BBL Match Called Off: বিপজ্জনক পিচ, ম্যাচ পরিত্যক্ত ঘোষণা আম্পায়ারদের
Big Bash League Unsafe Pitch: অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে আজ মুখোমুখি হয় মেলবোর্ন রেনেগাডস ও পারথ স্কর্চার্স। পিচ শুকনো রাখার মরিয়া চেষ্টা করেছিলেন মাঠ কর্মীরা। পিচে কভার দেওয়া থাকলেও রাতভর এতটাই বৃষ্টি হয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়নি। যে কারণেই অদ্ভূত আচরণ করছিল পিচ। মেলবোর্ন রেনেগাডস ক্যাপ্টেন নিক ম্যাডিসন টসের সময় বলেন 'পিচ পুরোপুরি ভেজা'।

মেলবোর্ন: সাদা বলে এত সুইং! অবাক হওয়ারই কথা। কখনও বা বল উঠছি কাঁধের উচ্চতায়, অনেক ক্ষেত্রে নেমে যাচ্ছে হাঁটু অবধি। ইনসুইং-আউট সুইং। বোলারও বিশ্বাস করে উঠতে পারছেন না। এর বেশির ভাগ ঘটনাই যে পিচের জন্য, বুঝে উঠতে কিছুটা সময় লেগেছিল। উইকেটের পিছনে কুইন্টন ডি ককের মতো কিপারও অবাক সুইং দেখে। ব্যাটার কথা বলেন আম্পায়ারের সঙ্গে। অনফিল্ড আম্পায়াররা আলোচনার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণার সিদ্ধান্ত নেন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে আজ মুখোমুখি হয় মেলবোর্ন রেনেগাডস ও পারথ স্কর্চার্স। পিচ শুকনো রাখার মরিয়া চেষ্টা করেছিলেন মাঠ কর্মীরা। পিচে কভার দেওয়া থাকলেও রাতভর এতটাই বৃষ্টি হয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়নি। যে কারণেই অদ্ভূত আচরণ করছিল পিচ। মেলবোর্ন রেনেগাডস ক্যাপ্টেন নিক ম্যাডিসন টসের সময় বলেন ‘পিচ পুরোপুরি ভেজা’। সে কারণেই টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।
পারথ স্কর্চার্স ৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০ রান তোলে। টি-টোয়েন্টি ক্রিকেটে যা খুবই কম স্কোর। আম্পায়াররা ভালো ভাবে পিচ পরীক্ষা করেন। আলোচনার পর ম্যাচ পরিত্যক্ত বাধ্য হন। এমন বিপজ্জনক পিচে গুরুতর চোট আঘাতের ঝুঁকি থাকেই। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘খুবই হতাশা জনক পরিস্থিতি। এটা নিয়ে পর্যালোচনা করা হবে। ক্রিকেটার এবং সমর্থকদের জন্য ম্য়াচ ভেস্তে যাওয়াটা নিঃসন্দেহে হতাশার।’
পিচে অতিরিক্ত সিম মুভমেন্ট দেখে আম্পায়ারকে জানান জশ ইংলিশ। সদ্য ভারত সফরে টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছেন জশ। বিবিএলে এ দিনের ম্যাচে ৭ বলে ৩ রানে ক্রিজে ছিলেন তিনি। উল্টোদিকে ২৩ বলে ২০ রানে খেলছিলেন অ্যারন হার্ডি। আম্পায়ার বেন ট্রেলরও সিম মুভমেন্ট দেখে অস্বস্তিতে পড়েন। বাধ্য হন পিচ পরীক্ষা করতে।





