কলকাতা: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final 2023) ব্যর্থতার পর ফের একবার নেতৃত্ব প্রসঙ্গ উঠে এসেছে। টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নেমে রোহিত ব্রিগেডের মধ্যে সেই আগ্রাসন দেখা যায়নি, যা বিরাটের নেতৃত্বকালে দেখা যেত। ক্রিকেট বিশেষজ্ঞ থেকে সাধারণ সমর্থকরা বলছেন, বিরাট অধিনায়ক থাকলে অস্ট্রেলিয়ার কাছে এভাবে অসহায় আত্মসমর্পণ করত না ভারত। কমপক্ষে লড়াই করার মানসিকতা দেখা যেত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ফের একবার বিরাট কোহলি (Virat Kohli) ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মধ্যে নেতৃত্ব নিয়ে পুরনো বিবাদের ঘা খুঁচিয়ে তুলেছে। অকপটে যার উত্তর দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট জানিয়েছেন, বিরাটের টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়া একেবারেই অপ্রত্যাশিত ছিল। বোর্ডের কেউই এই বিষয়ে জানতেন না। হঠাৎ সরে দাঁড়ানোয় সেই মুহূর্তে টেস্ট ফরম্যাটের নেতৃত্ব তুলে দেওয়ার জন্য সেরা বিকল্প ছিলেন রোহিত শর্মা। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
বিরাট কোহলি এমন একটা সময়ে টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়েছিলেন যখন বোর্ডের সঙ্গে তাঁর তীব্র সংঘাত চলছে। ২০২১ টি-২০ বিশ্বকাপের পর বিরাট কুড়ি বিশের ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। এরপর বিরাটকে ওডিআই ফরম্যাটের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। যত সমস্যার শুরু হয় সেখান থেকে। বিরাট কোহলি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে বিবাদ প্রকাশ্যে চলে আসে। ঘটনা অপ্রত্যাশিত মোড় নেয় যখন ২০২২ সালের ১৬ জানুয়ারি টেস্ট ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারের ২৪ ঘণ্টার মধ্যে নেতৃত্ব ছাড়েন বিরাট। আজ তক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, “কোহলি যে নেতৃত্ব ছেড়ে দেবে, বিসিসিআই এর জন্য মোটেও প্রস্তুত ছিল না। দক্ষিণ আফ্রিকা সফরের পর এই সিদ্ধান্ত অপ্রত্যাশিত ছিল।”
বিরাটের দাবি ছিল, হঠাৎ তাঁর ওডিআই ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হয়। এই সিদ্ধান্তের আগে কোনওরকম আলোচনা করা হয়নি। সেই অভিমান থেকেই কি তড়িঘড়ি টেস্ট ফরম্যাটের নেতৃত্ব ছেড়েছিলেন বিরাট? সৌরভ বলছেন, “এটা শুধুমাত্র বিরাট বলতে পারবেন। বিরাট কোহলি এখন আর টেস্ট ক্যাপ্টন নন। তাই এসব নিয়ে আলোচনার কোনও কারণ নেই। নির্বাচকদের একজনকে ক্যাপ্টেন হিসেবে বেছে নিতেই হত। সেই সময়ে রোহিতই ছিলেন সেরা বিকল্প।”