Ashes Series: টানা ৪ নো বল, অ্যাসেজে বিতর্কে জড়ালেন বেন স্টোকস

আম্পায়ারের গাফিলতিতে অ্যাসেজে বিতর্কের কেন্দ্রে বেন স্টোকস (Ben Stokes)।

Ashes Series: টানা ৪ নো বল, অ্যাসেজে বিতর্কে জড়ালেন বেন স্টোকস
Ashes Series: টানা ৪ নো বল, অ্যাসেজে বিতর্কে জড়ালেন বেন স্টোকস
Follow Us:
| Edited By: | Updated on: Dec 09, 2021 | 1:46 PM

ব্রিসবেন: চলতি অ্যাসেজে (Ashes) বিতর্কে জড়ালেন ইংল্যান্ডের (England) অল-রাউন্ডার বেন স্টোকস (Ben Stokes)। আজ, বৃহস্পতিবার অ্যাসেজের দ্বিতীয় দিন টানা চারটি নো বল করেন স্টোকস। আর তাঁর প্রথম তিনটি বল নজরেই পড়ল না আম্পায়ারের। তবে স্টোকসের চতুর্থ বলে ডেভিড ওয়ার্নার (David Warner) আউট হতেই রিপ্লেতে দেখা যায় সেই বলটিও নো বল। তার পরেই টেলিভিশন রিপ্লেতে দেখা যায় ওই ওভারে স্টোকসের করা বাকি তিনটি বলও নো-বল ছিল। কিন্তু সেগুলি আম্পায়ারের চোখ এড়িয়ে যায়। যা ঘিরে এখন তৈরি হয়েছে তীব্র বিতর্ক।

কিন্তু কীভাবে এই ঘটনাটি ঘটল?

ম্যাচের ১২তম ওভারে স্টোকসের প্রথম ডেলিভারি ছিল নো বল। সেই সময় ক্রিজে ছিলেন মার্নাস লাবুশান ও ডেভিড ওয়ার্নার। অজিদের স্কোর ছিল ১ উইকেটে ৩৭। স্টোকসের সেই ওভারের পর পর তিনটি বল নো-বল ছিল। চতুর্থ বলে ওয়ার্নার আউট হওয়ার পর রিপ্লেতে নজরে পড়ে, সেটিও নো বল ছিল। তার পরই দেখা যায়, সেই ওভারে স্টোকসের করা প্রথম চারখানা বলই নো-বল। আম্পায়ারের ত্রুটি হলেও বিতর্কের কেন্দ্রে কিন্তু সেই স্টোকস।

স্টোকসের এই টানা চার নো-বলের জন্য আম্পায়ারকেই দুষছেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। তিনি বলেন, ‘কেউ যদি এগুলো পর্যবেক্ষণ করার পরেও নো-বল না দেয়, তা হলে সেটা কিন্তু খুবই দুঃখজনক। আমার তো মনে হয়, এগুলো নো-বলই ছিল। ওভারের প্রথম বলটিই যদি আম্পায়ার ধরিয়ে দিতেন, তা হলে হয়তো স্টোকস নিজেকে শুধরে নিতে পারত।’

পন্টিংয়ের পাশাপাশি অস্ট্রেলিয়ার আম্পায়ার সাইমন টোফেলও মাঠের আম্পায়ারদের এই সিদ্ধান্তে অবাক হয়ে গিয়েছেন। তিনি বলেন, ‘এখন তো প্রযুক্তির সাহায্যে সব বল পর্যবেক্ষণ করার কথা। আমি বুঝতে পারছি না, কেন এই বলগুলো পর্যবেক্ষণ করা হল না। মাঠের আম্পায়ারদের সাহায্য করার জন্য এখন তো আইসিসির প্রযুক্তিবিদরাও রয়েছেন।’

আরও পড়ুন: ইউটিউব আলোতে দিশা খুঁজছেন প্রাক্তনরা

আরও পড়ুন: Rahul Dravid: কড়া হাতে হাল ধরার বার্তা, কুম্বলে জমানার নিয়ম ফেরালেন হেড স্যার রাহুল

আরও পড়ুন: IPL 2022: ‘আমার কেরিয়ারে বড় অবদান রয়েছে ধোনির’, বললেন ব্র্যাভো