ICC T20 Rankings: বিরাট-ফিঞ্চকে টপকে কেরিয়ারের সেরা টি-২০ ব়্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম
বিশ্বকাপের গ্রুপ পর্বের ৫ ম্যাচের ৪টিতে জিতেছে প্রোটিয়ারা। সুপার-১২ এর শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস মার্করামকে ব্যাটারদের ক্রমতালিকায় ৩ নম্বরে পৌঁছে দিল। এটি তাঁর কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিং।
দুবাই: এ বারের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) প্রায় শেষের পথে। গ্রুপ পর্বের খেলা শেষ। এ বার শুধু বাকি শেষ চারের লড়াই ও ফাইনাল। বিশ্বকাপের মাঝেই আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ের (ICC T20 Rankings) তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় ব্যাটারদের মধ্যে তিন নম্বরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এইডেন মার্করাম (Aiden Markram)। বিশ্বকাপের গ্রুপ পর্বের ৫ ম্যাচের ৪টিতে জিতেছে প্রোটিয়ারা। সুপার-১২ এর শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস মার্করামকে ব্যাটারদের ক্রমতালিকায় ৩ নম্বরে পৌঁছে দিল। এটি তাঁর কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিং।
আইসিসি টি-২০ ব্যাটারদের তালিকায় প্রথম দশের মধ্যে ঢুকে পড়েছেন আর এক প্রোটিয়া ক্রিকেটার রাসি ভ্যান দার দাসেন (Rassie van der Dussen)। টি-২০ ব্যাটারদের তালিকায় ৬ ধাপ উঠে এসে ৬৬৯ পয়েন্ট তিনি দাসেন রয়েছেন ১০ নম্বরে। ৮৩৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছেন পাকিস্তানের নেতা বাবর আজম। দু’নম্বরে রয়েছেন ইংল্যান্ডের দাভিদ মালান। তাঁর পয়েন্ট ৮০০। ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) চার থাপ নেমে পৌঁছে গিয়েছেন ৮ নম্বরে। কোহলির অর্জিত পয়েন্ট ৬৯৮। তবে অন্যদিকে ৩ ধাপ ওপরে উঠে ৭২৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ৫ নম্বরে রয়েছেন ভারতের লোকেশ রাহুল (KL Rahul)।
টি-২০ বোলারদের ক্রমতালিকায় অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা (Adam Zampa) এক ধাপ এগিয়ে গিয়েছেন। এবং জস হ্যাজেলউড (Josh Hazlewood) ১১ ধাপ উঠে এসে প্রথম দশে ঢুকে পড়েছেন। বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার ভানিন্দু হাসারঙ্গা। তাঁর অর্জিত পয়েন্ট ৭৯৭। ৭৮৪ পয়েন্ট নিয়ে দু’নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি। ৭০৯ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা রয়েছেন ৫ নম্বরে। এবং অজি বোলার হ্যাজেলউডের পয়েন্ট ৬৩০।
View this post on Instagram
অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন আফগানিস্তানের ক্যাপ্টেন মহম্মদ নবি। তাঁর অর্জিত পয়েন্ট ২৬৫। বোলার ও অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে কোনও ভারতীয় ক্রিকেটার নেই। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ ঢুকে পড়েছেন প্রথম একাদশে। ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ইনিংসের সুবাদে ৭ ধাপ উঠে এসে ৭ নম্বরে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।
আরও পড়ুন: T20 World Cup 2021: শেষ চারের লড়াইয়ে কোন পথে পৌঁছল ইংল্যান্ড, দেখুন ছবিতে
আরও পড়ুন: T20 World Cup 2021: ছবিতে দেখুন কোন পথে সেমিফাইনালে নিউজিল্যান্ড