AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli vs Steve Smith: বিরাট কোহলি বনাম স্টিভ স্মিথ, ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথে পরিসংখ্যান যেমন…

Border-Gavaskar Trophy: ফ্যাব ফোরের দুই তারকা বিরাট কোহলি ও স্টিভ স্মিথের দিকেও। বিশ্বের অন্যতম সেরা দুই ব্যাটার কেমন পারফর্ম করবেন, তার উপরও সিরিজের ফল অনেকাংশে নির্ভর করবে। ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে এখনও অবধি এই দু-জনের পরিসংখ্যান কী বলছে?

Virat Kohli vs Steve Smith: বিরাট কোহলি বনাম স্টিভ স্মিথ, ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথে পরিসংখ্যান যেমন...
Image Credit: Bradley Kanaris/Getty Images/Cricket Australia Instagram
| Updated on: Nov 17, 2024 | 7:02 PM
Share

ফ্যাব ফোর। কেন উইলিয়ামসন, বিরাট কোহলি, স্টিভ স্মিথ এবং জো রুট। যদিও গত কয়েক বছরে জো রুট ছাড়া ধারাবাহিক ভাবে শিরোনামে ছিলেন না বাকিরা। সামনেই বর্ডার-গাভাসকর ট্রফি। ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে শুরু ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। নানা দিক থেকেই এই সিরিজ গুরুত্বপূর্ণ। প্রথমত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে এই সিরিজ অন্তত ৪-১ ব্যবধানে জিততেই হবে ভারতকে। পরিস্থিতি কার্যত এক অস্ট্রেলিয়ারও। আর দলীয় লড়াইয়ে নজর থাকবে ফ্যাব ফোরের দুই তারকা বিরাট কোহলি ও স্টিভ স্মিথের দিকেও। বিশ্বের অন্যতম সেরা দুই ব্যাটার কেমন পারফর্ম করবেন, তার উপরও সিরিজের ফল অনেকাংশে নির্ভর করবে। ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে এখনও অবধি এই দু-জনের পরিসংখ্যান কী বলছে?

দেখে নেওয়া যাক…

  1. বর্ডার-গাভাসকর ট্রফি অর্থাৎ ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথে ৩৫ ইনিংসে ১৮৮৭ রান করেছেন স্টিভ স্মিথ। ব্যাটিং গড় ৬৫.০৬। সেখানে বিরাট কোহলি ৪৮.২৬ গড়ে ৪২ ইনিংসে করেছেন ১৯৭৯ রান।
  2. ভারত-অস্ট্রেলিয়া টেস্টে ৮টি সেঞ্চুরি এবং পাঁচটি হাফসেঞ্চুরি করেছেন স্টিভ স্মিথ। বিরাট কোহলিও এক! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ৮টি সেঞ্চুরি এবং ৫টি হাফসেঞ্চুরি করেছেন কিং কোহলি।
  3. ভারতের বিরুদ্ধে টেস্টে এক ইনিংসে স্টিভ স্মিথের সর্বাধিক স্কোর ১৯২। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলির সর্বাধিক স্কোর ১৮৬।
  4. বর্ডার-গাভাসকর ট্রফিতে স্টিভ স্মিথ ২০৪টি বাউন্ডারি এবং ১০টি ছয় মেরেছেন। বিরাট কোহলি ২১৮টি বাউন্ডারি ও পাঁচটি ছয় মেরেছেন।
  5. বর্ডার-গাভাসকর ট্রফিতে দুটি ডাক (শূন্য) রয়েছে স্টিভ স্মিথের। বিরাট কোহলির রয়েছে তিনটি ডাক!