AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jasprit Bumrah: ‘আমার স্ত্রী ক্রীড়ামাধ্যমে যুক্ত, সবই কানে আসে…’, হঠাৎ এমন মন্তব্য কেন জসপ্রীত বুমরার?

বিশ্বকাপের মাঝে একাধিক দল ও ক্রিকেটারদের নিয়ে চরম সমালোচনা হচ্ছে। ২২ গজ এমনই এক জায়গা যেখানে ক্রিকেটাররা ভালো পারফর্ম করলে বন্দিত হন। আর প্রত্যাশা না মেটাতে পারলে জোটে সমালোচনা। ভারতীয় ক্রিকেটারদেরও একাধিক সময় বিভিন্ন সমালোচনার মুখে পড়তে হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের বড় জয়ের পর এইরকম সমালোচনা কীভাবে সামলান, তা নিয়ে বলেছেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা।

Jasprit Bumrah: 'আমার স্ত্রী ক্রীড়ামাধ্যমে যুক্ত, সবই কানে আসে...', হঠাৎ এমন মন্তব্য কেন জসপ্রীত বুমরার?
ক্রীড়া সঞ্চালক স্ত্রী সঞ্জনা গণেশনের সঙ্গে জসপ্রীত বুমরা।Image Credit: Jasprit Bumrah Twitter
| Edited By: | Updated on: Oct 31, 2023 | 4:33 PM
Share

মুম্বই: বিশ্বকাপ (ICC World Cup) কাঁপাচ্ছে ভারত। টানা হাফ ডজন জয়। ভারতীয় ক্রিকেট প্রেমীরা প্রতিদিন সোনালি ট্রফি দেশে আসার স্বপ্ন দেখছেন। একের পর এক জয়ের ফলে আত্মবিশ্বাসী ভারতীয় শিবিরও। গ্রুপ পর্বে টিম ইন্ডিয়ার আর ৩টি ম্যাচ বাকি। তাতেও অপরাজিত থাকাই লক্ষ্য টিম ইন্ডিয়ার (Team India)। বিশ্বকাপের মাঝে একাধিক দল ও ক্রিকেটারদের নিয়ে চরম সমালোচনা হচ্ছে। ২২ গজ এমনই এক জায়গা যেখানে ক্রিকেটাররা ভালো পারফর্ম করলে বন্দিত হন। আর প্রত্যাশা না মেটাতে পারলে জোটে সমালোচনা। ভারতীয় ক্রিকেটারদেরও একাধিক সময় বিভিন্ন সমালোচনার মুখে পড়তে হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের বড় জয়ের পর এইরকম সমালোচনা কীভাবে সামলান, তা নিয়ে বলেছেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের চোটের কারণে খেলতে পারেননি জসপ্রীত বুমরা। এ বছর এশিয়া কাপের আগে আয়ার্ল্যান্ড সিরিজে চোট সারিয়ে দলে ফেরেন জসপ্রীত বুমরা। সেই সময় তাঁর কেরিয়ার নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। যতই ঝলমলে কেরিয়ার হোক, ব্যর্থতা মানেই সমালোচনা হবে। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে সেরা পেস বোলার যদি খুঁজতে হয়, জসপ্রীত বুমরা থাকবেন প্রথম তিনে। কেউ কেউ তাঁকে সেরার আসনে বসিয়ে দিয়েছেন। এই বুমরা চোট সারিয়ে ফেরার পর পারফর্ম করতে পারছিলেন না। সমালোচনা হয়েছে। এতদিনে তার জবাব দিলেন। বুমরা বললেন, কে কোথায় কী বলছেন তিনি সবই জানেন।

এই প্রসঙ্গে বুমরা বলেন, ‘আমার স্ত্রীও (টেলিভিশন প্রেজেন্টার সঞ্জনা গণেশন) ক্রীড়ামাধ্যমের সঙ্গে যুক্ত। তাই আমি জানি, আমার পারফরম্যান্স নিয়ে কেন এবং কারা প্রশ্ন তুলেছে। যে সময়টা পেরিয়ে গিয়েছে, সেটা আর ফিরবে না। তাই আমি সেটা নিয়ে হতাশ নই। বরং এখন আমি খুশি। চোট সারিয়ে ফিরে এসে আবার খেলতে পারছি। একইসঙ্গে বুঝতে পারছি যে, আমি এই খেলাটাকে কতটা ভালোবাসি। আমি কোনও রকম তাড়াহুড়ো করতে রাজি ছিলাম না। তাই চোট সারিয়ে ফিরে এসে খেলাটাকে আমি উপভোগ করতে চাইছিলাম। একইসঙ্গে ইতিবাচক মানসিকতা রাখতে চাইছিলাম আমি।’

সব সমালোচনা ঝেড়ে ফেলে এগিয়ে যাওয়াই ক্রিকেটারদের লক্ষ্য থাকে। এ বারের বিশ্বকাপে ভালো ছন্দে রয়েছেন জসপ্রীত বুমরা। চলতি বিশ্বকাপে এখনও অবধি ভারতের হয়ে সর্বাধিক উইকেট নেওয়া বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন জসপ্রীত বুমরা। ৬ ম্যাচ খেলে তিনি নিয়েছেন ১৪টি উইকেট। তাঁর ইকোনমি রেট ৩.৯১। এ বার দেখার বুমরা টুর্নামেন্ট শেষে সর্বাধিক উইকেট শিকারী বোলারদের তালিকায় শীর্ষে থাকতে পারেন কিনা।