাট, শেওয়াগরা

কোভিড আবহে ক্রিকেট শুরু হওয়ার পর, মাত্র দু’বার জৈব সুরক্ষার ঘটনায় শাস্তির মুখে পড়েছেন ক্রিকেটাররা। প্রথমবার জৈব সুরক্ষা বলয় ভেঙে একটি টেস্টে নির্বাসিত হয়েছিলেন ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চার। দ্বিতীয় ঘটনা বিগ ব্যাশে। বায়ো বাবল ভাঙার জন্য বড় জরিমান দিতে হয়েছিল ব্রিসবেন হিটের দুই ক্রিকেটারকে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পাশাপাশি আলাদ তদন্ত শুরু করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। পাঁচ ক্রিকেটার দোষী প্রমাণিত হলে বোর্ডের শাস্তির মুখে পড়তে হতে পারে রোহিতদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ৭ জানুয়ারি থেকে। তার আগে বড় ধাক্কা রাহানেদের।

Next Article