AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asia cup 2025: এক্সট্রা স্পিনার নাকি পেসার! বোলিং নিয়ে ভারতীয় শিবিরে ধোঁয়াশা পিচ

India Predicted Bowling Combination vs UAE: এক্সট্রা স্পিনার নাকি পেসার! আরব আমির শাহির দুটি ভেনুতে ম্যাচ হবে। ভারতের ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এখানকার পিচে সাধারণত স্পিনাররাই সুবিধা পেয়ে থাকেন। এ বার দ্বিধায় রাখছে ঘাস। সবুজ পিচে তিন স্পেশালিস্ট পেসার খেলানো হবে কি না, এই নিয়েই আলোচনা।

Asia cup 2025: এক্সট্রা স্পিনার নাকি পেসার! বোলিং নিয়ে ভারতীয় শিবিরে ধোঁয়াশা পিচ
Image Credit: BCCI
| Updated on: Sep 09, 2025 | 1:38 PM
Share

ক্রিকেটে আজ শুরু এশিয়া সেরার লড়াই। তবে ভারতীয় দল অভিযান শুরু করছে কাল। বুধবার ভারতের প্রথম প্রতিপক্ষ আরব আমির শাহি। কাগজে কলমে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে থাকা দল। মাঠের পারফরম্যান্সে বাজিমাত করাই লক্ষ্য। ভারতীয় শিবিরে ব্যাটিং নিয়ে যেমন প্রশ্ন রয়েছে, তেমনই বোলিংয়েও। বরং প্রশ্ন না বলে দ্বিধা বলাই শ্রেয়। এক্সট্রা স্পিনার নাকি পেসার! আরব আমির শাহির দুটি ভেনুতে ম্যাচ হবে। ভারতের ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এখানকার পিচে সাধারণত স্পিনাররাই সুবিধা পেয়ে থাকেন। এ বার দ্বিধায় রাখছে ঘাস। সবুজ পিচে তিন স্পেশালিস্ট পেসার খেলানো হবে কি না, এই নিয়েই আলোচনা।

প্রথম ম্যাচে ভারতের একাদশ কী হবে, তার ইঙ্গিত অনেকটাই মিলেছে। কিন্তু সবুজ পিচই দ্বিধার জায়গা। টপ অর্ডারে শুভমন গিল, অভিষেক শর্মা, তিলক ভার্মা ও ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। এরপর রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেলের মতো তিনজন রয়েছেন। এর মধ্যে হার্দিক পেস বোলিং অলরাউন্ডার, অক্ষর স্পিন বোলিং। প্রয়োজনে রিঙ্কু সিং এবং ওপেনার অভিষেক শর্মাও স্পিনারদের সহযোগিতা করতে পারবেন। কিপার ব্যাটার হিসেবে জীতেশ শর্মার খেলার সম্ভাবনা প্রবল। কারণ তিনি ফিনিশারের ভূমিকা পালন করতে পারবেন। রইল বাকি তিনটি স্পট। দুই পেসার হিসেবে জসপ্রীত বুমরা এবং অর্শদীপ সিং নিশ্চিত। স্পেশালিস্ট স্পিনার অক্ষরের সঙ্গে কুলদীপ যাদব নাকি বরুণ চক্রবর্তী, এই নিয়ে ধোঁয়াশা।

ভারতীয় টিম ম্যানেজমেন্ট বাড়তি পেসার খেলাতে চাইলে বুমরা, অর্শদীপের পাশাপাশি হর্ষিত রানাকেও খেলাতে পারে। সেক্ষেত্রে স্পেশালিস্ট স্পিনার হিসেবে শুধুমাত্র অক্ষরই থাকছেন। তবে পার্টটাইম স্পিনার হিসেবে রয়েছেন অভিষেক ও রিঙ্কু। এর মধ্যে দ্বিতীয় জন আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত বোলিং না করলেও ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে নিয়মিত বোলিং করেছেন। ভারত যদি পেস বোলিং অলরাউন্ডারে জোর দেয় সেক্ষেত্রে একাদশে রিঙ্কুর জায়গা অনিশ্চিত। হার্দিকের সঙ্গে তখন শিবম দুবেকে খেলিয়ে দেওয়া হবে। স্পেশালিস্ট স্পিনার হিসেবে অক্ষরের সঙ্গে বরুণ কিংবা কুলদীপের মধ্যে একজন। দুবাইয়ের পিচে সবুজের আভাই সব হিসেব ওলট পালট করে দিচ্ছে।