AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs Bangladesh Test Explained: হাসিনা vs বাংলাদেশ! ভারতের মাটিতে ‘অগ্নি পরীক্ষা’ সাকিব-লিটনদের

India Vs Bangladesh Test Cricket: ক্রিকেট মাঠে ভারত-বাংলাদেশ বরাবরই আবেগের লড়াই চলে। সমর্থকদের জন্য আরও বেশি। ক্রিকেটে ভারতকে হারাতে পারলে বাংলাদেশের সমর্থকরা বন্য আনন্দে ভাসেন। সোশ্যাল মিডিয়ায় কমেন্টের লড়াই। সেই সুযোগ যদিও খুব একটা আসে না। এ বার নতুন স্বপ্ন দেখছেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা।

IND vs Bangladesh Test Explained: হাসিনা vs বাংলাদেশ! ভারতের মাটিতে 'অগ্নি পরীক্ষা' সাকিব-লিটনদের
Image Credit source: TV9 Bangla Graphics
Follow Us:
| Updated on: Sep 09, 2024 | 9:20 PM

ভারত-পাকিস্তান ম্যাচ। এই শব্দবন্ধটা শুনলেই বিদ্যুতের মতো শিহরণ খেলে যায় শরীরে। গোটা দেশ চার দেওয়ালে আটকে পড়ে, রাস্তাঘাট শুনশান হয়ে যায়, গ্যালারি উপচে পড়ে। আর ভারত-বাংলাদেশ! পশ্চিমের প্রতিবেশীর জন্য সুর যতটা সপ্তমে ওঠে পূর্বের প্রতিবেশীর জন্য ততটাই খাদে। সেয়ানে সেয়ানে লড়াইয়ে বাংলাদেশকে কখনওই শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে ধরা হয় না। এবার কিন্তু পরিস্থিতি অন্য। ভারত-বাংলাদেশ টেস্ট নিয়ে ভারতীয়দের মধ্যে কতটা উৎসাহ কাজ করছে জানা নেই, কিন্তু বাংলাদেশিরা আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। প্রেস্টিজ ফাইট তাদের কাছে। ‘আহত বাঘের’ মতো মুখিয়ে রয়েছে শিকার ছিনিয়ে আনার। কারণ একটাই। তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আশ্রয়ে। শেখ হাসিনার ঘাড়ে ঝুলছে অপহরণ-খুনের একাধিক মামলা। তাঁকে দেশে ফেরাতে মরিয়া মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারত বিরোধী বিদ্বেষ দেখা দিয়েছে বাংলাদেশিদের মনে। এই আবহে কয়েক যোজন স্নায়ুর চাপ নিয়ে ভারতে খেলতে আসছেন সাকিব আল হাসান-লিটনরা। সেই চাপ রাখতে পারবে? নিজের দেশ খেলতে আসায় কতটা বিড়ম্বনায় হাসিনা? প্রশ্ন অনেক। উত্তর…চলুন দেখা যাক। ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন