BCCI Central Contracts 2024-25: বোর্ডের চুক্তিতে শ্রেয়স-ঈশানের প্রত্যাবর্তন, বিরাট-রোহিতদের কি ‘ডিমোশন’?

দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছিল যে কবে বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ হবে। সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজার ডিমোশন হতে পারে বলে শোনাও যাচ্ছিল।

BCCI Central Contracts 2024-25: বোর্ডের চুক্তিতে শ্রেয়স-ঈশানের প্রত্যাবর্তন, বিরাট-রোহিতদের কি ডিমোশন?
বোর্ডের চুক্তিতে শ্রেয়স-ঈশানের প্রত্যাবর্তন, বিরাট-রোহিতদের কি 'ডিমোশন'?Image Credit source: Pankaj Nangia/Gallo Images/Getty Images

Apr 21, 2025 | 2:32 PM

কলকাতা: অবশেষে যাবতীয় জল্পনার অবসান। দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছিল যে কবে বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ হবে। সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজার ডিমোশন হতে পারে বলে শোনাও যাচ্ছিল। পাশাপাশি শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণ ফের বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে ফেরেন কিনা, তা নিয়ে কম আলোচনা হয়নি। এ বার সমস্ত জল্পনা-কল্পনার অবসান। ১ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ এই সময়কালের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করা হয়েছে। তাতে খুশির খবর ভারতের দুই ‘অবাধ্য’ ক্রিকেটারের জন্য। কারণ, শ্রেয়স ও ঈশান আবার ফিরেছেন বোর্ডের চুক্তিতে। কোন ক্রিকেটার রয়েছেন কোন ক্যাটেগরিতে? জেনে নিন বিস্তারিত।

গত মরসুমে বিসিসিআইয়ের নির্দেশ না মানার কারণে বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছিলেন শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণ। ঘরোয়া ক্রিকেটে তাঁরা খেলতে চাননি, যে কারণে তাঁদের অবাধ্য ক্রিকেটারের তকমাও জোটে। এ বার দুই তরুণ ক্রিকেটার ফিরলেন ফের বোর্ডের চুক্তিতে। বিসিসিআইয়ের কেন্দ্রীয় বার্ষিক চুক্তি অনুযায়ী শ্রেয়স আইয়ার বি ক্যাটেগরিতে জায়গা পেয়েছেন। আর ঈশান কিষাণ ফিরেছেন সি ক্যাটেগরিতে।

বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে প্রোমোশন হয়েছে দেশের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থের। তিনি ২০২৩-২৪ মরসুমে বি গ্রুপে নেমেছিলেন। কারণ, তিনি সে বার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে খেলতে পারেননি। তিনি এ বার এ ক্যাটেগরিতে জায়গা করে নিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ফলে ক্রিকেট মহলে বলা হচ্ছে, তাঁর জায়গাতেই এ ক্যাটেগরিতে উঠে এসেছেন পন্থ।

বিসিসিআইয়ের নতুন কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে বিরাট, রোহিত, জাডেজার কোনও ডিমোশন হয়নি। তাঁরা তিনজন এ+ গ্রেডেই রয়েছেন। সঙ্গে এখানে আছেন জসপ্রীত বুমরাও। এ ক্যাটেগরিতে ঋষভ পন্থ ছাড়া রয়েছেন – মহম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমন গিল, হার্দিক পান্ডিয়া ও মহম্মদ সামি।

বি ক্যাটেগরিতে শ্রেয়স আইয়ার ছাড়া রয়েছেন সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল। গ্রেড সি-তে থাকা ক্রিকেটাররা হলেন- রিঙ্কু সিং, তিলক ভার্মা, ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণ, রজত পাতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডি, ঈশান কিষাণ, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা। মোট ৩৪ জন ক্রিকেটার বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতে জায়গা পেয়েছেন।