CSK vs RR IPL Match Result : মাহির মাইলফলকের ম্যাচে হার সুপার কিংসের…

Chennai Super Kings vs Rajasthan Royals Match Report : হলুদ জার্সির গ্যালারিতে হতাশার বদলে বাড়তি উচ্ছ্বাস! কেন না, ব্যাট হাতে নামছেন মহেন্দ্র সিং ধোনি। প্রথম ম্যাচে ৭ বলে ১৪ রানে অপরাজিত ছিলেন। ঘরের মাঠে প্রথম ম্যাচে ধোনি নামেন ইনিংসের পাঁচ বল বাকি থাকতে। তিন বলে ১২ রানে ফেরেন।

CSK vs RR IPL Match Result : মাহির মাইলফলকের ম্যাচে হার সুপার কিংসের...
ব্যাটে-বলে রাজস্থানের জয়ের নায়ক অশ্বিন।Image Credit source: IPL
Follow Us:
| Edited By: | Updated on: Apr 13, 2023 | 1:10 AM

দীপঙ্কর ঘোষাল : রান তাড়ায় বেশ চাপে চেন্নাই সুপার কিংস। চিপকে সিএসকে চাপে, এমন দৃশ্য় কমই দেখা যায়। ডেভন কনওয়ে অর্ধশতরান করে গিয়ার বদলের প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু তিনি আউট হয়ে গেলেন। হলুদ জার্সির গ্যালারিতে হতাশার বদলে বাড়তি উচ্ছ্বাস! কেন না, ব্যাট হাতে নামছেন মহেন্দ্র সিং ধোনি। প্রথম ম্যাচে ৭ বলে ১৪ রানে অপরাজিত ছিলেন। ঘরের মাঠে প্রথম ম্যাচে ধোনি নামেন ইনিংসের পাঁচ বল বাকি থাকতে। তিন বলে ১২ রানে ফেরেন। গত ম্যাচে ওয়াংখেড়েতে ব্যাট হাতে নামতেই হয়নি মাহিকে। ব্য়াটার ধোনিকে দীর্ঘ সময় দেখার অপেক্ষায় ছিলেন সমর্থকরা। দল চাপে, কনওয়ে আউট, এ সবের চেয়েও আনন্দ দিল ধোনির নামা। শেষ ৩ ওভারে চেন্নাই সুপার কিংসের লক্ষ্য় দাঁড়ায় ৫৪ রান। ক্রিজে জাডেজার সঙ্গে ধোনি।  শেষ বলে প্রয়োজন ছিল ৫ রান। ‘ধোনি ফিনিশেস অফ ইন স্টাইল’ হল না। চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ রিপোর্ট TV9Bangla-য়।

ফরম্যাট যাই হোক, ক্যাচ মিস যে কোনও ম্যাচেরই রং বদলে দিতে পারে। চেন্নাই শিবিরে অস্বস্তি বাড়াল জোড়া ক্য়াচ মিস। দুটিই মইন আলি স্লিপে মিস করেন। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর মাইলফলকের ম্যাচ। চেন্নাই সুপার কিংসকে ২০০তম ম্যাচে নেতৃত্ব দিলেন মাহি। নতুন বলে ভালো শুরু সিএসকের। গত কয়েক ম্যাচে সুযোগ দিয়েছেন তুষার দেশপান্ডেকে। এই ম্যাচে সুযোগ দিলেন আর এক তরুণ পেসার আকাশ সিংকে। জস বাটলার-রবিচন্দ্রন অশ্বিন জুটির কাউন্টার অ্যাটাকে ম্যাচে ফেরে রাজস্থান রয়্যালস। অর্ধশতরান করেন বাটলার। অশ্বিন, দেবদত্ত পাডিকাল, হেটমায়ারদের অবদানে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৫ রান করে রাজস্থান রয়্যালস। গত ম্যাচের মতো অনবদ্য বোলিং রবীন্দ্র জাডেজার। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ২ উইকেট নেন।

রান তাড়ায় চেন্নাই সুপার কিংসের শুরুটা মন্থর। ছন্দে থাকা ঋতুরাজ গায়কোয়াড় ফেরেন মাত্র ৮ রানে। ডেভন কনওয়ের অ্যাঙ্কর ইনিংস। অজিঙ্ক রাহানে ১৯ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। পরপর শিবম দুবে, মইন আলি, অম্বতি রায়ডুদের উইকেট হারিয়ে ক্রমশ চাপে পড়ে চেন্নাই সুপার কিংস। ব্যাট হাতে রাজস্থানকে ভরসা দেওয়ার পর বোলিংয়েও অনবদ্য রবিচন্দ্রন অশ্বিন। তবে জাডেজার সঙ্গে ধোনি যোগ দিতে গ্য়ালারিতে উচ্ছ্বাস বাড়ে। আস্কিং রেট তখনও চেন্নাইয়ের অস্বস্তি।

শেষ ওভারে চেন্নাই সুপার কিংসের লক্ষ্য ছিল ২১ রান। ক্রিজে জাডেজা-ধোনি থাকায় জয়ের স্বপ্নে বিভোর চেন্নাইয়ের গ্যালারি। বল হাতে সন্দীপ শর্মা। স্ট্রাইকে মহেন্দ্র সিং ধোনি। ওভার শুরু করলেন দুটি ওয়াইড বলে। এরপর ডট বল। তারপরই ধোনির জোড়া ছক্কা। সিঙ্গল নিয়ে ম্যাচ জিইয়ে রাখেন ধোনি, জাডেজা। শেষ বলে প্রয়োজন ছিল ৫ রান। ধোনি স্ট্রাইকে। তাই স্নায়ুর চাপ ধরে রাখা কঠিন যে কোনও বোলারের পক্ষেই। দারুণ ইয়র্কারে সিঙ্গল দিলেন সন্দীপ শর্মা। মাত্র ৩ রানে রুদ্ধশ্বাস জয় রাজস্থান রয়্যালসের।