CSK vs RR : নিজের শহরে রয়্যালসের জয়ের নায়ক অশ্বিন, ম্যাচ শেষে দিলেন চমক!

Chennai Super Kings vs Rajasthan Royals Post Match: সঞ্জুর কথায়, 'মহেন্দ্র সিং ধোনি ক্রিজে। সুতরাং, কোনও ভাবেই এটা কল্পনায় আনাও সম্ভব নয় যে, ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে। ওঁকে নিয়ে অনেক পরিকল্পনা, রিসার্চ, অ্যানালিটিক্যাল টিমের সঙ্গে অনেক আলোচনা করেছি। মাঠেও অনেক কিছু ভেবেছি। ধোনির ক্ষেত্রে কোনও পরিকল্পনাই খাটে না।'

CSK vs RR : নিজের শহরে রয়্যালসের জয়ের নায়ক অশ্বিন, ম্যাচ শেষে দিলেন চমক!
Image Credit source: IPL
Follow Us:
| Edited By: | Updated on: Apr 13, 2023 | 4:29 AM

দীপঙ্কর ঘোষাল : আইপিএলে অন্যতম সেরা পারফরম্যান্স। গত কয়েক বছরেও ব্যক্তিগত ভাবে অশ্বিনের এটা সেরা পারফরম্যান্স বলাই যায়। চেন্নাইয়ের পিচ তাঁর চেয়ে ভালো কে বুঝবেন! রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন ভোলেননি। ব্যাটিংয়ে দল যখন চাপে, এগিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিনকে। একই ওভারে জোড়া ধাক্কার পর পাঁচ নম্বরে ক্রিজে অশ্বিন। ছন্দে থাকা জস বাটলারও শট খেলতে সমস্যায় পড়ছিলেন। অশ্বিন ২২ বলে ৩০ রানের একটি কার্যকরী ইনিংস খেলেন। শুধু তাই নয়, বোলিংয়ের ক্ষেত্রেও। দারুণ ছন্দে থাকা অজিঙ্ক রাহানেকে ফেরান অশ্বিন। মাঝের ওভারে শিবম দুবেকে ফিরিয়ে চেন্নাইয়ের চাপ বাড়ান। নিজের শহরে রাজস্থান রয়্যালসের জয়ের নায়ক হয়ে উঠলেন রবিচন্দ্রন অশ্বিনই। কী বলছেন ম্যাচের সেরার পুরস্কার জেতা অশ্বিন? বিস্তারিত TV9Bangla-য়।

রাজস্থান রয়্যালসের মাত্র ৩ রানের রুদ্ধশ্বাস জয়ের পর অশ্বিন বলেন, ‘ব্যাটিংয়ের ক্ষেত্রে আমি বোধ হয় সকলকে চমকে দিয়েছি। এই ভূমিকাই দেওয়া হয়েছিল আমাকে। নিজের দক্ষতা নিজে ভালো বুঝবো এটাই স্বাভাবিক। ব্যাটিংটা বরাবরই উপভোগ করি। ইনিংসের শুরু থেকেই প্যাড করে প্রস্তুত থাকি। এতে আমার কোনও অস্বস্তি নেই।’ অশ্বিন ব্যাটিং ওপেনও করেছেন বহু ম্যাচে। এ বারের আইপিএলেও এক ম্যাচে ওপেন করেছিলেন। বয়সভিত্তিক ক্রিকেটে মূলত ব্যাটার ছিলেন অশ্বিন। পরবর্তীতে বোলিং দক্ষতা বাড়ান। ফলে ব্যাটারদের সঙ্গে মানসিক ভাবেও খেলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই বিষয়টিই তুলে ধরলেন। অশ্বিন বলেন, ‘বোলিংয়ের পুরো বিষয়টিই মানসিক। অনেক বেশি ফ্লাইট দেওয়ার চেষ্টা করেছি। একটা ডেলিভারি হতে না হতেই দ্রুত আর একটা ডেলিভারি করার চেষ্টা করেছি।’

রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন বলেন, ‘প্রচুর শিশির ছিল। এই জয়ের কৃতিত্ব পুরো দলের। দুর্দান্ত একটা ম্যাচ। প্রত্যেকে ম্যাচের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। প্রত্যেকেই জিততে মরিয়া ছিল। এখান থেকে দারুণ স্মৃতি নিয়ে ফিরছি। এখান থেকে জিতেই ফিরতে চেয়েছিলাম। বল আটকে আসছিল।’ ম্যাচটা কী রাজস্থানের নিয়ন্ত্রণেই ছিল? সঞ্জুর কথায়, ‘মহেন্দ্র সিং ধোনি ক্রিজে। সুতরাং, কোনও ভাবেই এটা কল্পনায় আনাও সম্ভব নয় যে, ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে। ওঁকে নিয়ে অনেক পরিকল্পনা, রিসার্চ, অ্যানালাইসিস টিমের সঙ্গে অনেক আলোচনা করেছি। মাঠেও অনেক কিছু ভেবেছি। ধোনির ক্ষেত্রে কোনও পরিকল্পনাই খাটে না।’