আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন জয় শাহ। এত দিন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব ছিলেন তিনি। জয় শাহ আইসিসি-তে যাওয়ায় বোর্ড সচিবের পদ খালি ছিল। কাকে এই পদে বসানো হবে তা নিয়ে জোর জল্পনাও ছিল। ভেসে আসছিল বেশ কিছু নাম। আপাতত অন্তর্বর্তী সময়ের জন্য সচিবের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি তথা ৮৩’র বিশ্বজয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য রজার বিনি বোর্ড সচিব হিসেবে ঘোষণা করেছেন দেবজিৎ সইকিয়ার নাম।
অসম ক্রিকেট সংস্থার দেবজিৎ সইকিয়া ভারতীয় বোর্ডের যুগ্মসচিবের দায়িত্ব পালন করছেন। রজার বিনি বোর্ডের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে দেবজিৎ সইকিয়াকে সচিব হিসেবে ঘোষণা করেন। যতক্ষণ না স্থায়ী ভাবে কাউকে বোর্ড সচিবের দায়িত্ব দেওয়া হচ্ছে, অন্তর্বর্তী সময়ে কাউকে দায়িত্ব দেওয়া যেতেই পারে। বোর্ডের সংবিধানে মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রজার বিনির সেই চিঠিতে বোর্ডের সংবিধানের ৭(১) (D) অনুচ্ছেদের কথা বলা রয়েছে।
দেবজিৎ সইকিয়াকে দেওয়া চিঠিতে বোর্ড সভাপতি রজার বিনি একটা জায়গায় লিখেছেন, ‘বোর্ডের সংবিধান মেনেই এই দায়িত্ব দেওয়া হল। যতদিন না নতুন স্থায়ী সচিব ঠিক হচ্ছে, ততদিন আপনিই দায়িত্বে থাকবেন।’ এখনও অবধি যা খবর, আগামী বছর সেপ্টেম্বর বোর্ড সচিবেক অন্তবর্তী দায়িত্বে থাকবেন দেবজিৎ সইকিয়াই। এরপর স্থায়ী সচিব ঠিক হতে পারে।