Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সামির ডাকে সাড়া, বলে লাগানো যাবে থুতু, IPL-এই মিলবে সুযোগ?

BCCI on Saliva Ban: মুম্বইতে আইপিএলের ১০ দলের ক্যাপ্টেন্স মিটিং ছিল। সেখানে বলের উপর লালার ব্যবহার নিয়ে অধিনায়কদের মতামত নেওয়া হয়। বেশিরভাগ দলের অধিনায়ক এই নিয়ম তুলে নেওয়ার পক্ষে কথা বলেন।

সামির ডাকে সাড়া, বলে লাগানো যাবে থুতু, IPL-এই মিলবে সুযোগ?
বলে থুতুর ব্যবহার ফিরছে, IPL এর আগে সামির ডাকে সাড়া দিল BCCI
Follow Us:
| Updated on: Mar 20, 2025 | 8:20 PM

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার দু’দিন আগে বড় ঘোষণা বোর্ডের। বলে থুতু লাগানোর উপর যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেওয়া হল। মুম্বইতে আইপিএলের (IPL) ১০ দলের ক্যাপ্টেন্স মিটিং ছিল। সেখানে বলের উপর লালার ব্যবহার নিয়ে অধিনায়কদের মতামত জানতে চাওয়া হয়। বেশির ভাগ দলের অধিনায়ক এই নিয়ম তুলে নেওয়ার পক্ষে কথা বলেন। এরপরই বোর্ডের (BCCI) পক্ষ থেকে দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাথমিকভাবে আইসিসি করোনার সময় সতর্কতা জারি রাখতে বলে লালা ব্যবহারে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিল। এরপর ২০২২ সালে স্বাস্থ্য ও সুরক্ষা নিয়ে চিন্তিত হয়ে আইসিসি বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা স্থায়ী করে। প্রাথমিক ভাবে আইসিসির সেই নিয়ম মেনে আইপিএলেও বলে থুতু ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। এ বার করোনার পর প্রথম আবার আইপিএলেই উঠে যাচ্ছে বলে থুতু ব্যবহারে নিষেধাজ্ঞা।

বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, “থুতু ব্যবহারে যে নিষেধাজ্ঞা জারি ছিল, তা উঠে যাচ্ছে। বেশিরভাগ অধিনায়ক তা ব্যবহারের পক্ষে।” আসলে আইপিএলের নিয়ম নিয়ে নিয়ন্ত্রণ বিসিসিআইয়ের হাতে রয়েছে। তাই আইসিসির ওই নিয়ম (বলে লালা ব্যবহার করা যাবে না) বিসিসিআই আইপিএলের সময় না-ই মানতে পারে।

এই খবরটিও পড়ুন

বলের উজ্জ্বল ভাব বজায় রাখার জন্য দীর্ঘদিন ধরে তাতে থুতু লাগানোর প্রথা বজায় ছিল। করোনা কালে মাঝে তাতে ছেদ পড়ে। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর আইসিসির কাছে বলে রিভার্স সুইং ফেরানোর জন্য থুতু ব্যবহারের নিয়ম ফিরিয়ে আনার আর্জি করেছিলেন সামি। তাতে আইসিসির পক্ষ থেকে সাড়া না এলেও, বোর্ড দিল সায় এতে। ফলে ক্রিকেট মহল মনে করছে আসন্ন আইপিএলেই বলে থুতু ব্যবহার করতে পারবেন বোলাররা।