AUS vs NZ, T20 Highlights: সুপার-১২-র প্রথম ম্যাচে অজিদের বিরুদ্ধে ৮৯ রানের বিশাল জয় নিউজিল্যান্ডের
Australia vs New Zealand, T20 world Cup 2022 Live Score Updates: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) অস্ট্রেলিয়া (Australia) বনাম নিউজিল্যান্ড (New Zealand) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
সিডনি: আজ থেকে শুরু হল টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) সুপার টুয়েলভ পর্ব। গ্রুপ পর্ব থেকে এ বারের বিশ্বকাপের সুপার-১২ এ উঠেছে – শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও জিম্বাবোয়ে। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া (Australia) ও কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড (New Zealand)। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ২০০ রান তোলেন ডেভন কনওয়েরা। ২০১ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৭.১ ওভারে অল আউট হয়ে যায় গত বারের চ্যাম্পিয়নরা। ৮৯ রানের ব্যবধানে জিতেছে কিউয়িরা। গত বছর টি-২০ বিশ্বকাপের ফাইনালে কিউয়িদের হারিয়েছিল অস্ট্রেলিয়া। যার জন্য টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেননি উইলিয়ামসনরা। কিউয়িরা এ বার অজিদের হারিয়ে কাপযাত্রা শুরু করল।
Key Events
টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ২০০ রান তোলেন ডেভন কনওয়েরা। ২০১ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৭.১ ওভারে অল আউট হয়ে যায় গত বারের চ্যাম্পিয়নরা। ৮৯ রানের ব্যবধানে জিতেছে কিউয়িরা।
সুপার-১২-র প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সেই ম্যাচের সেরার পুরস্কার পেলেন ডেভন কনওয়ে। ৫৮ বলে অপরাজিত ৯২ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন কনওয়ে।
LIVE Cricket Score & Updates
-
উত্তেজক ম্যাচের শেষ মুহূর্ত
- শেষ ৬ বলে জয়ের জন্য ১৬ রান প্রয়োজন ছিল ভারতের।
- মহম্মদ নওয়াজের দ্বিতীয় বলে ১ রান নেন সদ্য ক্রিজে আসা দীনেশ কার্তিক।
- ওভারের তৃতীয় বলে আসে ২ রান।
- এরপর নো বলে ছক্কা হাঁকান বিরাট।
- এরপর একটি ওয়াইড বল।
- ফ্রি হিট থাকায় চতুর্থ বলে বোল্ড হলেও আউট হননি বিরাট।
- দৌড়ে তিন রান নিয়ে নেন বিরাট ও কার্তিক।
- জয়ের জন্য ২ বলে ২ রানের প্রয়োজন দাঁড়িয়েছিল ভারতের।
- ওভারের পঞ্চম বলে স্টাম্প আউট হন দীনেশ।
- ১৯.৫ ওভারে ক্রিজে নামেন অশ্বিন।
- শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ২ রানের।
- মহম্মদ নওয়াজ ওয়াইড বল করতেই পরিস্থিতি দাঁড়ায় ১ বলে ১ রান।
- শেষ বলে সিঙ্গল নিয়ে ম্যাচ জিতিয়ে দেন অশ্বিন।
-
ম্যাচের সেরা হলেন কে?
ম্যাচের সেরার পুরস্কার পেলেন ডেভন কনওয়ে। ৫৮ বলে অপরাজিত ৯২ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন কনওয়ে।
-
-
৮৯ রানের বড় ব্যবধানে জয় নিউজিল্যান্ডের
১৭.১ ওভারে ১১১ রান তুলে অল আউট অস্ট্রেলিয়া। ৮৯ রানের বড় ব্যনধানে জিতে গেল নিউজিল্যান্ড।
-
চ্যাম্পিয়নরা বিরাট বিপাকে
গত বারের চ্যাম্পিয়ন। ঘরের মাঠে বিশ্বকাপ। শুরুতেই বিপাকে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৮২ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে অস্ট্রেলিয়া। ম্যাথু ওয়েডকে ফেরালেন লকি ফার্গুসন।
-
১০ ওভারে অস্ট্রেলিয়া ৬২/৪
খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬২ রান তুলেছে অস্ট্রেলিয়া। ম্যাচ জিততে হলে গত বারের চ্যাম্পিয়নদের তুলতে হবে ৬০ বলে ১৩৯ রান।
-
-
মার্কাস আউট
মার্কাস স্টইনিসের উইকেট তুলে নিলেন মিচেল স্যান্টনার। ১৪ বলে ৭ রান করে মাঠ ছাড়লেন স্টইনিস।
-
পাওয়ার প্লে শেষ
- পাওয়ার প্লে-র খেলা শেষ।
- প্রথম ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৬ রান তুলেছে অস্ট্রেলিয়া।
- ম্যাচ জিততে হলে অজিদের তুলতে হবে এখনও ৮৪ বলে ১৬২ রান।
-
৫ ওভারে অস্ট্রেলিয়া ৩৪/৩
ক্রিজে মার্কাস স্টইনিস ও গ্লেন ম্যাক্সওয়েল। প্রথম ৫ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলেছে অজিরা। অস্ট্রেলিয়া তুলেছে ৩৪ রান।
-
মার্শ ফিরলেন ড্রেসিংরুমে
কিউয়ি সিনিয়র তারকা বোলার টিম সাউদি তুলে নিলেন মিচেল মার্শের উইকেট। ৪.৫ ওভারে মার্শের উইকেট হারাল অজিরা। ১২ বলে ১৬ রান করে মাঠ ছাড়লেন তিনি।
-
ফিঞ্চ আউট
অ্যারন ফিঞ্চের উইকেট তুলে নিলেন মিচেল স্যান্টনার। ১১ বলে ১৩ রান করে মাঠ ছাড়লেন অজি অধিনায়ক।
-
৩ ওভারে অস্ট্রেলিয়া ১৯/১
প্রথম ৩ ওভারের খেলা শেষ। এক উইকেট হারিয়ে প্রথম ৩ ওভারে ১৯ রান তুলেছে অজিরা। ম্যাচ জিততে হলে গত বারের চ্যাম্পিয়নদের তুলতে হবে ১০২ বলে ১৮২ রান।
-
বড় ধাক্কা অস্ট্রেলিয়ার
ইনিংসের দ্বিতীয় ওভারেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া। আউট ডেভিড ওয়ার্নার। অজি ওপেনারের উইকেট তুলে নিলেন টিম সাউদি। ৬ বলে ৫ রান করে মাঠ ছাড়লেন ওয়ার্নার।
-
রান তাড়ায় নামল অস্ট্রেলিয়া
জয়ের জন্য চাই ২০১ রান। পাহাড় প্রমাণ রানের লক্ষ্য তাড়া করতে নামল অস্ট্রেলিয়া। ইনিংসের সূচনায় অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার।
-
কিউয়িদের ইনিংস শেষ
- প্রথমে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ২০০ রান তুলল নিউজিল্যান্ড।
- গত বারের টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার টার্গেট ২০১।
-
কিউয়িদের ইনিংস বাকি ২ ওভারের
কিউয়িদের ইনিংসের ১৮ ওভার শেষ। ক্রিজে কনওয়ে-নিশাম। ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলেছে কিউয়িরা।
-
ফিলিপস আউট
জশ হ্যাজেলউড তুলে নিলেন গ্লেন ফিলিপসের উইকেট। কট অ্যান্ড বোল্ড হলেন ফিলিপস। ১০ বলে ১২ রান করে মাঠ ছাড়লেন ফিলিপস।
-
১৫ ওভারে নিউজিল্যান্ড ১৪৪/২
- খেলা বাকি আর ৫ ওভারের।
- ১৫ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ১৪৪ রান।
-
কেন আউট
১৩তম ওভারের শেষ বলে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনের উইকেট তুলে নিলেন অ্যাডাম জাম্পা। ২২ বলে ২৩ রান করে মাঠ ছাড়লেন কিউয়ি নেতা।
-
কনওয়ের হাফসেঞ্চুরি
১২.১ ওভারে অ্যাডাম জাম্পার বলে ছয় হাঁকিয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ডেভন কনওয়ে। ৩৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন কিউয়ি ওপেনার।
-
১০ ওভারে নিউজিল্যান্ড ৯৭/১
- প্রথম ১০ ওভারের খেলা শেষ
- শুরুর ১০ ওভারের মধ্যে ১ উইকেট হারিয়ে ৯৭ রান তুলেছে কিউয়িরা
- ক্রিজে ডেভন কনওয়ে এবং কেন উইলিয়ামসন
- কনওয়ে ব্যাটিং করছেন ২৮ বলে ৪২ রানে
- উইলিয়ামসন রয়েছেন ১৬ বলে ১২ রানে
-
পাওয়ার প্লে শেষ
- প্রথম ৬ ওভারের খেলা শেষ।
- পাওয়ার প্লে-তে ১ উইকেট হারালেও বলা চলে সফল হয়েছেন কিউয়িরা।
- ফিন অ্যালেনের উইকেট হারিয়ে ৬৫ রান তুলে ফেলেছে নিউজিল্যান্ড।
-
ফিন আউট
প্রথম ধাক্কা খেল নিউজিল্যান্ড। ফিন অ্যালেনের উইকেট তুলে নিলেন জশ হ্যাজেলউড। ১৬ বলে ৪২ রান করে মাঠ ছাড়লেন ফিন।
-
৩ ওভারে নিউজিল্যান্ড ৪৬/০
প্রথম ৩ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না হারিয়ে ৪৬ রান তুলেছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।
-
কিউয়িদের ইনিংস শুরু
নিউজিল্যান্ডের হয়ে ওপেনিংয়ে নামলেন ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। নতুন বল হাতে এগিয়ে এলেন মিচেল স্টার্ক।
-
অজিদের একাদশ
অস্ট্রেলিয়ার একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।
-
কিউয়িদের একাদশ
নিউজিল্যান্ডের একাদশ: ডেভন কনওয়ে (উইকেটকিপার), ফিন অ্যালেন, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্য়ান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ঈশ সোধি, টিম সাউদি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
-
টস আপডেট
সুপার-১২-র প্রথম ম্যাচে টসে জিতে শুরুতে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডকে ব্যাটিং করতে পাঠালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
-
গ্রুপ পর্ব থেকে কারা এসেছে কুড়ি-বিশের বিশ্বকাপের মূল পর্বে?
এক ঝলকে দেখে নিন কুড়ি-বিশের বিশ্বকাপের মূল পর্বে খেলবে যে চারটি দল…
পড়ুন বিস্তারিত: T20 World Cup 2022: টি২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে উঠল কোন চার দল?
-
সুপার টুয়েলভের প্রথম দিন জোড়া ম্যাচ
আজ থেকে শুরু হচ্ছে সুপার টুয়েলভ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আফগানিস্তান।
Day one of the Super 12 ?
An exciting day of cricket with a rematch of the last #T20WorldCup final followed by England taking on Afghanistan.#AUSvNZ | #ENGvAFG pic.twitter.com/HC93ISH8KX
— T20 World Cup (@T20WorldCup) October 22, 2022
-
এক নজরে হেড টু হেড
হেড টু হেডে নজর দিলে চোখে পড়বে এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে মোট ১৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ১০ বার এবং নিউজিল্যান্ড জিতেছে ৫ বার।
Published On - Oct 22,2022 11:30 AM