চোট আর রান আউটে বিপর্যস্ত ভারত, স্টিয়ারিং স্মিথদের হাতে

raktim ghosh | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 09, 2021 | 6:09 PM

২০০৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ বার মোহালিতে তিন ভারতীয় ব্যাটসম্যান রান আউট হয়েছিল। এখান থেকে ভারত কি ঘুরে দাঁড়াতে পারবে? তৃতীয় দিনের শেষে লাবুসেন আর স্মিথের নট আউট থেকে যাওয়া কিন্তু অস্ট্রেলিয়াকে স্বস্তিতে রাখছে। বলাই যায়, সিডনিতে এখন অ্যাডভান্টেজে টিম পেইনরাই।

চোট আর রান আউটে বিপর্যস্ত ভারত, স্টিয়ারিং স্মিথদের হাতে
কামিন্সের দাপটে কুঁকড়ে গেল ভারত

Follow Us

সিডনি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে বেশ চাপে ভারত। প্রথম দিনের ৯৬-২ নিয়ে নেমে ২৪৪ রানে শেষ হয়ে গিয়েছে তারা। জবাবে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ১০৩-২। লিড ১৯৭ রানের। তার থেকেও বড় কথা হল, ক্রিজে আছেন মার্নাস লাবুসেন (৪৭) (Marnus Labuschagne) ও স্টিভ স্মিথ (২৯) (Steve Smith)।

আরও পড়ুনঃ সিডনিতে চোটে বেসামাল রাহানের ভারত

দ্বিতীয় দিন যে ভাবে শেষ করেছিল ভারত, তাতে মনে হয়েছিল তৃতীয় দিন বড় রান আসতে পারে। তা তোলা হল না। মূলত প্যাট কামিন্সের চমৎকার বোলিংই চাপে ফেলে দিল ভারতকে। আগের দিনই নিয়েছিলেন একটা উইকেট। এ দিন নিয়েছেন আরও দুটো। দিনের শুরুতেই কামিন্সের বলে ২২ করে ফিরে যান ক্যাপ্টেন রাহানে (Ajinkya Rahane)। কিছুটা লড়েছেন চেতেশ্বর পূজারা( Cheteswar Pujara)। তবে ৫০ করার পর কামিন্সের বলেই ফিরে যান তিনি।

দুরন্ত লড়াই পূজারার

তৃতীয় দিন প্রথম সেশনে ভারতকে সবচেয়ে চাপে ফেলেছে চোট আর তিনটে রান আউট। ব্যাটিং করার সময় হাতে চোট পান ঋষভ পন্থ (Risabh Pant)। নিজেকে কিছুটা সামলে নিয়ে ব্যাট করতে নামলেও ৩৬-এর বেশি এগোতে পারেননি। বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। শেষ পর্যন্ত ২৮ করে নট আউট থেকে যান তিনি। পন্থ আর জাডেজা অবশ্য পরে আর মাঠে নামতে পারেননি। দু’জনেরই স্ক্যান হয়েছে।

চোটে কাবু জাডেজা ও পন্থ
ছবি সৌঃ বিসিসিআই

হনুমা বিহারী, রবিচন্দ্রন অশ্বিন ও জশপ্রীত বুমরাদের রান আউট বেশ চাপে ফেলে দিয়েছে ভারতকে। কোনও টেস্ট ম্যাচে এ ভাবে তিনজনকে রান আউট হতে খুব বেশি দেখাও যায় না। ২০০৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ বার মোহালিতে হয়েছিল।

এখান থেকে ভারত কি ঘুরে দাঁড়াতে পারবে? তৃতীয় দিনের শেষ লাবুসেন আর স্মিথের নট আউট থেকে যাওয়া কিন্তু অস্ট্রেলিয়াকে স্বস্তিতে রাখছে। বলাই যায়, সিডনিতে এখন অ্যাডভান্টেজে টিম পেইনরাই।

Next Article