AUS vs NZ, WC Match Report: কামিন্সদের জয়রথ থামাতে পারল না কিউয়িরা, রুদ্ধশ্বাস ম্যাচে জয়ী অস্ট্রেলিয়া
ICC World Cup Match Report, Australia vs New Zealand: ধরমশালায় শনিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। দুরন্ত ছন্দে থাকা অজিদের একসময় কিউয়িরা হারিয়ে দেবে মনে হয়েছিল। কিন্তু শেষ অবধি তা হল না। রুদ্ধশ্বাস ম্যাচে ৫ রানে জয়ী অস্ট্রেলিয়া। অবশ্য পয়েন্ট টেবলে নিউজিল্যান্ডকে টপকাতে পারেননি কামিন্সরা।
ধরমশালা: পেন্ডুলামের মতো দুলল ধরমশালায় আজকের বিশ্বকাপের (ICC World Cup 2023) ম্যাচ। রুদ্ধশ্বাস জয় নিয়ে কথা উঠলেই এ বার থেকে আলোচনায় আসবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের (Australia vs New Zealand) এই ম্যাচ। অজি ওপেনার ট্রাভিস হেডের সেঞ্চুরির পাল্টা দিলেন কিউয়ি তারকা রাচিন রবীন্দ্র। কিন্তু শেষ অবধি হাসি ফুটল না নিউজিল্যান্ড শিবিরে। টানটান লড়াই করেও হারতে হল ট্রেন্ট বোল্টদের। ম্যাচ গড়িয়েছিল শেষ বল অবধি। দুই দলেরই জেতার সুযোগ ছিল। কিন্তু শেষ হাসি ফোঁটে অজি শিবিরে। ম্যাচের বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
জিমি নিশাম সবটুকু উজাড় করে লড়াই করেছিলেন। কিন্তু শেষ অবধি দলকে জেতাতে পারলেন না। কে বলতে পারে, তিনি রান আউট না বলে এই ম্যাচ জিতে যেতেই পারত কিউয়িরা। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার সুযোগ ছিল নিউজিল্যান্ডের সামনে। কিন্তু ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা রুখে দিল নিউজিল্যান্ডকে। টস জিতে প্রথমে অজিদের ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ডের ভার প্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম। প্রথমে ব্যাটিং করে ৩৮৮ রান তুলে অলআউট হয় অস্ট্রেলিয়া। সেঞ্চুরি করেন বিশ্বকাপে অভিষেক ম্যাচ খেলতে নামা ট্রাভিস হেড। ৮১ রানের অনবদ্য ইনিংস উপহার দেন ডেভিড ওয়ার্নার। একটা সময় ম্যাক্সি ম্যাজিকও দেখা গিয়েছিল। ৪১ রান করেন তিনি।
নিউজিল্যান্ডের কাছে সুযোগ ছিল রেকর্ড রান তাড়া করে জেতার। কিউয়িদের ইনিংসেও আসে একটি শতরান। রাচিন রবীন্দ্রর ব্যাটে। ৮৯ বলে ১১৬ রান করেন রাচিন। কিন্তু তিনি আউট হওয়ার পর দলের বাকিরা শত চেষ্টা করেও টার্গেট পূরণ করতে পারেননি। ড্যারেল মিচেল করেন ৫৪ রান। জিমি নিশাম করেন ৫৮। এক সময় মনে হয়েছিল জয় তুলে নেবে কিউয়িরা। অবশ্য তা হতে দেননি ট্রেন্ট বোল্ট-প্যাট কামিন্সরা। শেষ ওভারে নেদারল্যান্ডসকে জিততে হলে তুলতে হত ১৯ রান। বল করছিলেন মিচেল স্টার্ক। শেষ অবধি লড়াই করেন নিশাম। ২০ ওভারের পঞ্চম বলে আউট হয়ে যান তিনি। শেষ বলে জেতার জন্য প্রয়োজন ছিল ৬ রান। তা অবশ্য কিউয়িরা তুলতে পারেননি। যার ফলে টানটান লড়াই শেষে ৫ রানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। যার ফলে টানা ৪ ম্য়াচ জিতল অজিরা। অন্যদিকে জোড়া হারের মুখ দেখল নিউজিল্যান্ড।