IPL 2023: নেটে ঝড় তুললেন রাসেল, সানরাইজার্স ম্যাচে কী পরিবর্তন কেকেআরের?

KKR vs SRH : ইডেনে অনুশীলনে রহমানুল্লা গুরবাজের সঙ্গে পাশাপাশি নেটে ব্য়াট করেন জেসন রয়। কেকেআরের আফগান প্লেয়ার গুরবাজ দারুণ ছন্দে রয়েছেন। তাঁকে বসানো কঠিন।

IPL 2023: নেটে ঝড় তুললেন রাসেল, সানরাইজার্স ম্যাচে কী পরিবর্তন কেকেআরের?
ইডেনে সানরাইজার্স ও কেকেআরের দুই ইংলিশ ক্রিকেটার হ্যারি ব্রুক-জেসন রয়।Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 12, 2023 | 10:31 PM

কলকাতা : এ বারের আইপিএলে প্রথম ম্য়াচেই পঞ্জাব কিংসের কাছে হেরেছিল কলকাতা নাইট রাইডার্স। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ভালো ছন্দে ছিলেন আন্দ্রে রাসেল। বাকি দুই ম্য়াচে কলকাতা নাইট রাইডার্স জিতলেও রান পাননি রাসেল। ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে গোল্ডেন ডাক, গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র ১ রান। বোলিংয়ে এখনও তাঁকে ব্যবহার করেনি কলকাতা নাইট রাইডার্স। রাসেলের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, রাসেলের পরিবর্তে ডেভিড উইজেকে কেন খেলানো হচ্ছে না! কলকাতা নাইট রাইডার্স টানা দু-ম্যাচ জেতায় শিবিরে স্বস্তি। শুক্রবার ঘরের মাঠে ম্য়াচ। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। তার আগে কেকেআর শিবিরে নানা মাথাব্য়াথা রয়েছে। বিস্তারিত TV9Bangla-য়।

বাংলাদেশের কিপার-ব্যাটার লিটন দাস ইতিমধ্যেই টিমের সঙ্গে যোগ দিয়েছেন। মঙ্গলবার সিসিএফসিতে কেকেআরের হাতে গোনা কয়েকজন অনুশীলন করেছিলেন। এ দিন ফুল স্কোয়াডের সঙ্গে ইডেন গার্ডেন্সে প্রস্তুতি শুরু করে দিলেন লিটন দাস। শুধু তাই নয়, আমেদাবাদেই স্কোয়াডে যোগ দিয়েছিলেন ইংল্য়ান্ডের বিধ্বংসী ব্যাটার জেসন রয়। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান আইপিএল থেকে সরে দাঁড়ানোয় তাঁকে সই করানো হয়। কিন্তু খেলানো হবে কোথায়! জেসন রয়কে সাই করানোর পর কলকাতা নাইট রাইডার্স কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলেছিলেন, জেসন রয় ইমপ্য়াক্ট প্লেয়ারের সেরা বিকল্প হতে পারেন। তার জন্য় অবশ্য় প্রথম একাদশে তিন বিদেশিকে রাখতে হবে।

এ দিন ইডেনে অনুশীলনে রহমানুল্লা গুরবাজের সঙ্গে পাশাপাশি নেটে ব্য়াট করেন জেসন রয়। কেকেআরের আফগান প্লেয়ার গুরবাজ দারুণ ছন্দে রয়েছেন। তাঁকে বসানো কঠিন। কেকেআর প্রথমে ব্য়াট করলে এবং জেসন রয়কে খেলানো হলে লকি ফার্গুসন সহ সুনীল নারিন কিংবা রাসেলের মধ্য়ে একজনকে বাইরে রেখে প্রথম একাদশ গড়তে হবে। বোলিংয়ের সময় পরিস্থিতি অনুযায়ী ইমপ্য়াক্ট প্লেয়ার হিসেবে লকি-নারিনের মধ্য়ে কাউকে নামানো যেতে পারে। প্রথমে ফিল্ডিং করলে পরিকল্পনা বদলাতে হবে। নেটে অবশ্য় ব্য়াটিংয়ে ঝড় তুললেন আন্দ্রে রাসেল। তাঁকে রাখা হলে রয়কে খেলানো মুশকিল। বাংলাদেশের কিপার ব্য়াটার লিটন দাসের ক্ষেত্রেও চিত্রটা একই। গুরবাজ যে ছন্দে রয়েছেন তাতে লিটনের খেলার সুযোগ আপাতত ক্ষীণ।