Sameer Rizvi: মাহির টিমে এন্ট্রির আগে ট্রিপল সেঞ্চুরি ‘ডান হাতি’ রায়নার
Chennai Super Kings: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রচুর তরুণ প্লেয়ারের উত্থান হয়। তাঁদের মধ্যে অনেকেই ভবিষ্যতে তারকা হয়ে ওঠেন। আইপিএলের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও ছাপ ফেলেন। এত আগে থেকে কিছু না বলাই শ্রেয়। তবে সমীর রিজভিকে নিয়ে যেমন চর্চা হচ্ছিল ঘরোয়া ক্রিকেটে যেন সেই ধারাবাহিকতা দেখিয়ে চলেছেন। চেন্নাই সুপার কিংসের ৮.৪ কোটির এই ব্যাটার সিকে নাইডু (অনূর্ধ্ব ২৩) টুর্নামেন্টে উত্তরপ্রদেশকে নেতৃত্ব দিচ্ছেন। ক্যাপ্টেনের মতোই ইনিংস সমীরের।

দুবাইতে বসেছিল আইপিএলের মিনি নিলামের আসর। এর পর থেকেই প্রবল আলোচনায় উত্তরপ্রদেশের এক ক্রিকেটার। ৮.৪ কোটিতে তাঁকে নেয় চেন্নাই সুপার কিংস। ঘরোয়া ক্রিকেটে বিধ্বংসী এই ব্যাটারকে নিয়ে অপেক্ষা বাড়ছে চেন্নাই সুপার কিংস সমর্থকদের মধ্যে। আইপিএল শুরু হবে আগামী ২২ মার্চ। নতুন মরসুমের উদ্বোধনী ম্য়াচেই নামছে চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএল শুরুর আগে ঘরোয়া ক্রিকেটে বিধ্বংসী ইনিংস ডান হাতি রায়না নামে পরিচিত উত্তরপ্রদেশ ব্যাটারের। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রচুর তরুণ প্লেয়ারের উত্থান হয়। তাঁদের মধ্যে অনেকেই ভবিষ্যতে তারকা হয়ে ওঠেন। আইপিএলের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও ছাপ ফেলেন। এত আগে থেকে কিছু না বলাই শ্রেয়। তবে সমীর রিজভিকে নিয়ে যেমন চর্চা হচ্ছিল ঘরোয়া ক্রিকেটে যেন সেই ধারাবাহিকতা দেখিয়ে চলেছেন। চেন্নাই সুপার কিংসের ৮.৪ কোটির এই ব্যাটার সিকে নাইডু (অনূর্ধ্ব ২৩) টুর্নামেন্টে উত্তরপ্রদেশকে নেতৃত্ব দিচ্ছেন। ক্যাপ্টেনের মতোই ইনিংস সমীরের।
রবিবারই সেঞ্চুরি পূর্ণ করেছিলেন সমীর। লাল-বলেও বিধ্বংসী ব্যাটিং। এ দিন ১৬৫ বলে ডাবল সেঞ্চুরিতেও পৌঁছে যান সমীর রিজভি। এর মধ্যে ২৮টি বাউন্ডারি এবং ১০টি ছয় রয়েছে। সৌরাষ্ট্রর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে ২৬৬ বলে ৩১২ রান করেন সমীর রিজভি। সব মিলিয়ে ৩৩টি বাউন্ডারি এবং একডজন ছয় মেরেছেন। তাঁর এই ইনিংসের সৌজন্যে উত্তরপ্রদেশ প্রথম ইনিংসে করে ৭৪৬ রান।





