টি-টেনেও গেইল বিস্ফোরণ চলছে

sushovan mukherjee |

Feb 04, 2021 | 1:52 PM

দুবাইয়ে অনুষ্ঠিত টি-১০ লিগে এবার নয়া কীর্তি গড়লেন ক্রিস গেইল। মাত্র ১২ বলে হাফসেঞ্চুরি করলেন ক্যারিবিয়ান কিং।

টি-টেনেও গেইল বিস্ফোরণ চলছে
আবু ধাবিতে গেইল ঝড়। ছবি-টি টেন লিগ।

Follow Us

আবু ধাবি: তিনি ক্রিকেটের ‘ইউনিভার্স বস’। যেখানেই খেলবেন, নতুন রেকর্ড গড়বেন। সে আইপিএল হোক কিংবা টি-টেন। দুবাইয়ে অনুষ্ঠিত টি-১০ লিগে এবার নয়া কীর্তি গড়লেন ক্রিস গেইল। মাত্র ১২ বলে হাফসেঞ্চুরি করলেন ক্যারিবিয়ান কিং।

 

২২ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন গেইল। ইনিংস সাজানো ৯টি ছয় এবং ৬টি চারে। ৮৪ রানের মধ্যে ৭৮ রান এসেছে বাউন্ডারি, ওভার বাউন্ডারির মাধ্যমে। গেইলের ঝোড়ো ইনিংসের সুবাদে সহজেই জিতে যায় তাঁর দল আবু ধাবি। টি-১০ লিগে মহম্মদ শাহজাদের সঙ্গে যুগ্মভাবে দ্রুততম হাফসেঞ্চুরির মালিক এখন ক্রিস গেইল। ২০১৮ সালে ১২ বলে হাফসেঞ্চুরি করেছিলেন আফগান ক্রিকেটার মহম্মদ শাহজাদ।

আরও পড়ুন: মেসির গোল ছাড়াই কোপার সেমিফাইনালে বার্সা

দুবাইয়ে অনুষ্ঠিত জনপ্রিয় টি-১০ লিগের এটি চতুর্থ সংস্করণ। এ বছরই প্রথমবার টি-১০ লিগে খেলতে নেমেছেন ক্রিস গেইল। ম্যাচে গেইলের দল ৯ উইকেটে হারায় মারাঠা আরবিয়ান্সকে। প্রথমে ব্যাট করে ১০ ওভারে ৯৭ রান তোলে মারাঠা আরবিয়ান্স। গেইলের বিধ্বংসী ইনিংসের সুবাদে সহজেই নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় তাঁর দল।

Next Article