IND vs AUS, ICC World Cup 2023: ফাইনালে বিরাট-রোহিতের জন্য কী পরিকল্পনা অস্ট্রেলিয়ার? জানালেন কামিন্স

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 18, 2023 | 3:17 PM

India vs Australia: ভারতীয় ক্রিকেট প্রেমীরা দিন-রাত একটাই প্রার্থনা করে চলেছেন, কাপ জিতুক ভারত। রবিবার পাওয়া যাবে এ বারের বিশ্ব চ্যাম্পিয়ন। মহারণের আঁচ এখন থেকেই পাওয়া যাচ্ছে চারিদিকে। ভারতের মাটিতে ভারতীয় দল বিশ্বকাপ জিতলে সেলিব্রেশন হবে বাঁধন ছাড়া। আমেদাবাদে যে টিম ইন্ডিয়া পুরো সমর্থন পাবে ভালো মতোই জানে অজি শিবির। চলতি বিশ্বকাপে অপরাজিত ভারতকে ফাইনালে হারানোর জন্য একাধিক পরিকল্পনা করেছে অস্ট্রেলিয়া।

IND vs AUS, ICC World Cup 2023: ফাইনালে বিরাট-রোহিতের জন্য কী পরিকল্পনা অস্ট্রেলিয়ার? জানালেন কামিন্স
মহারণে বিরাট-রোহিতকে কীভাবে আটকানো হবে? যা বললেন কামিন্স
Image Credit source: PTI

Follow Us

অভিষেক সেনগুপ্ত

আমেদাবাদ: রাহ পোহালেই সেই বহু প্রতীক্ষিত দিন। বিশ্বকাপের (ICC World Cup 2023) ফাইনাল। ভারতীয় ক্রিকেট প্রেমীরা দিন-রাত একটাই প্রার্থনা করে চলেছেন, কাপ জিতুক ভারত। রবিবার পাওয়া যাবে এ বারের বিশ্ব চ্যাম্পিয়ন। মহারণের আঁচ এখন থেকেই পাওয়া যাচ্ছে চারিদিকে। ভারতের মাটিতে ভারতীয় দল বিশ্বকাপ জিতলে সেলিব্রেশন হবে বাঁধন ছাড়া। আমেদাবাদে যে টিম ইন্ডিয়া পুরো সমর্থন পাবে ভালো মতোই জানে অজি শিবির। চলতি বিশ্বকাপে অপরাজিত ভারতকে (India) ফাইনালে হারানোর জন্য একাধিক পরিকল্পনা করেছে অস্ট্রেলিয়া। ম্যাচের আগে প্রেস কনফারেন্সে অজি অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) জানিয়েছেন, তাঁর দল ফাইনালে ভারতের দুই মহারথীকে নিয়ে কী পরিকল্পনা করেছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ফাইনালের আগে জানিয়েছেন, তাঁর টিমের জন্য রবিবার বড় চ্যালেঞ্জ হতে চলেছেন মহমম্মদ সামি। প্রেস কনফারেন্সে অজি অধিনায়কের কাছে প্রশ্ন যায়, বিরাট কোহলি ও রোহিত শর্মার জন্য তাঁর টিমের কী পরিকল্পনা? উত্তরে কামিন্স বলেন, ‘আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। বিরাট-রোহিত দু’জন বিশ্বমানের প্লেয়ার। ওদের জন্য পরিকল্পনা তো রয়েছেই। কিন্তু সেই অর্থে নির্দিষ্ট কোনও পরিকল্পনা নেই।’

অজি দলের বোলারদের উপর ভরসা আছে ক্যাপ্টেন কামিন্সের। স্টার্ক-হ্যাজলউড শুরু থেকেই দলকে ভরসা দিচ্ছেন। ফাইনালের আগে প্রেস কনফারেন্সে যে কারণে কামিন্স বললেন, ‘মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের ওপেনিং পার্টনারশিপ আমাদের দলের জন্য অ্যাডভান্টেজ। এই জুটি জ্বলে উঠলে পরপর কয়েকটা গুরুত্বপূর্ণ উইকেট চলে আসবে। ওরা কী করতে পারে সেটা অনেক ম্যাচেই প্রমাণ করেছে। ওরা দু’জনই বড় ম্যাচের প্লেয়ার। কয়েকটি আইসিসি ফাইনালে খেলেছে। এ বার দেখার কী হয়।’

এ বারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ স্পিনার অ্যাডাম জাম্পা ২২টি উইকেট নিয়েছেন। জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক নিয়েছেন যথাক্রমে ১৪টি ও ১৩টি উইকেট। ফাইনালে ভারতের কোন ব্যাটাররা হ্যাজলউড-স্টার্কদের শিকার হন, সেদিকে নজর থাকবে।

Next Article