২৪ ডিসেম্বর বোর্ডের এজিএম, আইপিএলের নতুন ২ দল নিয়ে আলোচনা

sushovan mukherjee |

Dec 03, 2020 | 5:04 PM

আমেদাবাদ থেকে আসতে পারে আইপিএলের নতুন দল। অপর দলটি আসতে পারে লখনউ,কানপুর অথবা পুনে থেকে ।

২৪ ডিসেম্বর বোর্ডের এজিএম, আইপিএলের নতুন ২ দল নিয়ে আলোচনা
২৪ ডিসেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভা। ছবি-জয় শাহের টুইটার।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: আইপিএলে নতুন দুটো টিম নেওয়া হবে? ২০২৮ সালের লস অ্যাঞ্জেলিস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভূক্তি নিয়ে কী মতামত? আইসিসিতে কে করবেন প্রতিনিধিত্ব? এমন একগুচ্ছ বিষয় নিয়ে ২৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা বোর্ডের।

আমেদাবাদ সহ আরও একটি জায়গা থেকে দুটো আইপিএল টিম বাড়ানোর কথা ভাবছে বিসিসিআই। আদানি গ্রুপ ও সঞ্জীব গোয়েঙ্কার আরপিজি এই দুটো টিমের ফ্র্যাঞ্চাইজি কেনার ব্যাপারে আগ্রহও প্রকাশ করেছেন। আরপিজি এর আগে আইপিএলের দু’বছরের জন্য রাইজিং পুনে সুপারজায়েন্টসের মালিকও ছিল। সেই সঙ্গে আরও কিছু নামী সংস্থা আইপিএল টিম কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। আগামী আইপিএলে দুটো নতুন টিম নেওয়া হবে কিনা, তা নিয়ে আলোচনা করবেন সদস্যরা।

ওই সভাতেই ঠিক করা হবে তিনজন জাতীয় নির্বাচক। বাংলার দেবাং গান্ধী সহ শরণদীপ সিং, যতীন পরাঞ্জপেদের সময়সীমা শেষ হলেও করোনার জন্য নতুন নির্বাচক বাছা যায়নি। বার্ষিক সভায় এটা বোর্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হিসেবে ধরা হচ্ছে।

আরও পড়ুন:ক্যানবেরা থেকেই ছন্দ খুঁজছেন বিরাটরা

এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে বোর্ডের প্রতিনিধিও বাছা হবে। তবে যত দূর শোনা যাচ্ছে, বিসিসিআই সচিব জয় শাহই গ্লোবাল কমিটিতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। সেই সঙ্গে বেছে নেওয়া হবে বোর্ডের নতুন ভাইস প্রেসিডেন্টও। মহীম ভার্মার পদত্যাগের পর ওই পদ অনেক দিন শূন্য।

বার্ষিক সাধারণ সভাতেই আলোচনা হবে ভারতের ফিউচার ট্যুর ক্যালেন্ডার নিয়েও। আগামী আইপিএল তো বটেই, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়েও কথা হবে। ২০২৮ সালের লস অঞ্জেলিস অলিম্পিকে অন্যান্য খেলার সঙ্গে অন্তর্ভূক্ত করা হতে পারে ক্রিকেটকেও। তা নিয়ে বিসিসিআইয়ের কী মতামত, তা জানতে চায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ওই বিষয় নিয়েও আলোচনা হবে।

Next Article