AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টি-২০ বিশ্বকাপ নিয়ে বোর্ডকে সময় আইসিসির

এদিকে মঙ্গলবার আইসিসির সভায় ফিউচার ট্যুর এন্ড প্রোগ্রাম সাইকেল নিয়ে আলোচনা হবে। ২০২৩-২০৩১ এই ৮ বছরে আইসিসির কি কি পরিকল্পনা আছে, সে ব্যাপারে আলোচনা হবে সভায়।

টি-২০ বিশ্বকাপ নিয়ে বোর্ডকে সময় আইসিসির
টি-২০ বিশ্বকাপ নিয়ে বোর্ডকে সময় আইসিসির
| Updated on: May 31, 2021 | 2:03 PM
Share

নয়াদিল্লি: মঙ্গলবার আইসিসির (ICC) বৈঠকে টি-টোয়েন্টি (T-20) বিশ্বকাপের (World Cup) ভাগ্য নির্ধারণ হবে না। আইসিসির কাছ থেকে ইতিমধ্যেই এক মাস সময় চেয়ে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। কয়েকদিন দেখার পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে আইসিসিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বোর্ড। কোভিড পরিস্থিতির জন্য মাঝপথে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল (IPL)। পরবর্তী আইপিএল হবে আমিরশাহিতে। যদিও বোর্ডের তরফ থেকে ব্যাখ্যা করা হয়, ওই সময় ভারতে বৃষ্টির সম্ভাবনা থাকায় আমিরশাহিতে আইপিএল চোদ্দর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

প্রথমে ঠিক ছিল, আইসিসির সভায় স্বশরীরে হাজির থাকবেন বোর্ড প্রেসিডেন্ট (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তবে শেষ পর্যন্ত ভার্চুয়ালিই আইসিসির সভায় থাকবেন বিসিসিআই সভাপতি। বুধবার সংযুক্ত আরব আমিরশাহি উড়ে যাবেন তিনি। সেখানে আইপিএল (IPL) নিয়ে এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করবেন সৌরভ।

১ জুলাই বোর্ডের পরবর্তী এসজিএম। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সেই সভাতেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বোর্ড। ১৮ জুলাই আইসিসির বার্ষিক কনফারেন্স রয়েছে। সেই কনফারেন্সেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক দেশের চূড়ান্ত নাম ঘোষণা করবে আইসিসি। ভারতে যদি বিশ্বকাপ আয়োজন সম্ভব হয়, তাহলে কোনও অসুবিধে নেই। এমনকি ব্যাক আপ ভেনু হিসেবেও আমিরশাহিকে বেছে রেখেছে বোর্ড। অর্থাত্ সেখানে বিশ্বকাপ হলেও, তার দায়িত্বে থাকবে বিসিসিআই। এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে সে ব্যাপারেও কথা বলবেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

এদিকে মঙ্গলবার আইসিসির সভায় ফিউচার ট্যুর এন্ড প্রোগ্রাম সাইকেল নিয়ে আলোচনা হবে। ২০২৩-২০৩১ এই ৮ বছরে আইসিসির কি কি পরিকল্পনা আছে, সে ব্যাপারে আলোচনা হবে সভায়। পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও আলোচনা হবে বৈঠকে।

আরও পড়ুন: সুশীলকে হরিদ্বার নিয়ে গেল ক্রাইম ব্রাঞ্চ