AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ajinkya Rahane: একটা ক্রিকেটারের কেরিয়ার ‘বাজি’ রাখছে বোর্ড! গুয়াহাটি টেস্টের আগে গম্ভীরদের বিরুদ্ধে তোপ রাহানের

দেশের জার্সিতে একটা লম্বা সময় ৫ নম্বরে ব্যাটিং করেছেন অজিঙ্ক রাহানে। দেশের হয়ে নেতৃত্ব দিয়ে বেশ গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ও এনে দিয়েছেন তিনি। ভারতীয় টিমের এক সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার রাহানের বর্তমান টিমে একটা জিনিস পছন্দ হচ্ছে না।

Ajinkya Rahane: একটা ক্রিকেটারের কেরিয়ার 'বাজি' রাখছে বোর্ড! গুয়াহাটি টেস্টের আগে গম্ভীরদের বিরুদ্ধে তোপ রাহানের
গুয়াহাটি টেস্টের আগে গম্ভীরদের বিরুদ্ধে তোপ রাহানেরImage Credit: PTI, X
| Updated on: Nov 21, 2025 | 8:48 PM
Share

কলকাতা: পছন্দমতো উইকেট পেয়েও ইডেন গার্ডেন্সে প্রোটিয়াদের হারাতে পারেনি ভারত (India)। এ বার বর্শাপাড়া স্টেয়িডামে দ্বিতীয় টেস্টের পালা। আগামিকাল অর্থাৎ ২২ নভেম্বর থেকে শুরু হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার (South Africa) দ্বিতীয় টেস্ট। তার আগে ভারতীয় বোর্ডের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন দেশের প্রাক্তন অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। জিঙ্কস বিশেষ করে একটা পজিশন ও এক ক্রিকেটারকে নিয়ে চিন্তা।

দেশের জার্সিতে একটা লম্বা সময় ৫ নম্বরে ব্যাটিং করেছেন অজিঙ্ক রাহানে। দেশের হয়ে নেতৃত্ব দিয়ে বেশ গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ও এনে দিয়েছেন তিনি। ভারতীয় টিমের এক সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার রাহানের বর্তমান টিমে একটা জিনিস পছন্দ হচ্ছে না। আসলে গৌতম গম্ভীর ভারতীয় টিমের হেড কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে তিন নম্বর পজিশন নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা চলছে। কিন্তু কোনও ক্রিকেটার সেই পজিশনে থিতু হচ্ছেন না। একটা উইকেট পড়ার পর কখনও দেখা যাচ্ছে সাই সুদর্শনকে, কখনও আবার শুভমন গিল, করুন নায়ার ও ওয়াশিংটন সুন্দরকে।

দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব শো ‘অ্যাশ কী বাত’-তে রাহানে এই বিষয়ে নিজের মতামত জানিয়েছেন। রাহানে বলেন, ‘আমি একজনের নাম বলব, সেটা সাই সুদর্শন। যখন কেউ ৩ নম্বরে ব্যাট করে, তখন আলাদা দক্ষতার প্রয়োজন হয়। ৬ বা ৭ নম্বরে আবার ব্যাট করার আলাদা দক্ষতা প্রয়োজন। ওয়াশিংটন দুর্দান্ত ক্রিকেটার। কিন্তু ৩ নম্বরে ওকে নামতে হলে ওর জন্যও বিভ্রান্তিকর হতে পারে। আমার তো মনে হয়, ও নিশ্চয়ই এটা ভাবছে যে ওই পজিশনে কীভাবে মানিয়ে নেবে।’

৩ নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পজিশন। এই প্রসঙ্গে রাহানে আরও বলেন, ‘কাউকে যদি তিন নম্বরে ব্যাট করতে হয়, তা হলে আলাদা করে প্রস্তুতি নিতে হয়। তাঁকে সময়ও দিতে হয়। ওয়াশি হোক বা সাই, তিনে যে-ই খেলুক না কেন, তাঁকে সমর্থন করতে হবে। একটা ক্রিকেটারের কেরিয়ার বাজি রেখে এটা হচ্ছে। আমাদের তো দেশের জার্সিতে খেলতে হয়। তাই কাউকে তিন নম্বরে নামাতে হলে তাঁকে সময় দেওয়া উচিত।’