ICC World Cup: ‘স্পিনের বিরুদ্ধে মানসিকতা না বদলালে…’, অজি টিমকে নিয়ে হতাশ প্রাক্তন অধিনায়ক

ICC World Cup 2023, Aaron Finch: অজি ব্যাটারদের মধ্যে সেই চেনা আগুনই খুঁজে পাননি ফিঞ্চ। তাঁর কথায়, 'টিমের পরিকল্পনা পরিষ্কার ছিল, যে একটু সক্রিয় হতে হবে। যতসম্ভব ডট বল কমাতে হবে। স্ট্রাইক রোটেট করতে হবে। সেরা স্পিনারদের সামলাতে হলে, এই বিষয়গুলো খুবই জরুরি। সত্যি বলতে, অজি ব্যাটারদের মধ্যে কোনও আগ্রাসনই খুঁজে পাইনি। হয়তো ওরা নিজেরাও হতাশ হবে। আরও তাগিদ দেখানো প্রয়োজন।'

ICC World Cup: 'স্পিনের বিরুদ্ধে মানসিকতা না বদলালে...', অজি টিমকে নিয়ে হতাশ প্রাক্তন অধিনায়ক
Image Credit source: ICC
Follow Us:
| Edited By: | Updated on: Oct 12, 2023 | 8:30 AM

আজ অস্ট্রেলিয়া নামছে দ্বিতীয় ম্যাচে। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে মাত্র ১৯৯ রানেই অলআউট হয়েছিল তাদের তারকাখচিত ব্যাটিং লাইন আপ। ভারতের স্পিনত্রয়ীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে ব্যাটারদের মানসিকতাও দায়ী করেছেন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া শিবিরে বাঁ হাতি স্পিনার কেশব মহারাজ রয়েছেন। সঙ্গে চায়নাম্যান তাবরাইজ শামসি। পার্টটাইমার হলেও এইডেন মার্কর‌্যামের কথা ভুললেও চলবে না। লখনউতে এই ম্যাচের পিচও স্পিন সহায়ক হওয়ার সম্ভাবনাই বেশি। স্পিনের বিরুদ্ধে অজি ব্যাটারদের মানসিকতায় হতাশ প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আইসিসি-র কলামে এই বিষয়ে লিখেছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটিং নিয়ে ফিঞ্চের বিশ্লেষণ, ‘জাডেজা, অশ্বিন, কুলদীপদের মতো স্পিনাররা যেমন বোলিং করতে চাইছে, কেউ যদি সেটা করতে দেয়, তাহলে ভুগতেই হবে। ওরা প্রচণ্ড দক্ষ এবং নিখুঁত। জাডেজা এর আগেও বহুবার অস্ট্রেলিয়া টিমে বিপর্যয় এনেছে।’ ভারতীয় স্পিনারদের প্রশংসায় ভরিয়ে দিলেও উত্তরসূরি এবং প্রাক্তন সতীর্থদের প্রসঙ্গে ফিঞ্চ লিখেছেন, ‘ভারতীয় স্পিনাররা ভালো বোলিং করেছে, এ নিয়ে কোনও সন্দেহ নেই। তবে অস্ট্রেলিয়া যে ভাবে ব্যাট করেছে, এটা নিয়ে ভাবতেই হবে।’

অজি ব্যাটারদের মধ্যে সেই চেনা আগুনই খুঁজে পাননি ফিঞ্চ। তাঁর কথায়, ‘টিমের পরিকল্পনা পরিষ্কার ছিল, যে একটু সক্রিয় হতে হবে। যতসম্ভব ডট বল কমাতে হবে। স্ট্রাইক রোটেট করতে হবে। সেরা স্পিনারদের সামলাতে হলে, এই বিষয়গুলো খুবই জরুরি। সত্যি বলতে, অজি ব্যাটারদের মধ্যে কোনও আগ্রাসনই খুঁজে পাইনি। হয়তো ওরা নিজেরাও হতাশ হবে। আরও তাগিদ দেখানো প্রয়োজন।’

আগ্রাসী না হলে যে প্রতিপক্ষর ওপর চাপ তৈরি করা যাবে না, পরিষ্কার করে দিচ্ছেন ফিঞ্চ। তেমনই নিজের দলের স্পিনারকে নিয়েও হতাশ ফিঞ্চ। অজি স্কোয়াডে একজনই স্পেশালিস্ট স্পিনার রয়েছেন, অ্যাডাম জাম্পা। কাঁধ এবং গলায় চোট থাকায় তাঁর বোলিংয়ে সমস্যা হয়েছিল বলেও মনে করেন ফিঞ্চ।