TV9 বাংলা ডিজিটাল: ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির প্রধান হলেন চেতন শর্মা। বৃহস্পতিবারই চেতন শর্মাকে নির্বাচক কমিটির প্রধান হিসাবে বেছে নিল মদন লালের নেতৃত্বাধীন ৩ সদস্যের উপদেষ্টা কমিটি। নির্বাচক কমিটিতে এলেন প্রাক্তন ক্রিকেটার আবে কুরুভিল্লা এবং দেবাশিস মোহান্তি। নির্বাচক কমিটিতে বাকি ২ সদস্য সুনীল যোশী এবং হরবিন্দর সিং।
Based on CAC’s recommendations Mr Chetan Sharma, Mr Abey Kuruvilla and Mr Debashish Mohanty have been appointed to the senior selection committee. Mr Sharma will be head the selection panel.
Details ? https://t.co/05nmQMBAVh pic.twitter.com/XIUDDiRGzY
— BCCI (@BCCI) December 24, 2020
মুম্বইয়ের অলরাউন্ডার অজিত আগরকরকে টেক্কা দিয়ে নির্বাচক কমিটির প্রধানের হটসিটে বসলেন চেতন শর্মা। ২৩ টেস্ট আর ৬৫ একদিনের ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি। বিশ্বকাপের মঞ্চে হ্যাটট্রিকও রয়েছে চেতন শর্মার। নির্বাচক কমিটিতে পূর্বাঞ্চলের প্রতিনিধিত্ব করবেন দেবাশিস মোহান্তি।
আরও পড়ুন:রাহানের ভারতকে ওড়াচ্ছেন ল্যাঙ্গার-ওয়ার্ন
এক বছর পর কমিটির সদস্যদের পারফরম্য়ান্স পর্যালোচনা করে বোর্ডকে রিপোর্ট দেবে উপদেষ্টা কমিটি।