
কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2025) নতুন মরসুমে আরও একটা হতাশার ম্যাচ চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings)। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ক্যাপ্টেন হিসেবে ফিরেছেন। তাতে অবশ্য দলের ভাগ্য বদল হয়নি। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল চেন্নাই দুর্গে। যদিও এ মরসুমে চিপক-কে আর সিএসকের (CSK) দুর্গ বলা যায় না। ঘরের মাঠে হারের হ্যাটট্রিক চেন্নাইয়ের। সব মিলিয়ে টানা পাঁচ ম্যাচে হার। কলকাতা নাইট রাইডার্স (KKR) ঘরের মাঠে গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের কাছে মাত্র ৪ রানে হেরেছিল। দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়াল। ৮ উইকেটের বড় জয়ে নেট রান রেটেও উন্নতি। পয়েন্ট টেবলে ছয় থেকে তিনে উঠে এল রাহানের (Ajinkya Rahane) টিম। ম্যাচের যাবতীয় আপডেট রইল TV9Bangla-র এই লাইভব্লগে।
উইকেটের পিছনে ধোনি। ছয় মেরে ম্যাচ ফিনিশ করলেন রিঙ্কু সিং। নেট রান রেটও দুর্দান্ত হল। পয়েন্ট টেবলে ছয় থেকে তিনে উঠল কেকেআর। ম্যাচ রিপোর্ট পড়ুন বিস্তারিত: টানা পাঁচ, ঘরে হ্যাটট্রিক! ধোনিদের ৮ উইকেটে হারাল কেকেআর
আর এক ওপেনার নারিনের উইকেটও হারাল কেকেআর। বাঁ হাতি রিস্ট স্পিনার নুর আহমেদ আক্রমণে আসতেই ক্লিন বোল্ড নারিন। মাত্র ১৮ বলে ৪৪ করেন নারিন। ক্রিজে রিঙ্কু সিং।
পয়েন্ট টেবলে আপাতত ছয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে ১২ ওভারের মধ্যে জিততে পারলে তিনে উঠে আসতে পারে কেকেআর। শুধু পয়েন্টের কারণেই নয়, নেট রান রেটও দুর্দান্ত হবে।
অংশুল কম্বোজ মরসুমের প্রথম ম্যাচ খেলছেন। বোর্ডে মাত্র ১০৩ রানের পুঁজি। কেকেআরের বিধ্বংসী শুরু। এর মাঝেই কেকেআর শিবিরে ধাক্কা অংশুল কম্বোজের। যিনি একে-৪৭ নামেও পরিচিত। ক্রিজে নারিনের সঙ্গে রাহানে।
কলকাতা নাইট রাইডার্সের বিধ্বংসী শুরু। ৪ ওভারেই ৪৬ রানের ওপেনিং জুটি। কেকেআর কি ১০ ওভারের মধ্যেই ফিনিশ করতে পারবে?
এ মরসুমে কেকেআরকে ভুগিয়েছে ওপেনিং জুটি। চেন্নাইয়ের বিরুদ্ধে মাত্র ১০৪ রানের টার্গেট। শুরুটা ভালো হলে নেট রান রেটে উন্নতি করার সুযোগ থাকবে রাহানেদের।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঘরের মাঠে সর্বনিম্ন স্কোরের লজ্জার রেকর্ড! কেকেআরের বিরুদ্ধে ২০ ওভারে মাত্র ১০৩ রান তুলতে পারল চেন্নাই সুপার কিংস।
১৭.২ ওভারে নূর আহমেদের উইকেট তুলে নিলেন বৈভব আরোরা। নবম উইকেট হারাল চেন্নাই।
সুনীল নারিন তুলে নিলেন মহেন্দ্র সিং ধোনির উইকেট। রিভিউ নিয়েছিলেন মাহি। লাভ হয়নি। ৪ বলে ১ রান করে মাঠ ছেড়েছেন সিএসকের ক্যাপ্টেন ধোনি।
একের পর এক উইকেট হারাচ্ছে সিএসকে। কেকেআরের বোলাররা দুরন্ত ছন্দে রয়েছেন। দেখতে দেখতে ১৫ ওভারে ৭ উইকেট সাবাড় করেছেন হর্ষিত-বরুণ-নারিনরা। ১৫ ওভারে চেন্নাই সুপার কিংসের স্কোর ৭ উইকেটে ৭৪।
সিএসকের ইনিংসের পাওয়ার প্লে-র খেলা শেষ। ক্রিজে বিজয় শঙ্কর (১২*) এবং রাহুল ত্রিপাঠী (৩*)। ৬ ওভারে সিএসকে ২ উইকেট হারিয়ে করেছে ৩১ রান।
চতুর্থ ওভারের প্রথম বলে মইন আলি ফেরান সিএসকের ওপেনার ডেভন কনওয়েকে। এরপর পঞ্চম ওভারের প্রথম বলে রাচিন রবীন্দ্রর উইকেট তুলে নেন হর্ষিত রানা।
চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেনিংয়ে নামলেন রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে। বোলিংয়ে সূচনায় বৈভব আরোরা।
চিপকে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টস জিতলেন কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে।
কেমন হল দুই দলের একাদশ, কী বললেন দুই দলের অধিনায়ক?
পড়ুন বিস্তারিত – আনক্যাপড ক্যাপ্টেন ধোনি মাঠে নামতেই চিপকে শব্দব্রহ্ম, টস জিতলেন রাহানে
টানা চার ম্যাচ হারার পর চেন্নাই সুপার কিংস কি ঘুড়ে দাঁড়াবে? ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় ফের সিএসকের নেতা ধোনি। চেন্নাইয়েপ দুর্গে আক্রমণের জন্য কেকেআর তৈরি।
Aarambikkalama? 😉 pic.twitter.com/JZAx3iPG0O
— KolkataKnightRiders (@KKRiders) April 11, 2025
চিপক যে আজ হাউসফুল হবে, তেমনটাই মনে করছে ক্রিকেট মহল। একদিকে ৫ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। অপরদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। চিপক তৈরি। আর আপনারা?
One strong leader against another 🫡
5⃣-time champions 🆚 defending champions 🤩
Chennai, get ready for some fireworks this evening 🔥#TATAIPL | #CSKvKKR | @ChennaiIPL | @KKRiders pic.twitter.com/f6dTdsuxTc
— IndianPremierLeague (@IPL) April 11, 2025
নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার আগে ছিটকে গিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। এ বারের আইপিএলে আর পাওয়া যাবে না তাঁকে। মরসুমের বাকি সময়টাতে ক্যাপ্টেন্সি করবেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর প্রথম চ্যালেঞ্জ দুর্গে হারের হ্যাটট্রিক আটকানো।
পড়ুন বিস্তারিত – CSK vs KKR Playing XI IPL 2025: দুর্গে হ্যাটট্রিকের সামনে, কেকেআরের বাধা ক্যাপ্টেন কুল! কম্বিনেশন কী?
চিপকে আইপিএলের ম্যাচে আর কিছুক্ষণ পর মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স।