IND vs AUS: পারথে ক্যাপ্টেন বুমরা, গোলাপি টেস্টে ফিরছেন রোহিত!

Border-Gavaskar Trophy: এর আগে ইংল্যান্ডে একটি টেস্টে বুমরা নেতৃত্ব দিয়েছিলেন। রোহিত না থাকায় টপ অর্ডারেও চাপ বাড়ছে। যশস্বীর সঙ্গে ওপেনার কে, এই প্রশ্ন জোরালো। তার অন্যতম কারণ, শুভমন গিলের চোট।

IND vs AUS: পারথে ক্যাপ্টেন বুমরা, গোলাপি টেস্টে ফিরছেন রোহিত!
Image Credit source: PTI FILE
Follow Us:
| Updated on: Nov 17, 2024 | 9:31 PM

পারথ টেস্টে নেই রোহিত শর্মা। ২২ নভেম্বর শুরু ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম দুটির মধ্যে কোনও এক ম্যাচে রোহিতকে পাওয়া যাবে না, এমন সম্ভাবনা ছিল। সদ্য দ্বিতীয় সন্তানের পিতা হয়েছেন রোহিত। আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। সিরিজের দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে। সেটি গোলাপি বলে দিন-রাতের ম্যাচ। তার আগে গোলাপি বলে ভারতের একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে। সূত্রের খবর, প্রস্তুতি ম্যাচের আগেই টিমের সঙ্গে যোগ দেবেন রোহিত শর্মা। পারথে ভারতকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা।

ভারতীয় বোর্ডের তরফে সরকারি ভাবে এখনও জানানো হয়নি। তবে রোহিতকে প্রথম টেস্টে পাওয়া যাচ্ছে না। ভাইস ক্যাপ্টেন করা হয়েছে জসপ্রীত বুমরাকে। স্বাভাবিক ভাবেই রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন বুমরা। এর আগে ইংল্যান্ডে একটি টেস্টে বুমরা নেতৃত্ব দিয়েছিলেন। রোহিত না থাকায় টপ অর্ডারেও চাপ বাড়ছে। যশস্বীর সঙ্গে ওপেনার কে, এই প্রশ্ন জোরালো। তার অন্যতম কারণ, শুভমন গিলের চোট। সূত্রের খবর, পারথে শুভমনকে খেলানোর ঝুঁকি নেওয়া হচ্ছে না। সে কারণে ওপেনিংয়ের পাশাপাশি তিন নম্বর নিয়েও ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

ওপেনিংয়ে বিকল্প হিসেবে ছিলেন লোকেশ রাহুল ও অভিমন্যু ঈশ্বরণ। আপাতত যা পরিস্থিতি, যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে পারেন অভিমন্যু ঈশ্বরণ। বাংলার এই ব্যাটার প্রথম শ্রেনির ক্রিকেটে সাফল্য পেয়ে আসছেন। ভারত এ দলের হয়েও সাফল্য পেয়েছেন। এর আগে বাংলাদেশ এবং ইংল্যান্ড সফরে টেস্ট স্কোয়াডে জায়গা পেলেও অভিষেক হয়নি। বর্ডার-গাভাসকর ট্রফিতে টেস্ট অভিষেক হতে পারে অভিমন্যুর। তিন নম্বরে নামানো হতে পারে অভিজ্ঞ লোকেশ রাহুলকে।

ভারত তিন স্পেশালিস্ট পেসার ও দুই স্পিন বোলিং-অলরাউন্ডার অশ্বিন-জাডেজাকে নিয়ে কম্বিনেশন সাজাবে কিনা সেটাই দেখার। সেক্ষেত্রে মিডল অর্ডারে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে জায়গা মিলতে পারে ধ্রুব জুরেলের। দুই স্পেশালিস্ট পেসারের পাশাপাশি এক পেস বোলিং অলরাউন্ডার চাইলে নীতীশ রেড্ডিকে দেখা হতে পারে। আর তিন স্পেশালিস্ট পেসার, এক স্পিনার জাডেজা ও পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নীতীশের বিকল্পও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।