Babar Azam: ভিডিয়ো: চোট লাগল শাহিনের, ম্যাচের মাঝে হঠাৎ ‘ডাক্তারি’ বাবর আজমের
Watch Video: অজিদের বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে হঠাৎ করেই পাক পেসার শাহিন আফ্রিদি (Shaheen Afridi) বাঁ হাঁতের বুড়ো আঙুলে চোট পান। সঙ্গে সঙ্গে শাহিনকে উদ্ধার করতে এগিয়ে আসেন বাবর আজম (Babar Azam)। তাঁর ডাক্তারিতেই কার্যত সেরে ওঠেন শাহিন!
কলকাতা: ছিলেন ক্রিকেটার, হলেন ডাক্তার। শুনে অবাক লাগতেই পারে। কিন্তু ২২ গজে হয়েছে এমনটাই। ঘটনাটি ঘটেছে পারথে। অস্ট্রেলিয়া ও পাকিস্তানের তৃতীয় ওডিআই ম্যাচ চলাকালীন। হঠাৎ করেই পাক পেসার শাহিন আফ্রিদি (Shaheen Afridi) বাঁ হাঁতের বুড়ো আঙুলে চোট পান। সঙ্গে সঙ্গে শাহিনকে উদ্ধার করতে এগিয়ে আসেন বাবর আজম (Babar Azam)। তাঁর ডাক্তারিতেই কার্যত সেরে ওঠেন শাহিন! সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।
অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালীন ২৬তম ওভারে শন অ্যাবট পাক পেসার শাহিনের এক ডেলিভারিতে ডিপ মিড উইকেটে মারেন। সেখানে থাকা ফিল্ডার বলটি ছোড়ার পর বাউন্স খেয়ে নন স্ট্রাইকার এন্ডে থাকা শাহিন আফ্রিদির বাঁ হাতের বুড়ো আঙুলে সজোরে লাগে। বল হাতে লাগার পর শাহিনের চোখে-মুখে ফুটে ওঠে যে তিনি বেশ ভালোই ব্যাথা অনুভব করছেব। সঙ্গে সঙ্গে হাঁটু মুড়ে বসে পড়েন তিনি। সেই সময় বাবর এগিয়ে আসেন শাহিনের কাছে। এবং তাঁর বুড়ো আঙুল মালিশ করে দেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সোশ্যাল মিডিয়া সাইটে সেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘ডাক্তার বাবর কাজ করছেন।’ ওই ঘটনা ঘটার সময় ধারাভাষ্যকাররা শাহিনের চোট নিয়ে আশঙ্কা প্রকাশ করছিলেন। টিমের ফিজিয়ো মাঠে না আসা অবধি শাহিনের আঙুলে মালিশ করতে থাকেন বাবর। ফিজিয়ো ট্রিটমেন্ট করার পর আবার বোলিং শুরু করেন শাহিন।
Dr Babar is on the case! 👨⚕️#AUSvPAK pic.twitter.com/FupHfqon3p
— cricket.com.au (@cricketcomau) November 10, 2024
জশ ইংলিশের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে ১৪০ রানে অল আউট। অজিদের বিরুদ্ধে এই ম্যাচে ৩টি করে উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি ও নাসিম শাহ। ২ উইকেট হ্যারিস রউফ ও ১টি মহম্মদ হাসনাইনের। এই ম্যাচ ৮ উইকেটে জিতেছে পাকিস্তান।