India Tour of Ireland: এজবাস্টন টেস্টে নেতৃত্ব দেবেন, কী বলছেন অধিনায়ক বুমরা…

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 30, 2022 | 9:21 PM

দলে এমন অনেকেই রয়েছে, যারা আগে নেতৃত্ব দিয়েছে, প্রয়োজনে তাদের পরামর্শ নেব।

India Tour of Ireland: এজবাস্টন টেস্টে নেতৃত্ব দেবেন, কী বলছেন অধিনায়ক বুমরা...
সাংবাদিক সম্মেলনে অধিনায়ক বুমরা।
Image Credit source: TWITTER

Follow Us

 

বার্মিংহাম: অনেক অপেক্ষা, জল্পনা, অনুমান। এরপর বেছে নেওয়া হল জসপ্রীত বুমরাকে। এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে জোহানেসবার্গে লোকেশ রাহুলের ডেপুটি ছিলেন। নেতৃত্ব দেওয়ার কোনও অভিজ্ঞতা নেই। এবার সরাসরি টেস্ট নেতৃত্ব! তাও আবার ইংল্যান্ডের বিরুদ্ধে। সিরিজে ২-১ এগিয়ে ভারত। সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের জন্য যেন প্রস্তুত ছিলেন জসপ্রীত বুমরা। হাসি মুখে বললেন, ‘প্রত্যেকেই দায়িত্ব নিতে চায়। আমিও সেই দলেই পড়ি। নেতৃত্বের ক্ষেত্রে, প্রত্যেকেরই শুরু হয়, তারপর ধীরে ধীরে উন্নতি করে। এমএস ধোনিও সরাসরি জাতীয় দলকেই নেতৃত্ব দিয়েছে। সবচেয়ে সফল অধিনায়ক এমএস। আমি শুধু ভাবছি, কীভাবে দলকে সাহায্য করা যায়। অতীতে কী করেছি, সেসব নিয়ে একেবারেই ভাবছি না।‘

একটা সময় জসপ্রীত বুমরাকে শুধুমাত্র টি ২০-র বোলার বলা হত। প্রথম শ্রেণির ক্রিকেট না খেলে সরাসরি আইপিএল এবং জাতীয় দলে। ব্যতিক্রমী বোলিং অ্যাকশন নজর কেড়েছিল। ধীরে ধীরে সাদা বলের ফরম্যাটে সেরা বোলার হয়ে ওঠা। টেস্ট ক্রিকেটে প্রবেশ, চোখ ধাধানো পারফরম্যান্স। অনেকেই বলেছিলন, এই অ্যাকশন নিয়ে বেশিদিন চলবে না। এবার জসপ্রীত বুমরা অধিনায়ক। বিকল্প আরও থাকলেও তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। বুমরা নিজের ভাবনা প্রসঙ্গে বলছেন, ‘আমি নিজে কোনওদিন এত কিছু ভাবিনি। আমাকে নিয়ে কে কী ভেবেছে, সেটা নিয়েও চিন্তিত নই। চেষ্টা করে গিয়েছি, নিজের খেলায় কীভাবে উন্নতি করা যায় এবং দলের জন্য অবদান রাখা যায়। নিজের উপর ভরসা রেখেছি। আমি যেভাবে এতটা দূর পৌঁছেছি, সেই প্রাথমিক দিক গুলোর উপর ভরসা রেখেছি। আগামী দিনেও সেটাই চেষ্টা করব।‘

বোলিং বিভাগের গুরুত্বপূর্ণ সদস্য, এবার অধিনায়ক। কী বলছেন বুমরা, ‘আমার ক্ষেত্রে বেশি কিছু পরিবর্তন হচ্ছে না। ভালো পারফর্ম করেই দলকে সাহায্য করতে হবে। আমাদের দলে দক্ষ ক্রিকেটার রয়েছে। অভিজ্ঞতা রয়েছে। আমি বোলিংয়ে যতটা সম্ভব দলকে সহযোগিতা করতে চাই। নেতৃত্বে আমাকে সাহায্য করার জন্য অনেকেই রয়েছে।‘

সরকারিভাবে আজই নেতৃত্বের বিষয়ে জানতে পেরেছেন, সাংবাদিক সম্মেলনে তেমনটাই বললেন বুমরা। বললেন, ‘আমরা রোহিতের রিপোর্টের অপেক্ষা করছিলাম। আজও পরীক্ষা করা হয়েছে। সেখানেও রিপোর্ট পজিটিভ এসেছে। তারপরই কোচের সঙ্গে কথা হয় এবং আমাকে জানানো হয়, এই টেস্টে নেতৃত্ব দেব। আলোচনায় ছিলই তবে সরকারিভাবে আমাকে আজই জানানো হয়।‘

ব্যাটসম্যান-ক্যাপ্টেনের অধীনে খেলেছেন। এবার বোলার-ক্যাপ্টেন। বুমরা বলছেন, ‘আমার কাছে সকলেই ক্রিকেটার। প্রত্যেকেই ম্যাচে ভূমিকা নেয়। ক্যাপ্টেন যেই হোক ম্যাচ জেতাই লক্ষ্য। দলে এমন অনেকেই রয়েছে, যারা আগে নেতৃত্ব দিয়েছে, প্রয়োজনে তাদের পরামর্শ নেব। বাড়তি কিছুই ভাবছি না।‘

 

Next Article