AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Andre Russell: ইডেনে চার-ছক্কার বন্যা, ৪০৬ দিন পর কেকেআর জার্সিতে রাসেল-ঝড়

KKR, IPL 2025: আইপিএলে টানা ১৬টা ইনিংসের পর হাফসেঞ্চুরি হাঁকালেন রাসেল। দিনের দিক থেকে দেখতে হলে ৪০৬ দিন পর কেকেআর জার্সিতে হাফসেঞ্চুরি রাসেলের।

Andre Russell: ইডেনে চার-ছক্কার বন্যা, ৪০৬ দিন পর কেকেআর জার্সিতে রাসেল-ঝড়
Andre Russell: ইডেনে চার-ছক্কার বন্যা, ৪০৬ দিন পর কেকেআর জার্সিতে রাসেল-ঝড়Image Credit: KKR X
| Updated on: May 04, 2025 | 5:23 PM
Share

কলকাতা: আন্দ্রে রাসেল (Andre Russell) কি ফুরিয়ে গিয়েছেন? রবিবারের ইডেনে যাঁরা নজর রেখেছেন, এ কথা বলার সাহস দেখাবেন না। ঠিক যেন ঘুম থেকে উঠেছেন রাসেল। আড়মোড়া ভেঙেই ওড়াতে থাকলেন পিঙ্ক আর্মির বোলারদের। একের পর এক চার, ছয় আছড়ে পড়ল গ্যালারিতে। আইপিএলে টানা ১৬টা ইনিংসের পর হাফসেঞ্চুরি হাঁকালেন রাসেল। দিনের দিক থেকে দেখতে হলে ৪০৬ দিন পর কেকেআর জার্সিতে হাফসেঞ্চুরি রাসেলের।

ক্রিকেটের নন্দনকাননে পিঙ্ক আর্মির বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করেছে অজিঙ্ক রাহানের দল। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান তুলেছে কেকেআর। সেখানে আন্দ্রে রাসেলের অবদান ৫৭ নট আউট। ক্যারিবিয়ান সুপারস্টার আন্দ্রে রাসেলের ব্যাটে শেষ আইপিএল হাফসেঞ্চুরি এসেছিল গত মরসুমে। ২৩ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ২৫ বলে ৬৪ নট আউট ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছিলেন। আর আজ ইডেনে রাসেলের ব্যাটে এল ৪টি চার, ৬টি ছয়। শুরুটা ধীরে করলেও, শেষ বেলায় গিয়ার বদলে বিধ্বংসী হয়ে ওঠেন রাসেল। ২২ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন। বেশি সময় পেলে হয়তো তিন অঙ্কের রানও আজ রাসেলের ব্যাটে দেখা যেত।

ইনিংস বিরতিতে আন্দ্রে রাসেল বললেন, ‘বয়স স্রেফ সংখ্যা মাত্র। এই পারফরম্যান্সে খুশি। এ বার পরিকল্পনা মাফিক বল করতে হবে। স্কোরবোর্ড দেখে অবশ্য চিন্তায় ছিলাম না। জানি সুযোগ আসবে। এই পিচে স্পিনারদের সুবিধা রয়েছে। তাই ঝুঁকি নিতে চাইনি। আমাদেরও স্লো বলের দিকে নজর দিতে হবে।’