AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anubrata Mondal: ক্রিকেটের পর টেবিল টেনিস, খেলাকে আঁকড়েই জমি শক্ত করার চেষ্টায় বীরভূমের বাঘ!

বীরভূম জেলা টেবল টেনিস সংস্থার উদ্যোগে এক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদার পাশে দেখা গেল অনুব্রত মণ্ডলকে।

Anubrata Mondal: ক্রিকেটের পর টেবিল টেনিস, খেলাকে আঁকড়েই জমি শক্ত করার চেষ্টায় বীরভূমের বাঘ!
ক্রিকেটের পর টেবল টেনিস, খেলাকে আঁকড়েই জমি শক্ত করার চেষ্টায় বীরভূমের বাঘ!Image Credit: Anubrata Mondal Facebook
| Edited By: | Updated on: Apr 04, 2025 | 9:35 PM
Share

কলকাতা: ক্রিকেটের পর এ বার টেবিল টেনিস। খেলাকে আঁকড়েই জমি শক্ত করার চেষ্টায় বীরভূমের বাঘ! আন্তঃ জেলা টেবল টেনিস চ্যাম্পিয়নশিপের আসরে দেখা গেল বীরভূম জেলা তৃণমূল সংগঠনের সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। বীরভূম জেলা টেবল টেনিস সংস্থার উদ্যোগে এক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদার পাশে দেখা গেল অনুব্রত মণ্ডলকে।

কয়েক মাস আগেই সিএবির আন্তঃ জেলা টি-২০ ফাইনালে সংবর্ধিত করা হয়েছিল অনুব্রতকে। সিএবি কর্তাদের পাশে দাঁড়িয়ে তাঁর ছবি তোলা নিয়ে কম জলঘোলা হয়নি। সেই সময় আলোচনা হচ্ছিল যে, ক্রিকেট বেঙ্গল অব অ্যাসোসিয়েশনের সঙ্গে কোনও সম্পর্কই নেই অনুব্রতর। এমনকি অনুব্রত বীরভূম জেলা ক্রীড়া সংস্থার কোনও পদেও নেই। তারপরও তিনি কেন সিএবির আন্তঃ জেলা টি-২০ ফাইনালের মঞ্চ আলো করে থাকলেন? তাঁকে সেই সময় গলায় উত্তরীয়ও পরানো হয়েছিল। তাও আবার সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই।

সে বার সিএবির পক্ষ থেকে জানানো হয়েছিল, এটা নিতান্তই বীরভূম জেলা সংস্থার বিষয়। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছিলেন, “বীরভূম এই টুর্নামেন্টের আয়োজক। জিতেছেও বীরভূম। আমি, সিএবির যুগ্ম সচিব, এবং অন্যান্য কর্তারা সেখানে ছিলাম। আর ওটা বীরভূম জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশন। সিএবির এর সঙ্গে জড়িত থাকার কোনও বিষয় নেই।” সেই সময় স্নেহাশিস পাল্টা যুক্তি দিয়েছিলেন ঠিকই, কিন্তু ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকে এই বিতর্ক থেকে দূরে রাখা যায়নি।

এ বার আন্তঃ জেলা টেবল টেনিস প্রতিযোগিতাতেও এক ছবি দেখা গেল। ফের লাইমলাইটে অনুব্রত। ঘটা করে মঞ্চে বসে রইলেন কেষ্ট। দিলেন বক্তৃতাও। নিজের ফেসবুকে একগুচ্ছ ছবিও শেয়ার করেছেন অনুব্রত। সেই পোস্টের ক্যাপশনে লিখেছেন, “BDTTA-র আয়োজনে কবিগুরু স্মৃতি আন্তঃজেলা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫।স্থান: কবিগুরু ক্রীড়াঙ্গন, SAI কমপ্লেক্স, বোলপুর। খেলার উত্তেজনা ছড়িয়ে পড়ুক কবির ভূমিতে।”