কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে অভিষেক পূজারা-রিজওয়ানের
Cheteshwar Pujara and Mohammad Rizwan: কাউন্টি ক্রিকেটে এই নতুন ইন্দো-পাক জুটি কেমন পারফর্ম করে সেদিকে বিশেষ নজর থাকবে ভারত-পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের।
ডার্বি: কাউন্টি ক্রিকেটে (County cricket) আজ সাসেক্সের (Sussex) হয়ে অভিষেক হল ভারত ও পাকিস্তানের দুই সিনিয়র প্লেয়ারের। ভারতের টেস্ট দলের ক্রিকেটার চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) এবং পাকিস্তানের সিনিয়র দলের নিয়মিত সদস্য মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan) আজ, বৃহস্পতিবার সাসেক্সের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেছেন ডার্বিশায়ারের বিরুদ্ধে। ভিসা সমস্যার জটিলতাজনিত কারণে মরসুমের প্রথম ম্যাচে খেলতে পারেননি পূজারা। তবে কাউন্টি ক্রিকেটে এই প্রথমবার খেলছেন না পূজারা। এর আগে ইয়র্কশায়ার, নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছেন পূজারা। তবে পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার রিজওয়ান এই প্রথমবার কাউন্টি ক্রিকেটে খেলছেন।
Debut day for these two. ? pic.twitter.com/mT6rerYMRu
— Sussex Cricket (@SussexCCC) April 14, 2022
ডার্বিশায়ারের বিরুদ্ধে সাসেক্সের প্রথম একাদশে পূজারা ও রিজওয়ানকে রেখেছেন সাসেক্স অধিনায়ক টম হেইনস। টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ডার্বিশায়ারের অধিনায়ক। ফলে প্রথমে বোলিং করছে সাসেক্স। ফলে সম্ভবত দ্বিতীয় দিন ব্যাটিংয়ে দেখা যেতে পারে পূজারা-রিজওয়ানজুটিকে।
ভারতের টেস্ট দল থেকে বাদ পড়ার পর রঞ্জিতে সৌরাষ্ট্রের হয়ে খেলেছিলেন পূজারা। এরপর আইপিএলে কোনও দলই পূজারাকে কেনেনি। ফলে ইংল্যান্ডের পথে পাড়ি দেন পুজ্জি। কাউন্টি ক্রিকেটে ভালো খেলে ফর্ম ফিরে পাওয়ার পাশাপাশি ভারতের টেস্ট দলে কামব্যাক করতে চাইছেন পূজারা। অন্যদিকে রিজওয়ান কিন্তু গত কয়েক বছর ধরে পাকিস্তানের জার্সিতে বেশ সফল হয়ে এসেছেন। কাউন্টি ক্রিকেটে এই নতুন ইন্দো-পাক জুটি কেমন পারফর্ম করে সেদিকে বিশেষ নজর থাকবে ভারত-পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের।
প্রায় ১৫ বছর পর কাউন্টি ক্রিকেটে একসঙ্গে দেখা খেলতে দেখা যাবে ইন্দো-পাক জুটিকে। এর আগে ২০০৭ সালে কাউন্টি ক্রিকেটে শেষবার ইন্দো-পাক জুটিকে একসঙ্গে খেলতে দেখা গিয়েছিল। শেষবার লেস্টারশায়ারের হয়ে একসঙ্গে খেলেছিলেন ভারতের আরপি সিং এবং পাকিস্তানের মনসুর আমজাদ।
বেশ কয়েকটি ইন্দো-পাক জুটি যাঁরা অতীতে কাউন্টি ক্রিকেটে একসঙ্গে খেলেছেন —
- অনিল কুম্বরে ও মহম্মদ আক্রম (সারে)
- অনিল কুম্বলে ও আজহার মাহমুদ (সারে)
- জাহির খান ও আজহার মাহমুদ (সারে)
- হরভজন সিং ও আজহার মাহমুদ (সারে)
- বিসেন সিং বেদী ও নাওয়াজ (নর্থহ্যাম্পটন শায়ার)
.@iMRizwanPak and @cheteshwar1 are making their debut together for Sussex today ?
Find out which other ?? & ?? players have been teammates in the County Championship ? | @RohaNadym @MazherArshad
Full video ➡️ https://t.co/6e7kMWIRmD#Rizwan #LVCountyChamp #GOSBTS pic.twitter.com/rMH376cfA4
— CricWick (@CricWick) April 14, 2022
আরও পড়ুন: IPL 2022: আইপিএলে প্রথম ৮০০ বাউন্ডারির রেকর্ডের মালিক শিখর ধাওয়ান
আরও পড়ুন: IPL 2022: উমেশের প্রশংসায় পঞ্চমুখ তাঁর নাইট সতীর্থ সাউদি