MS Dhoni: বিশ্বকাপ ট্রফি ও মহেন্দ্র সিং ধোনির মোলাকাত, যে ছবিতে হল আবেগের বিস্ফোরণ
CSK, IPL 2024: অনেক সময় এক একটা ছবি হাজার শব্দের কথা বলে দেয়। ঠিক তেমনই হল ধোনি ও বিশ্বকাপ ট্রফির এই ছবি। নেটদুনিয়ায় তা ভাইরাল হয়েছে। বর্তমানে ধোনিভক্তরা বেশ খুশি। কারণ, চলতি আইপিএলে সিএসকে জার্সিতে তাঁকে খেলতে দেখা যাচ্ছে। যদিও তিনি আর চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন নেই। কিন্তু হলুদ জার্সিতে চেন্নাইয়ের প্রতি ম্যাচেই ধোনিকে খেলতে দেখা যাচ্ছে।

কলকাতা: ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আইসিসির তিনটি ট্রফি রয়েছে তাঁর ঝুলিতে। শুধু দেশের হয়েই ধোনি সফল নেতা নন। আইপিএলেও তিনি অন্যতম সফল অধিনায়ক। চেন্নাই সুপার কিংসকে ৫ বার আইপিএল জিতিয়েছেন মাহি। রবি-রাতে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ম্যাচ। তার আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ধোনির কয়েকটি ছবি। যেখানে তিনি একা নেই। রয়েছে ২০১১ সালে ভারতের মুকুটে যোগ হওয়া বিশ্বকাপ ট্রফিও। ধোনির নেতৃত্বেই শেষ বার ভারত ওডিআই বিশ্বকাপ (ICC ODI World Cup) জিতেছিল।
মহেন্দ্র সিং ধোনি বিসিসিআইয়ের হেড কোয়ার্টারে বিশ্বকাপ ট্রফি দেখছিলেন। স্বাভাবিক ভাবেই সেই দৃশ্য ফ্রেমবন্দি হওয়ার মতো। বিশ্বকাপ ট্রফির সঙ্গে ধোনির কয়েকটি ছবি বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়া সাইট X এ শেয়ার করা হয়েছে। যেখানে ক্যাপশনে লেখা হয়, ‘মহেন্দ্র সিং ধোনি ও বিশ্বকাপ ট্রফি যখন একসঙ্গে। মেড ফর ইচ আদার।’ সঙ্গে রয়েছে একটি লাল হৃদয়ের ইমোজি। সোনালি বিশ্বকাপ ট্রফির সঙ্গে ধোনির ছবি সকল ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে ২০১১ সালের ওই ঐতিহাসিক জয়ের স্মৃতি জাগিয়ে তুলেছে।
MS Dhoni 🤝 World Cup Trophy
Made for each other❤️
📌 BCCI HQ | @msdhoni | #TeamIndia pic.twitter.com/4Bak4bG7pA
— BCCI (@BCCI) April 13, 2024
অনেক সময় এক একটা ছবি হাজার শব্দের কথা বলে দেয়। ঠিক তেমনই হল ধোনি ও বিশ্বকাপ ট্রফির এই ছবি। নেটদুনিয়ায় তা ভাইরাল হয়েছে। বর্তমানে ধোনিভক্তরা বেশ খুশি। কারণ, চলতি আইপিএলে সিএসকে জার্সিতে তাঁকে খেলতে দেখা যাচ্ছে। যদিও তিনি আর চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন নেই। কিন্তু হলুদ জার্সিতে চেন্নাইয়ের প্রতি ম্যাচেই ধোনিকে খেলতে দেখা যাচ্ছে। উল্লেখ্য, রবি-রাতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আর ৪ রান করতে পারলেই সিএসকের হয়ে মোট ৫ হাজার রান করার কীর্তি গড়বেন ধোনি।
