IND vs NZ: এটাই সেরা ব্যাটিং লাইন আপ… কিউয়িদের বিরুদ্ধে নামার আগে বললেন ভাইস ক্যাপ্টেন

ICC Champions Trophy 2025 Final: পুরো টুর্নামেন্ট জুড়ে ভারতীয় টিমের দাপট সকল ক্রিকেট প্রেমীদের মন ছুঁয়ে গিয়েছে। ভারতের ব্যাটিং লাইনআপ নিয়ে চলছে বিরাট চর্চা। সে কথায় একমত পোষণ করেছেন ভারতের সহ-অধিনায়ক শুভমন গিল

IND vs NZ: এটাই সেরা ব্যাটিং লাইন আপ... কিউয়িদের বিরুদ্ধে নামার আগে বললেন ভাইস ক্যাপ্টেন
IND vs NZ: এটাই সেরা ব্যাটিং লাইন আপ... কিউয়িদের বিরুদ্ধে নামার আগে বললেন ভাইস ক্যাপ্টেনImage Credit source: PTI

Mar 09, 2025 | 12:34 AM

দুবাই: মরুশহরে টিম ইন্ডিয়া এবং কিউয়িরা মিনি বিশ্বকাপ ফাইনাল খেলবে রবিবার। পুরো টুর্নামেন্ট জুড়ে ভারতীয় টিমের দাপট সকল ক্রিকেট প্রেমীদের মন ছুঁয়ে গিয়েছে। ভারতের ব্যাটিং লাইনআপ নিয়ে চলছে বিরাট চর্চা। সে কথায় একমত পোষণ করেছেন ভারতের সহ-অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। কেরিয়ারের দ্বিতীয় আইসিসি (ICC) ইভেন্টের ফাইনালে খেলতে চলেছেন গিল। তার আগে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ নিয়ে নানা কথা বলেছেন রোহিতের ডেপুটি।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নামার আগে প্রেস কনফারেন্সে এসে শুভমন গিল ভারতীয় টিমের বর্তমান ব্যাটিং লাইন আপ নিয়ে শুধু প্রশংসাই করেননি, সঙ্গে জানিয়েছেন, এটাই ভারতের সেরা ব্যাটিং লাইনআপ। তিনি বলেন, “এটিই সেরা ভারতীয় ব্যাটিং লাইনআপ। আমিও যার অংশ। সর্বকালের সেরা বিরাট ভাই, রোহিত ভাই রয়েছে। রোহিত সেরা ওপেনারদের একজন। বিরাট ভাই সর্বকালের সেরাদের একজন। আমাদের ব্যাটিংয়ে অনেক গভীরতা রয়েছে। কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, শ্রেয়স আইয়াররা রয়েছে।”

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে রোহিত ও বিরাটের অবসর নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকেই বলছেন, ফাইনাল খেলেই অবসর নেবেন দুই তারকা। ফাইনালের আগে সাংবাদিক বৈঠকে শুভমনকেও পড়তে হল এই প্রশ্নের মুখে। তিনি জানিয়ে দিলেন, টিমে এই নিয়ে আলোচনা হচ্ছে না। ফাইনাল ছাড়া আর কিছু ভাবনায় নেই। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে রোহিত-বিরাটের ঝুলি আসবে আরও এক আইসিসি খেতাব।

গিল যতই পরিষ্কার করে রোহিত-বিরাটের অবসর নিয়ে ভাবার কথা না বলুন, ক্রিকেট মহল অপেক্ষা করছে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল শেষ হওয়ার। কারণ, গত বছর টি-২০ বিশ্বকাপ ফাইনালের পর রো-কো জুটি ওই ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন। এ বারও তেমনটা হলে কষ্টে মন ভাঙবে তাঁদের সমর্থকদের।